নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

গল্প: (নবীনবরণ)

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

(নবীনবরণ)
পর্ব —১
⏩ আমি বহিরাগত হলেও কলেজের প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীরা আমাকে চেনে ৷
'
"আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস "
গত রাতে ঘুমানোর আগে ভেবেছিলাম এই সম্পর্কে Facebook এ স্টেটাস দেব ৷
'
ভাবছি কলেজের লাইব্রেরিতে যদি বাঘ সর্ম্পকে কোন বিশেষ বই পাই তাহলে স্টেটাসটা বিষয় ভিত্তিক করতে পারবো ৷
'
অন্য দিনের মত আজকে কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থী দেখতে পাচ্ছি না ৷ একটা ছেলেকে দেখতে পেলাম, ওর কাছ থেকে জানা যাবে আজ কি কলেজ বন্ধ ৷ মহাশয়কে দেখে সু পুরুষ মনে হচ্ছে, অনেক দিনের একটা ইচ্ছে ছিল সাদা গোলাপ দেখার ! গোলাপ যে এইভাবে ছেলেটার হাতে আমাকে দেখা দেবে কে জানতো সেটা ৷ ছেলেটা হয়তোবা তার girl friend কে চমকে দেবার জন্য শত বা তার অধিক কষ্ট করে জোগাড় করেছে ফুলটা ৷ তার girl friend আজকে ফুলটা পেয়ে যতটুকু আনন্দিত না হবে সত্যি বলছি আমি ফুলটি দেখেই তার চেয়ে বেশি রোমাঞ্চিত হয়েছি ৷
ছেলেটা দুরেই দাড়িয়ে থাকল, আমিও তাকে ডাক দিলাম না ৷ আমি বরং সময় নষ্ট না করে কলেজের পিওন মামুনকে ডাক দিলাম: মামুন ভাই আজকি কলেজ বন্ধ? বন্ধ না তবে কালকে কলেজে নবীনবরণ তাই অডিটোরিয়ামে প্রস্তুতি অনুষ্ঠান হচ্ছে ৷
'
ভাবছি আমি কি সেখানে যাব গিয়েই বা কাজ কি ভাবতে ভাবতে অডিটোরিয়ামের দিকে এগুচ্ছি, হটাৎ গৌতম স্যার (সহকারী অধ্যক্ষ) আমাকে দেখতে পেয়ে হাত ধরে টেনে নিয়ে নিয়ে গেল মঞ্চে ৷ ওখানে গিয়ে দেখলাম একটা মেয়ে গান করছে " বুকের ও ভিতরে যতন ও করিয়া রেখো আমায় ধরিয়া"
গানটা শেষ হওয়ার স্যার ঘোষণা করলো ( আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন প্রতিভাবান মানুষ যিনি অসাধারণ কবিতা লেখেন, আকাশ চুম্বন যার সৃষ্টি, আমাদের গর্ব ও আমার প্রিয় ছাত্র হাবিব ৷ সে এখন তার স্বরচিত কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে ছন্দের বৃষ্টি বর্ষণ করবে ৷
'
যদিও প্রস্তুতি ছিল না তারপরেও আবৃত্তি করলাম "বিধবা" কবিতাটি ৷ আবৃতি শেষ হতেই করতালির খই ফুটতে থাকল কিছুক্ষণ ৷ কিছু মেয়েরা আমাকে request করলো আরেকটা কবিতা আবৃত্তির জন্য,তাদের অনুরোধ রাখতে হলো ৷ স্যার আমাকে ফিসফিস করে বললেন কালকে অবশ্যই আসবা কিন্তু ৷
'
চলবে.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.