নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইএর পোকা। যা পাই তাই পড়ি।

আনমোনা

কিছুই না

আনমোনা › বিস্তারিত পোস্টঃ

পারিবোনা এ কথাটি বলিওনা আর

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:৩৯

পারবোনা। এ আমাকে দিয়ে হবেনা।
সোজা বলে দিলাম যখন ও বললো আমাকে ড্রাইভিং শিখতে হবে।

বলে রাখি, আমেরিকায় এসেছি মাত্র দু-তিন সপ্তাহ হল। আসার আগেই জানতাম অনেক কিছু দেশের থেকে ভিন্ন রকম হবে। যা ভেবেছিলাম,তার বেশিরভাগই মেলেনি।

শুনেছিলাম প্রতিবেশীরা হবে সাদা চামড়ার যারা গটর-মটর করে ইংলিশ বলবে। দোকান-পাট যেখানেই যাই আমাকেও গটর-মটর না হোক, ভাঙ্গা ইংলিশ বলতে হবে। ওমা, আশেপাশে তো দেখি চাইনীজ, ইন্ডিয়ান, আর মেক্সিকানে ভরা। চাইনীজ কি হিন্দি, স্প্যানিশ, এমনকি কোথাও কোথাও বাংলাও চলে।

প্রবাসী দুয়েকজনের কথায় না কিভাবে ধারনা হয়েছিল, বিদেশে চাল টাল একটু কমই পাওয়া যা্য়, হাবিজাবি খেয়ে দিন কাটাতে হয়। তা ঘরে চালের ছোট্ট পুটুলি না, একটা বড় বস্তাই দেখতে পাচ্ছি। মশুরের ডাল, টুকটাক মশল্লা, সবই আছে। আরো শুনেছিলাম দেশের বাইরে ছেলেরা নাকি রান্না করতে শিখে যায়। আরে বাবা, সেই আশাতেই তো আমেরিকা প্রবাসী পাত্রের গলায় মালা দিয়েছি। প্রবাসী পাত্রটি প্রথমদিন ডিমভাজি আর ডাল রান্না করে খাইয়েছিল বটে, কিন্তু সেই শেষ। পরদিন থেকে আমিই ল্যাট-ঘ্যাট যা পারি রান্না করতাম।

হুমায়ুন আহমেদের কোন বইয়ে, নাম মনে হয় নক্ষত্রের রাত, পড়েছিলাম পড়েছিলাম প্রচন্ড শীতের কথা, কিভাবে বরফের উপর হাটতে হয় তার ট্রিক। হা ভগবান, ক্যালিফর্নিয়াতে সামারে শীত কই, আর বরফ তো শুনলাম কখনই পরেনা। কোথায় ক্যালিফর্নিয়া কোথায় শিকাগো।

তা যাক, সব কিছু তো মেলেনা। কিন্তু আমাকে গাড়ি চালানো শিখতে হবে কেনো? আমার তিন কুল, পিতৃকুল, মাতৃকুল, এবং অধুনা প্রাপ্ত পতিকুলে(পতিকে বাদ দিয়ে) কেউ কোনোদিন গাড়ি চালানো শিখেনি। গাড়ি কেনার কথাতো স্বপ্নেও ভাবেনি। যদিও বা দু-একজন অতি দুর সম্পর্কের কারও গাড়ি আছে, তারা ড্রাইভারও রেখেছে মাসে মাসে বেতন দিয়ে। সাধারন মানুষের জন্য ট্রেন, বাস, সাইকেল, রিক্‌সা, এসবই যানবাহন। গাড়ি চালাতে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু মেরে দেই তাহলে কি হবে?

সুতরাং সোওজা বলে দিলাম, পারবোনা।
হায়, পারবোনা বললেই পার পাওয়া যায়না।

-- চলবে কি?

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


লিখুন, সময়ের সাথে বুঝা যাবে আমেরিকা কি এবং কোথায়!

