নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

সব থেকে দামি রাত

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:০১

সেই রাতের অপেক্ষায় ছিলাম
সব থেকে দামি সেই প্রতিক্ষা ৷
শুধুই তোমাকে দেখবো বলে ৷

তোমার জানালার পার্শ্বে
সূর্যটা বারে বারে উকি দিচ্ছিল,
যানো ! আমার খুব হিংসে হয়েছিল ৷
তাই আমি মাঝে মাঝে মেঘকে পাঠিয়েছিলাম
অবশেষে দুর সমুদ্রের ওপারে,
পালিয়ে গেল সূর্যটা ৷

সব থেকে দামি সেই গভির রাত
আমি আন্দাজ করতে পাচ্ছি,
তুমি আমাকে ডাকছো ৷

সব বাধা অতিক্রম করে,
আমি আমার প্রিয়ার
জানালার সামনে এসেছি,
সব থেকে দামি সেই মুহূর্ত ৷

রড ধরে দাড়িয়ে ছিলাম
একটু পরেই দেখি,
জানালার বেগুনি পর্দাটা সরে
পূর্নিমার আলোয় আমার,
দৃষ্টি গেল ভরে ৷

সে কি দৃশ্য !
তাহার নয়ন হতে প্রেম
আমার নয়নে আসিয়া,
বৃদ্ধের মত রহিছে বসিয়া
হটাৎ তার ঘন গরম নিশ্বাসে,
চোখের দৃষ্টি গেল খসিয়া ৷
সেই নিশ্বাস আজও আমি
অনুভব করি ৷

বাতাসে তার এলোচুল উড়ে এসে
আমার মুখে উত্তপ্ত আবেশ দিল,
তার একগুচ্ছ চুলে আলতো কামড় দিলাম ৷
তখন অজ্ঞে দেখলাম জোয়ার
বললাম সুন্দরী,
ও ঢেউ তোমার অজ্ঞেই নয়
আমার অন্তরেও ভাজ্ঞে ৷

সে আমার হাতটি ধরে বলেছিল
আবার কবে আসবে?

এখন তার জানালার পার্শ্বে যাই না !
তবুও সূর্যের উকি দেখে
আগের মতই রাগ হয় ৷

হয়তো সে যানে না
তার জন্য মাঝে মাঝে কষ্ট পাই ,
সব থেকে দামি কষ্ট
যখন সেই রাত আসে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.