নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

বিধবা

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮

পদ্মা পাড়ের জল পরি,
যৌবন অঙ্গে গিয়াছে ভরি ৷
পবন পুরের রাজপুত্র এসে,
নিয়ে গেল তারে নিজের দেশে
সাজিয়ে দিল বধুর বেশে ৷

হায়রে কি কপাল তার !
সতের বছর বয়স যার দুটি রাত ও হলোনা পার,
মধু নিশীতে মরিল পতি
সমাজে তার করুন গতি ৷

এক দিন করে দুই দিন করে বছর চলে যায়
অনেকেই তার দিকে আড়ে আড়ে চায় ৷
কাল এক বৈশাখী ঝড়ে,
বিধবা ছিল না ঘরে
পাড়ার কিছু বকাটে গুলো ঐ রাত্রে ঘরে এলো ৷
অনেক খুজে তাকে নাহি পায়
সকাল হলে তার বিচার চায় ৷
মোড়ল সুধায়-
“কোথায় ছিলে স্বামী নেই যার
মধ্য রাতে সে ঘরের বার!
যদি করো ভুল
খুর দিয়ে কেটে দিব,
তোমার ঐ চুল"
বিধবা সুধায়-
“এসেছিল মোর ভাই
বলিল তাই
ঘরের মায়া ছাড়ি
গিয়াছিলুম বাপের বাড়ি ৷
মোড়ল কহিল শেষে-
“ওরে তোরা সবাই বাড়ি যা বিধবার কান্ড দেখে,
পুড়ে যায় গা" ৷

ঘুচিল অপবাদ সবাই কয়,
শেষে সেই বিধবার হলো জয় ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.