নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

ঢাবির খ-ইউনিটে পাস মাত্র ১৪.৬৮% -- কে দায়ী? ঢাবি না শিক্ষাব্যবস্থা ?

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

মাত্র ইন্টারমিডিয়েট পাস করা ছেলে-মেয়ে গুলোকে গণহারে ফেল করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এই ক্রেডিট নিতে চাচ্ছে যে তাদের প্রশ্নের স্ট্যান্ডার্ড এতই উঁচু যে সবাই ফেল করে বসে।
> যে ফরমেটে ঢাবি ইংরেজি প্রশ্ন করে সে ফরমেট ছেলে-মেয়েরা তো এইচ এস সি বা এস এস সির কোন লেভেলই প্রাকটিস করে নাই।
> ইন্টার পাস করা ছেলেমেয়েদের ধরিয়ে দেয়া হয় চাকরি বা বি সি এস পরীক্ষার সমমানের ইংরেজি প্রশ্ন - কি সেলুকাস!
> দুনিয়াটাই যে ছেলেমেয়েরা ভালো করে দেখার সুযোগ পায় নাই তাদেরকে উত্তর করতে হয় সাধারণ জ্ঞানের অসাধারন সব প্রশ্নের।
আসলে ঢাবি জিনিয়াস না জিনিস খুজতেছে; এমন জিনিস যে খুব, খুব মুখস্ত করতে পারে।
নোটঃ আমি ঢাবির সমালোচনা করছি বলে এই না যে আমাদের বর্তমান জেনারেশন ধুয়া-তুলসিপাতা, অবশ্য তাঁদের এই নাজেহাল অবস্থার জন্য শিক্ষক ও শিক্ষাব্যবস্থা দায়ী।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

সজিব হাওলাদার বলেছেন: জোর করে পাস করালে তো এমনই হবে।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

অন্যসময় ঢাবি বলেছেন: সবই নষ্টদের অধিকারে

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

আধারে আমি৪২০ বলেছেন: এক ঘন্টার একটা পরীক্ষা কখনোই মেধার প্রকাশ হতে পারে না। কিন্তু এছাড়া কোন উপায় আছে কি?

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

অন্যসময় ঢাবি বলেছেন: এক ঘণ্টায় সম্ভব যদি প্রশ্নটা মান সম্মত হয়; উদ্ভট সাধারণ জ্ঞান, পাহাড়সম কঠিন ইংরেজি প্রশ্ন দিয়ে মেধার যাচাই সম্ভব নয়। আর কারও মেধা যাচাইয়ে গণিত এর কোন বিকল্প নেই তা সে কমার্স বা আর্টস যে বিভাগেরই ছাত্র হোক না কেন

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

আমি আবুলের বাপ বলেছেন: তাহলে ঢাবিতে না পড়ে,জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে সমস্যা কোথায় ?১৪.৬৮% পাস করছে এসব প্রশ্নের উত্তর দিয়ে। আসলে প্রশ্ন ফাস হয় নাই,তাই এত আক্ষেপ!!!!

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩

অন্যসময় ঢাবি বলেছেন: কিসের মধ্যে কি ??

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০

nurul4amin বলেছেন: আমি আবুলের বাপ বলেছেন: তাহলে ঢাবিতে না পড়ে,জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে সমস্যা কোথায় ?১৪.৬৮% পাস করছে এসব প্রশ্নের উত্তর দিয়ে। আসলে প্রশ্ন ফাস হয় নাই,তাই এত আক্ষেপ!!!!

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

অন্যসময় ঢাবি বলেছেন: সবাইকেই গ্রাজুয়েট হতে হবে এমন কোন কথা আছে কি ? এইটা আমাদের দেশের একটা বাজে সিস্টেম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন দরকার নাই- গ্রাজুয়েট হওয়া বাদেও জীবনে উন্নতি করার হাজারটা উপায় আছে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫

মাঘের নীল আকাশ বলেছেন: ঢাবি তো পড়তেই হবে ?!?!

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

ঢাকাবাসী বলেছেন: বিভিন্ন কারণে বর্তমানে কলেজগুলোতে ঢালাওভাবে নম্বর দেয়া হয় আধা লাখের বেশী গোল্ডেন প্লাস পায় আদতে এরা শিখেনা কিছুই। ঢাবিতে কিচুটা স্টান্ডার্ড আছে।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

প্রলয়শিখা বলেছেন: বার বছর যে স্ট্যান্ডার্ডের ইংরেজির সাথে আমরা পরিচিত ভর্তি পরীক্ষার সময়ে তার চেয়ে শতগুণ ভিন্ন এক স্ট্যান্ডার্ডের সাথে পরিচিত হওয়ার প্রথম পর্ব থেকেই আমার মাথাব্যাথা শুরু হয়েছিল। যদিও মাথাব্যাথা কাটিয়ে সফল হতে পেরেছি তবুও বলব বাংলাদেশের সমন্বিত শিক্ষা ব্যবস্থা ছাত্রবান্ধব নই।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

অন্যসময় ঢাবি বলেছেন: << বার বছর যে স্ট্যান্ডার্ডের ইংরেজির সাথে আমরা পরিচিত ভর্তি পরীক্ষার সময়ে তার চেয়ে শতগুণ ভিন্ন এক স্ট্যান্ডার্ডের সাথে পরিচিত হওয়ার প্রথম পর্ব থেকেই আমার মাথাব্যাথা শুরু হয়েছিল।
এই কথাটাই জনগণকে বোঝাতে আমার এত কথা; কিন্তু কে শোনে কার কথা ।
ধন্যবাদ।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: @প্রলয়শিখা: তার মানে আমদের ১২ বছরের শিক্ষাব্যবস্থা মিনিমাম স্ট্যান্ডার্ডেরও ১০০ ভাগ নীচে!

১০| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

অন্যসময় ঢাবি বলেছেন: Click This Link

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

বাংলার ফেসবুক বলেছেন: দুনিয়াটাই যে ছেলেমেয়েরা ভালো করে দেখার সুযোগ পায় নাই তাদেরকে উত্তর করতে হয় সাধারণ জ্ঞানের অসাধারন সব প্রশ্নের।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

অবাকবিস্ময়২০০০ বলেছেন: এইসব ভুল কথা । এই সব পোলা পাইনদের ব্যাসিকে প্রব্লেম আছে বলেই এত ফেইল ! কোশ্চেন এমনই হওয়া উচিত !
এত গোল্ডেন দিয়ে জাতি কি করবে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.