নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

প্ল্যাটনিক লাভ

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫

প্রথম যেদিন শুনেছিলাম প্ল্যাটনিক লাভের কথা
খ্যাক করে হেসে ওঠেছিলাম, আর বলেছিলাম
এইসব হুদাই।
প্রথম যেদিন শেষের কবিতা পড়ে শেষ করলাম
সেদিনও অনরূপ তাচ্ছিল্যের সহিত বলেছিলাম
সবই বেহুদা কথাবার্তা, বুড়ো কবির উড়ো কথা
প্রেম-ভালোবাসায় মিলনটুকোই খাঁটি

প্রথমবার তোমাকে দেখার আগে, দেখে নিয়েছিলাম
তোমার আমার মাঝের বিশাল দেয়াল।
তারপরেও আবুঝ মন বাধ মানে নি,
পারি নি তোমাকে নিয়ে ভাবা আকাশ-কুসুম স্বপ্নগুলোকে বশে আনতে
এই ভাবনা গুলো একদম অন্যরকম
এতটাই রঙ্গিন যেন বাস্তবে ঘটছে
এতটাই তীব্র যেন ছোয়া যায়।
নিজের সাথে অন্ত:দ্বন্ধে আমি পরাজিত
ভাবনা গুলো কল্পনার অসীম আকাশে উড়ে চলেছে আবিরত।

যদিও জানি এ কখনোই হবার নয়
তারপরেও কেন যেন আমি প্রেমে পড়ে গেলাম
আমার মনে হয় আমি আমার এই অদ্ভুত ভালোলাগাগুলোর প্রেমে পড়ে গেছি।
একেই কি বলে প্ল্যাটনিক লাভ ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.