নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইএর পোকা। যা পাই তাই পড়ি।

আনমোনা

কিছুই না

আনমোনা › বিস্তারিত পোস্টঃ

ভুতের গলি

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩৪

কালীপূজার সন্ধ্যাবেলা।এগারো বছরের জ্যাঠতুতো দিদির সাথে পাঁচ বছরের আমি গিয়েছি গ্রামের মন্দিরে মন্দিরে প্রদীপ দিতে। মা কিভাবে অনুমতি দিয়েছিল মনে নাই। হয়তো আমি জেদ করেছিলাম, হয়তো মেজদি বলেছিলো সে ঠিকমত, খুউব ভালোভাবে দেখে রাখবে। সবাই তো জানে, মা আমাকে চোখে হারায়।

বেশ কয়েকটি মন্দির ভালোভাবেই ঘুরলাম। ক্লান্ত হয়ে পরের মন্দিরে গেলাম। সেখানে বেশ ভিড় ছিল। বসে বসে সবার প্রদীপ দেওয়া দেখছি। হঠাৎ খেয়াল হলো, আশেপাশে মেজদি নাই। ধক্‌ করে উঠলো বুকের ভেতর। কোথায় গেল মেজদি? এদিক ওদিক খুঁজে, বাইরে বেড়িয়ে এলাম। নাঃ, এখানেও নেই। তাহলে কোথায়?

আচ্ছা, সে যেখানে খুশী যাক। আমাকে তো বাড়ি যেতে হবে। রাস্তা-ঘাট ভালোভাবে চিনিনা। বছরে হয়তো একবার গ্রামে আসি। পাঁচ-ছয় দিন, কি সপ্তাহ থেকে চলে যাই। তবে সে সময় ভালোই ঘোরা হয়। বুঝতে পারছি, মন্দিরের পাশের অন্ধকার গলি পার হলেই বড়, আলো ঝলমলে রাস্তা। আর সেই রাস্তা ধরে একটু এগুলেই বাড়ি। কিন্তু, গলিতে তো একটুও আলো নেই। কালীপূজার রাত্রে শুনেছি ভুত বের হয়। যদিও কপালে ঘিএ ভেজানো তূলশী পাতা লাগানো আছে, গলিটা খুব বেশী অন্ধকার। যাব কি? রাম রাম রাম রাম..., একটু দ্বিধা করে পা বাড়ালাম।

পারলামনা, ফিরে আসলাম। খুব বেশী ভুতকাতুরে কিনা।

যে রাস্তায় দাড়িয়ে আছি সেটি ধরে অনেকদুর গেলে আরেকটি বড় রাস্তা, সেই বড় রাস্তাটাও একটু একটু চিনি। মুশকিল হলো, ঠিক কতদুর গেলে সেটি পাওয়া যাবে আমার ধারনা নেই। তবু অনেকদুর, অনেক-অনেকদুর হাটলাম। কোনো হদিস নেই। বাড়ি ফেরার চিম্তায় অস্থির হয়ে গেলাম। তবে কি আমাকে ভুতের গলি দিয়েই বাড়ি যেতে হবে? তবে এতোখানি হাটলাম কেন?

ফিরে এসে অনেকক্ষন গলির সামনে দাড়িয়ে থাকলাম। তারপর... চোখ বুজে দিলাম দৌড়। চোখ বুজে, কারন চোখ খুললে যদি ভুত দেখি, আর অন্ধকারে চোখ খোলাই কি বন্ধই কি। একেবারে গলি পার হয়ে চোখ খুললাম।আঃ, কত আলো। আর সামনের বাঁকটা ঘুরলেই বাড়ি।

