নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আস্থির ,নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে করি চৌ্চির

অন্যসময় ঢাবি

আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।

অন্যসময় ঢাবি › বিস্তারিত পোস্টঃ

লালন গীতি অনুকরণে গান লিখার ব্যার্থ প্রচেষ্টা

০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৩৯

লালন সাঈ এর জীবনী নিয়ে একটা গবেষণা ধর্মী বই পড়তে পড়তে হটাত সাঈ এর অনুকরনে একটা গান লিখার দৃষ্টতা দেখিয়ে ফেললাম!
সক্রেটিস থেকে লালন সব দার্শনিকেরই দর্শনের মূল তত্ত্ব হল know thyself বা নিজেকে জানো; এ জীবনবোধ কে নিয়েই লেখা আমার এই লালন গীতি।
আশা রাখি সাঈ-শিষ্যের এই দৃষ্টতা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
# Revival of Lalon-ism!
------------------------------------

আপনার মাঝে যে ভবানী
তারে না বুঝি
খুজি আমি সুখ দেশ বিদেশ
মনরে,
আপনার মাঝে ডুব দিয়ে দেখ
পাবে যে সুখ অনিঃশেষ।

যে সুখের লাগি পররে ভজ
সে সুখ আপনাতে খোজ।
নিজেরে খুজি পাইলে রে মন
সুখে তোমার রবে যে জীবন।

তাই লালন শিষ্য কয়, লালন মতে
সুখরে নয়, নিজেরে খোজ দিনেরাতে।
দুঃখ করে কয় গো সাঁঈ
এখন আর মনের দাম তো নাই
ইচ্ছা অন্ধ সবাই এখন
পায়না খুজে জীবন মনের মতন।

যেমন তেমন হোক চাকরি যে চাই
তাতে মনের যে যোগ নাই
সাঁঈ-শিষ্য কহে আফসোস করে
গাধার জীবন এমনি যে খেটে মরে।
পায়না জীবনের গভীর বোধন।
---------------------------
গানের নাম: আপনারে আপনি চিনিলে
একটা জিজ্ঞাসা:
গানে সুর করার নিয়ম কেমন তা কি কেউ জানেন? কোন বই বা ওয়েব লিনক কি কেউ দিয়ে সাহায্য করতে পারবেন?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমাডের লালন মানুষের দারিদ্রতা ও মৃত্যুর মাঝে মানুষের জীবনের অবসানের করুণ দিক নিয়ে গান গেয়েছেন, নিজকে ও সমাজকে অনুভব করেছেন, এটি দর্শনের বিষয় নয়।

২| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: আপনি দেখি অনেক পুরানো ব্লগার।

লিখুন নিয়মিত।

৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: আপনার চেষতা সফল ও সার্থক হোক।

গান এ কিভাবে সুর দেওয়া হয়- এই বিষয়ে অসংখ্য বই আছে। নেটে সার্চ দিলেও অনেক কিছু পাবেন।

৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যর্থ

৫| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩১

অন্যসময় ঢাবি বলেছেন: চেষ্টা করব নিয়মিত হতে।

৬| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩২

অন্যসময় ঢাবি বলেছেন: ধন্যবাদ, খুজে দেখব ইনশাল্লাহ

৭| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

অন্যসময় ঢাবি বলেছেন: @ চাদগাজী ভাই,
লালনের উপর আস্ত এক বই পড়ে শেষ করে তারপর লিখেছি, আর আপনি তো সবজান্তা তাই না পড়েই বুঝে গেছেন লালন গীতি দর্শনের বিষয় না, শুধু ব্লগ না মাঝে মাঝে বইপত্র ও পড়িয়েন।
যাই হোক, অনেকদিন পর ব্লগে আসলাম, আপনি ভাল আছেন তো?

৮| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৯

অন্যসময় ঢাবি বলেছেন: @ দিশেহারা রাজপুত্র ভাই,
আপনার সমালোচনা অনেক গুরুত্ববহ, ধন্যবাদ।

৯| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

স্বতু সাঁই বলেছেন: know thyself বা লালনের আপনারে আপনি চিনি নে, বাক্য দুটা খুব ছোট কথা দিয়ে রচিত। কিন্তু এর ভাব বুঝতে গিয়ে অনেকে সারা জীবন কাটিয়ে দিয়েছে অথচ ভ-টাও খুঁজে পায় নি। সবাই বলে তাদের দেহের ভিতর মন, কিন্তু মনটা কোথায় কেউ কইতে পারে না। যে নিজের মনের খবর জানে না, সে আপনার খবর জানে কি করে।!

সারাজীবন গেলো মোর কুরাইতে নরকের খড়ি,
তা দিয়ে কি করে মানবজীবন গড়ি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.