নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

কাপুরুষের ভালবাসা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

তোকে এতো ভালো লাগে কেন ?
বারবার শুধু চোখ পরে যায়
চোখের যদি থাকতো নাটাই,
রাখতাম বেধেঁ ঐ চোখ দুটি কে
যেন তোকে দেখতে না পাই।
যতোবার দেখছি পাগল হচ্ছি
তোর রূপের নেশায়।

চুরি চুরি করে দেখছে এ দু-চোখ
তোকে সর্বক্ষণ,
চোখের তৃষ্ণা সে যে কি নেশা
যদি জানতি তবে বুঝতি
আমার উচাটন।

আমার অন্তর আত্নার সমস্ত ভালবাসা দিয়ে
তোকে করিতাম যতন,
যদি হতিস আমার সকাল,দুপুর,সন্ধাবেলা,
আর আমার ‍‍স্বপ্নের পাদ্মকানন।

ভালবাসি তোকে এ কথা বলার সাহস
কভু ছিলো নাকো আমার বুকে,
তবুও নীরব কবি আমি শেষ কথা বলে যাই
ভালবাসার সমস্ত আবেগ দিয়ে চেয়েছিলাম
জীবন সঙ্গী করতে তোমায়।

তুই আজ আন্য কারো,আমিও আর আমার নাই
তবুও বুকের মাজে শূণ্যতা কাজ করে,
যদি বলতে পারতাম
ভালবাসি তোমায়…।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

তানজির খান বলেছেন: চোখ পড়ে গেলে আর কি করা? চোখ নামিয়ে নিতে হয় যদি সে অন্যের হয়! শুভ কামনা রইল

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

অন্যসময় ঢাবি বলেছেন: ভালো উপদেশ! ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: আহা শুন্যতাবোধ।
জীবন হোক প্রাপ্তির আনন্দের। ভাল থাকবেন।
নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

অন্যসময় ঢাবি বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


'তোকে', 'তোমায়', এ ধরণের ভ্রান্তি পদ্যের মান কেড়ে নেয়; কবিতা লেখার পর, পড়বেন বারবার; যখন নিজের কাছে ভালো লাগবে, তখন অনেকের কাছে ভালো লাগার সম্ভাবনা

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল কবিতা

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.