নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ প্রসেনজিথ এর সরি আর আমাদের নিন্ম মনমানসিকতা

১৩ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

প্রথম আলোর নিউজটাতে আমার স্বজাতি বাংলাদেশিদের যে সব নেগেটিভ মন্তব্য দেখলাম তাতে আসলেই আমাদের শিক্ষার মান নিয়ে আমার প্রশ্ন জেগেছে।
প্রসেনজিথ তো সরি বলেছে, তারপরেও কেন এত নেগেটিভ কমেন্ট ?
এদের স্বদেশপ্রেম এত্ত বেশি যে জাতি হিসেবে আমাদের আতিথিয়তার সুনাম এরা হরহামেশাই পানিতে চুবিয়ে ধরতে কুণ্ঠাবোধ করে না।
হায়- রেখেছ বাঙালি করে মানুষ কর নি।
কিছু মন্তব্যের নমুনা ঃ
> কেউ যদি ভয় পেয়ে তার কথা ঘুরিয়ে ফেলে আমাদের বলার কিছু নেই।
> But he did not mention in which cinema he used this dialogue....and how it is releavant in his status. Hope we will have that answer soon.
> দাদা প্রসেনজিত , এতই বোকা মনে করেন আমাদের !!!
> কয়দিন আগেই না আমাদের ইলিশ খেয়ে গেল !! আসলে . . . . . .
> কাউকেই ভাল বলা যায় না, এতো আবারো প্রমাণ হলো ভারতীয়দের নিম্ন মন মানসিকতা। তবে এতো সহজে সেমি ফাইনালে যেতে পারবে না। আমরা কিন্তুু জানি কিভাবে ধরে দিতে হয়। ভারতীয়রা ২০০৭ বিশ্বকাপের কথা কি ভুলে গেছে?
> কোয়াটার ফাইনালে ধরে দিবানী!! মি. প্রসেন জিদ!!
> এতো কাল পরে উনার আবার অমর প্রেম সিনেমার ডায়লগ খেয়াল পরেছে ......
> বাপি দে আর Sourav, আপানারা কি প্রসেনজিৎ এর নিয়োজিত উকিল? প্রসেনজিৎ এর স্টাটাস থেকেতো এটা বুঝা গেল তিনি বাংলাদেশকে কোন চোখে দেখেন। এখন তার ক্ষমা চাওয়ার মানে হ'ল বানিজ্যিক কারন। তারপরও শুনে রাখুন ১০০টা ভারতীর সামনে ১টা বাংলাদেশীই বাঘ।

যদিও অনেকে পজিটিভ কমেন্ট করেছেন তথাপি আমি আশা করছি যে যারা নেগেটিভ কমেন্ট করেছেন তারা তাঁদের ভুল বুঝতে পারবেন। কেউ সরি বললে ব্যাপারটা সেখানেই ভুলে যাওয়াই হচ্ছে ভদ্রতা, আশা করছি আমাদের উগ্র স্বদেশপ্রেমিরা এই সত্য অচিরেই বুঝতে পারবে।
।......................." সচেতন করি, সচেতন হই".................।

ফুটনোটঃ আমি ভারতপ্রেমি বা ভারতের দালাল বা এজেন্ট নই, আমি সচেতন বাংলাদেশি।

লিঙ্কঃ
বাংলাদেশকে কটাক্ষ করিনি: প্রসেনজি
http://www.prothom-alo.com/entertainment/article/475855/বাংলাদেশকে-কটাক্ষ-করিনি-প্রসেনজিৎ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

অন্যসময় ঢাবি বলেছেন: View this link

২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০

শাহীন উল্লাহ বলেছেন: গরু মেরে জুতা দান ????

কথা সেটা না, যতই ইলিশ, ফিলিশ খাওয়ান সে একজন ভারতীয় এবং সে মনে প্রাণে ভারতীয় কেই টানবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক এটাই যখন তাদের মরা মুভিগুলো তাদের নিজের দেশে ভাত পায়না সেগুলো এখানে চালাবার জন্য দুই বাংলা এক হবার গল্প শুনায় এবঙ এখানকার কিছু দালাল সেটা কে সায় দেয়,,,,,

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৭

অন্যসময় ঢাবি বলেছেন: কারে কি শিখাইলাম !!
আপনার কথা গুলা কিছুটা যক্তিক, বাট আমার এই পোস্টে অপ্রাসঙ্গিক।
যাই হোক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.