নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

এলেমেলো এলেমেলো

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

এলেমেলো-০১
শত কষ্টেও আমার ভালো লাগে
কারণ, আমি জানি তুমি চুপিসারে আমার ফেসবুকে আসো
এখনো আমায় এক বুক ঘৃণা নিয়ে ভালোবাসো।

এলেমেলো-০২
দুঃখের কোন রং নেই, প্রাণ নেই
এক অন্যরকম স্থবিরতা নিয়ে আসে এই দুঃখ।
বাতাস দোলা দেয় না, সৌন্দর্যে মন টানে না,
বারবার মনে হতে থাকে-
যদি পারতাম নিজের ভেতর ঢুকে যেতে
সেই আদি জাইঘোট বা বিগ ব্যাঙ্গে ফিরে যেতে।

এলেমেলো-০৩
তারা বলে মানুষ পুড়ে নাকি হয় হীরে
আমি তো দেখলাম
কত মানুষ পুড়ে কয়লা হয়ে রইল পড়ে।

এলেমেলো-০৪
কেন জীবন তুমি এমন
পালতোলা দাড়হীন নৌকার মতন।
আমি পাটাতনে বসে আনমনে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

অনর্থদর্শী বলেছেন: এলোমেলো মনে এলো,
তারা কিছু বলে গেলো
তবু কিছু রয়ে যায় বাকি
আমি তো জানিনা কিছু
শব্দের পিছু পিছু
পথ চেনা হয়ে যাবে ঠিকই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

অন্যসময় ঢাবি বলেছেন: আমি আবশ্য শব্দের পিছু পিছু যেতে পারি না, বরং ওরা আমার পিছু পিছু আসে, তবে হঠাৎ করে আসে। মিস করলে আর ডেকে আনতে পারি না

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

মেহেদী রবিন বলেছেন: এলোমেলোতে এলোমেলো হলাম কিছুক্ষণ। সুন্দর লিখেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

অন্যসময় ঢাবি বলেছেন: এলোমেলো ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.