মা আমাদের দেরি দেখে চিন্তা করছিল। আমাকে দেখেই জড়িয়ে ধরলো। তারপরেই প্রশ্ন উঠলো মেজদি কই। তার তো পথ হারানোর কথা না। যে মেয়েটা রাস্তা চেনেনা, সে বাড়ি এলো, আর যে চেনে, তার খবর নাই। খোঁজ খোঁজ খোঁজ। অবশেষে তাকে পাওয়া গেল, বাড়ির পিছনে লুকিয়ে ছিল। মেজদি আমাকে হারিয়ে ফেলার পরে অনেক খুজেছিল, না পেয়ে বাড়ি এসেছিল খবর দিতে। কিন্তু সাহস পায়নি কাউকে বলতে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বা! দারুন সুখানুভূতি। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার না পাওয়া যাওয়াতে বাড়িতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আজ এত বছর পরে বিষয়টি ভেবে দুজন হয়তো ভীষণ আনন্দিত হয়ে পড়েছেন। ছোট্ট বেলার সেই হারিয়ে যাওয়ার অনুভূতি কখনো যে ভোলার নয়। খুব সুন্দর লিখেছেন++
পোস্টে প্রথম লাইক।

প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডান দিকে সবুজ বাটনে প্রেস করলে নতুন একটি স্পেস আসবে তার মধ্যে উত্তর লিখে জমা করলে তবেই আমাদের নোটিফিকেশন দেখাবে।

শুভকামনা জানবেন।

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

আনমোনা বলেছেন: ধন্যবাদ। ভাবলেই মনে হয়, মেজদি ভাগ্যিস সাথে নিয়েছিলো। নাহলে এমন স্মৃতি কোথায় পেতাম।

২| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোটবেলার মজার কাহিনী।

+++

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

আনমোনা বলেছেন: এখন মজার। তখন ছিল ভয়ের, পথ হারানোর এবং ভুতের।

৩| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: পুরোনো সৃতি । বেশ ভালো।

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

আনমোনা বলেছেন: স্মৃতি সবসময়ই মধুর।

৪| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুখ স্মৃতি আমিও ছোট্ট বেলায় হারিয়ে গিয়েছিলাম আমার এক ফুফাতো ভাইয়ের চক্করে পড়ে। যাইহোক অনেক সুন্দর করে লিখেছেন। আপনার কাছে আরো সুন্দর সুন্দর লিখার উপহার পাবো বলে আশা করছি। লিখে যাবেন। ব্লগ হউক সবসময়কার সাহিত্য প্রসারের যায়গা। আপনি হয়ে উঠুন একজন প্রসিদ্ধ ব্লগারও লেখক।

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

আনমোনা বলেছেন: ধন্যবাদ। পড়ছি অনেকদিন। লেখার সাহস হয়না।

৫| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২

বলেছেন: দারুণ!!
এমন সুখানুভূতি আছে ব'লেই জীবন সুন্দর

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

আনমোনা বলেছেন: যদি ছোটবেলায় ফিরতে পারতাম...

৬| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: সুখ স্মৃতি অনেক ভালো।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৭

আনমোনা বলেছেন: হ্যা, ভাবতে ভালো লাগে।

৭| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: আনমোনা,



বেশ ঝরঝরে লেখা হয়েছে। দেখলেন তো, ভুত বলে কিছু নেই!

তবে গল্পের মূল চরিত্রের বয়সটাতে দারুন এ্যাডভেঞ্চারাস এমন কিছু করার কথা নয় মনে হয়, তাও আবার কালীপুজোর রাতে ঘোরঘুট্টি অন্ধকারের ভেতর।

ভালো লাগলো।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৬

আনমোনা বলেছেন: ভুত বলে কিছু নেই!!
সে তো এই বুড়ো বয়সে জানি কিছু নেই। পাঁচ বছর বয়সে নিশ্চয় ছিলো।

৮| ০৯ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০০

কলাবাগান১ বলেছেন: "যদিও কপালে ঘিএ ভেজানো তূলশী পাতা লাগানো আছে"
এসব কি এখনও বিশ্বাস করেন???

০৯ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪১

আনমোনা বলেছেন: ভুতে বিশ্বাস করলে তূলশী পাতাতেও করতে হয়। আসল প্রশ্ন হচ্ছে ভুতে বিশ্বাস করি কিনা!!!

