নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

যে বৃষ্টি ১৮+

১৫ ই মে, ২০১৫ দুপুর ১২:১৩

আমি জানি তুমি খুব লজ্জা পাও
যখন আমরা একসাথে ছাদে বৃষ্টিতে ভিজি
শরীরে লেপ্টে যাওয়া কাপড় সামলাতে খুবই ব্যাতিব্যাস্ত তুমি
অনিমেষ তাকিয়ে রই অসভ্য, হিংস্র, বর্বর, জানোয়ার আমি
আমি জানি না, একবারের জন্যও বুঝতে চাই না
আমার এই কামনীয় দৃষ্টি তোমার লাগছে কেমন
প্রেমের আদি নিষিদ্ব কথাগুলো আমার কাছে এখন কবিতার মতন।

যতই তুমি ভ্রুকটি করো না কেন, এড়িয়ে যাওয়ার শক্তি তোমারও নাই
যত ইচ্চা শাসাও, ভালো হচ্ছে না বলে যত ইচ্ছা বকা দাও
আমি একটা মুহূর্তের জন্যও মিস করব না এই মাহেন্দ্রক্ষণ
জড়িয়ে পেছন হতে তোমায়, সিক্ত চুলের মাতাল গন্ধ নিব অনেক্ষন।
বৃষ্টিস্নাত উন্মুক্ত কাঁধে একটা একটা করে এঁকে দিব কামনার ছাপ
উষ্ণ দু হাতের স্পর্শ দিয়ে বুঝে নিব সৌষ্ঠব শরীরের বক্রতার মাপ।

আমার উষ্ণতা তোমায় পাগল করবে
আদুরে গলায় তুমিও বলবে ভালোবাসার আদি কবিতা
বলবে আমার মাঝে তুমি হারাতে চাও তোমার স্বকীয়তা।
তুমি পাগল হবে, হতে বাধ্য
তোমার লজ্জা ভেঙ্গে আমি নেব যুদ্ব জয়ের আনন্দ।
......................................................................

কবিতাটি মূলত আমার লেখা "স্বপ্নরাজ্য ও রাজকন্যা" কবিতার একটি অংশ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১২:২২

আমি আরিফুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ।কবিতাটি একটা মুহূর্তের জন্যও অন্নরকম মনে হলেও পুরটা পরে ভাল লাগলো

view this link

২| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৫০

অন্যসময় ঢাবি বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:৩৯

লুজার ম্যান বলেছেন: অনেক নামি দামি কবির কবিতাও আমার কাছে এত ভালো লাগে নাই

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:১৬

অন্যসময় ঢাবি বলেছেন: এত উঁচুদরের প্রশংসা নেয়ার অভ্যাস হয় নি এখনো, চিন্তায় আছি বদহজম না হয়ে যায় আবার। অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই মে, ২০১৫ রাত ৯:৫৭

টকদঐ পার্ট ২ বলেছেন: খুব ভালো লিখনি

১৬ ই মে, ২০১৫ রাত ১২:১৪

অন্যসময় ঢাবি বলেছেন: সমালোচনা ভালো লাগল, ধন্যবাদ

৫| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে। ++

১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:২০

অন্যসময় ঢাবি বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখছেন কবিতা । প্লাস দিলাম ।

১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:২৩

অন্যসময় ঢাবি বলেছেন: ধন্যবাদের সহিত প্লাস নিলাম। :)

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


একটু পর্ণ পর্ণ ভাব

১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭

অন্যসময় ঢাবি বলেছেন: কমেন্ট টাও দেখি ঠিকমত করতে পারেন না।
পর্ণ পর্ণ ভাব নয়, লেখালিখির ক্ষেত্রে ব্যাপারটা হবে চটি চটি ভাব।
যাই হোক পড়ে কমেন্ট করেছেন তো নাকি শিরোনাম দেখেই মাথায় স্লাইড সো চালু হয়ে গিয়েছিল ? পুরোটা পড়ে থাকলে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪

ঊনজ্ঞানী বলেছেন: ব্যাতিব্যাস্ত! এটা কি?

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

ঊনজ্ঞানী বলেছেন: দুঃখিত পড়তে পারলাম না! প্রচুর বানান ভুল! সতর্ক হোন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.