০৯ ই জুলাই, ২০১৯ রাত ১:৫৬

আনমোনা বলেছেন: বলেছেন: বুঝেছি, আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই করুণ। নিউইয়র্ক কি শিকাগোর মত কয়েকটি বড় শহর বাদ দিলে, আপনার একটি রথ থাকতেই হবে, এবং সেটির সারথ্যও করতে হবে।

২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৩

বলেছেন: চলুক ........................।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ২:৫৪

আনমোনা বলেছেন: আচ্ছা।

৩| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫১

ক্লে ডল বলেছেন: হ্যাঁ অবশ্যই চলবে। ভাল লেগেছে পড়তে ও জানতে। :)

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আনমোনা বলেছেন: ধন্যবাদ। উৎসাহ পাচ্ছি।

৪| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৮

ইসিয়াক বলেছেন: আরও লিখুন ....লেখার হাত তো বেশ ভালো। শুভকামনা

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আনমোনা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: হুমায়ূণ আহমেদের নক্ষত্রের রাত বইয়ে এরকম কোনো কথা নেই।

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

আনমোনা বলেছেন: তবে অন্য বই হবে। খুঁজে দেখব। দু্‌ঃখীত আলসেমিতে পেয়েছিল বলে।
বইটিতে সদ্য আমেরিকায় আসা নায়িকা এক প্যাকেট চাল কিনে নায়কের বাসায় আসে, সেখানে নায়ক তাকে ভাত ও মুরগীর ঝোল রান্না করে খাওয়ায়।

১১ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫৯

আনমোনা বলেছেন: রাজিব নুর ভাই, আসলেই আলসেমিতে পেয়েছিলো। স্মৃতির উপর ভরসা করে লিখেছিলাম। বইএর ঘটনা অন্যরকম। লেখা সংশোধন করে দিচ্ছি। বলার জন্য ধন্যবাদ।

৬| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৫

মাহমুদুর রহমান বলেছেন: এখন আর কোন কিছু পারি না।সব ভুলে গেছি তাই।

১১ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫২

আনমোনা বলেছেন: আমিও পারতে চাইনা। না পেরে চলেনা বলেই পারতে হয়।

৭| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই সিরিজ চালিয়ে যান। চমৎকার হচ্ছে।
তবে ফেসবুক স্টাইলের এতো ছোট লেখা না দিয়ে আরেকটু বড় করে দিবেন। পড়ে মন তো ভরতে হবে....নাকি!!! :)

১১ ই জুলাই, ২০১৯ রাত ১১:০০

আনমোনা বলেছেন: বাংলা টাইপ আগে করিনি। প্রচন্ড ধীর টাইপ করে বিরক্ত হয়ে প্রকাশ করে দিয়েছিলাম। এখন স্পীড বেড়েছে হয়তো একটু বড় দিতে পারবো।
ধন্যবাদ।

৮| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তবে অন্য বই হবে। খুঁজে দেখব। দু্‌ঃখীত আলসেমিতে পেয়েছিল বলে।
বইটিতে সদ্য আমেরিকায় আসা নায়িকা এক প্যাকেট চাল কিনে নায়কের বাসায় আসে, সেখানে নায়ক তাকে ভাত ও মুরগীর ঝোল রান্না করে খাওয়ায়।

হুম, এরকম আছে।
নায়কের প্রচুর জ্বর থাকে। বিছানা থেকে উঠতে পারে। তখন নায়িকা রান্না করে তাকে খাওয়ায়।

৯| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম বেশ আগ্রহ জাগানিয়া!

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৯

আনমোনা বলেছেন: বি_ভৃ ভাইয়া, আপনি প্রায় একসপ্তাহ আগে ঘুরে গেছেন, আমি আজকে দেখলাম। রিপ্লাই দিতেও দেরী হলো, স্যরি।
আগ্রহ জাগছে? তাহলে তো আমি লিখতে পারছি! ধন্যবাদ।

১০| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: চলবে মানে? নিজে জোর করে না থামিয়ে দিলে তো মনে হয় চলতেই থাকবে বহু দূর পর্যন্ত!
প্রথম মন্তব্য এবং প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে।

০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৬

আনমোনা বলেছেন: বেশি দূর আর চালাতে আর পারলাম কই? কোনোমতে একটু এগিয়ে থামিয়ে দিলাম।

আমার কাঁচা হাতের লেখাগুলো পড়ছেন, অনেক ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.