৯| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্মৃতি সবসময়ই মধুর।

না, সব সময় মধুর না। কখনও কখনও খুব বেদনা দায়ক।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩

আনমোনা বলেছেন: ঠিকই বলেছেন। সব সময় না। তবে তিক্ত স্মৃতি পারলে ভুলে যাওয়াই ভালো।

১০| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ভূত পছন্দ করি । ভূত দেখতে চাই।

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৪

আনমোনা বলেছেন: কোনো অন্ধকার নির্জন গলিতে একচোখ বন্ধ করে, আরেক চোখে পিটপিটিয়ে তাকিয়ে চেষ্টা করতে পারেন। আমি খুব শক্ত ভাবে দুই চোখ বন্ধ রেখেছিলাম, দেখতে পাইনি। ;)

১১| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ছোটবেলার কথা সুন্দরভাবে লিখেছ।

আর্কিওপটেরিক্স নামক ভূতের ভয় আছে নাকি? পাগলীর পোস্টে ভূতের মতো তোমার কমেন্টের আগে কমেন্ট করে যে ;)

তুমি করেই বললাম B-))

২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩১

আনমোনা বলেছেন: ওরে বাবারে...........ভুত !ভুত!! ভুত!!!

ও না, এটা একটা ডাইনোসর, মুখোস পরে ভয় দেখাতে চায়। পাগলীর পোষ্টে আমার আগে যেয়েই বসে থাকে, ভয় দেখানোর জন্য। তবে ফুটবল রঙ্গে কিন্তু আমি আগে।

আরে প্রাগৈতিহাসিক প্রাণীর তুমিই কি আপনিই কি? আমি কি বলবো?

১২| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: অ্যান্ড আরেকটা কথা.... তোমার ব্লগে এবার একজন ভূতের আনাগোনা পাবে ;)

২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

আনমোনা বলেছেন: ভূতের আগমন, শুভেচ্ছা স্বাগতম।

১৩| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমিই বোলো :)

ফুটবল রঙ্গ পড়েও কমেন্ট করতে পারিনি। তখন রাশিয়ার পোস্টটা লিখছিলাম।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

আনমোনা বলেছেন: রাশিয়ার পোষ্ট পড়ে আমি অবাক। এই যে পাগলী মিডিয়ার তুলোধুনো করলো, অথচ এত বড় খবর মিডিয়ায় নেই!

১৪| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক খবরই মিডিয়ায় আসে না। আর ফেইক নিউজের যুগে সত্যমিথ্যা ডিস্টিংগুয়িশ করাটা টাফ।

দেশের মিডিয়ার অবস্থা আরো খারাপ।

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৩

আনমোনা বলেছেন: মিডিয়া, বাছা খবর দেয়।

১৫| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সবখানেই অদৃশ্য ছুরিকাঁচি চলে..

২০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৪

আনমোনা বলেছেন: সবখানেই ভুত আছে, খিকজ্।

১৬| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট, সুন্দর গল্প। + +
ঢাকার একটা এলাকার নাম ভূতের গলি। শিরোনাম দেখে প্রথমে ভেবেছিলাম, ঐ এলাকাটি নিয়ে গল্প লিখেছেন। পড়ে দেখলাম, অন্য এলাকার।
মেজদি'র লুকিয়ে থাকাটা ছিল ঐ অবস্থায় একটা স্বাভাবিক আচরণ। এটা ভাল লেগেছে।
৮ ও ১২ নং প্রতিমন্তব্যদুটো ভাল লেগেছে। + +
পোস্টে চতুর্থ ভাল লাগা + +।

০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৪৯

আনমোনা বলেছেন: ঢাকার ভুতের গলির নাম আমি শুনেছি, কখোনো যাইনি। আমাদের গ্রামের ঐ গলির নাম কি জানিনা। তবে যেভাবে ভয় পেয়েছিলাম, তাতে ভুতের গলি নামটাই ঠিক মনে হলো।
মেজদি লুকিয়ে ছিল, মনে পড়লে বেশ মজাই লাগে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.