নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

গল্প (নবীনবরণ)

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

'পর্ব —২
মোবাইলটা silent করে ঘুমাতে ভুলে গেছিলাম ৷ বিকট শব্দে tone বেজেই চলেছে আধ ঘুমো অবস্থায় মোবাইলের স্কিনে চোঁখ রাখলাম, মুস্তাফিজুর call করেছে receive করার সাথেই আমাকে কয়েকটা মিষ্টি বকা শুনতে হলো ৷
'
রাতে ঘুমাতে দেরি হয়েছিল কারন যে দুটি কবিতা আমার মুখস্থ ছিল আবৃত্তি করে ফেলেছি, আজকের অনুষ্ঠানে আবৃত্তি করার জন্য একটা কবিতা লিখে মুখস্থ করতে হয়েছিল ৷ যা ই হউক বলছিলাম মুস্তাফিজের কথা, ফোনে ও আমাকে বললএখন বেলা ৯.৩০ মিনিট ১০ টার মধ্যে আমাকে অনুষ্ঠানে পৌছাতে হবে ৷ তড়িঘড়ি fresh হয়ে,সামান্য নাস্তা করে বেরিয়ে পড়লাম ৷
'
কলেজে ঢুকেই মিথুনের সাথে দেখা হল, পুলিশের সাথে গল্প করছিল আমাকে দেখেই আমার দিকে এগিয়ে এলো মোলাকাত করে আমার mobile number টা চাইল, দিলাম ৷ ওর সংক্ষিপ্ত পরিচয় দেই ( ঢাকা বিভাগের বর্তমান DIG নুরুজ্জামান ওর চাচা ৷
'
আমি পৌছানোর আগেই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছিল ৷ মুস্তাফিজ কে দেখলাম মঞ্চের উপর দাড়ানো ওকে ঈশারায় ডাক দিলাম ও নেমে এলো ৷ ও সহ আরো অনেক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি ৷ অনুষ্ঠানের পরিবেশ, সাজসজ্জা দৃষ্টি কাড়ে সেখানে ফেলা প্রতিটি চোঁখের পলকের ৷ আমি খুবি মুগ্ধ ৷ অধ্যক্ষ স্যার সহ একে একে বিশেষ ব্যাক্তি বর্গের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হল ৷
এখন বিরতি, বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে ৷
'
বিরতি শেষ গ্যালারি আবার নবীন ও প্রবীণদের আগমনে পূর্ণ হচ্ছে, ইতোমধ্যে শুরু হয়ে গেল অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম ৷ গৌতম স্যার আমাকে বললেন এখন তোমার নাম ঘোষণা করা হবে তুমি প্রস্তুত তো ৷ স্যারকে বললাম হ্যা স্যার আমি সম্পূর্ণ প্রস্তুত আছি ৷
হটাৎ করে বন্ধু মাসুম আমাকে একটা দুঃসংবাদ শুনাল: মুস্তাফিজ, বাপ্পি, চঞ্চল হোন্ডা accident করেছে ৷ খবরটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে ৷ মাসুমকে বললামঃ কোথায় ওরা ? ওদের কে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এখন প্রাথমিক চিকিৎসার জন্য রহমান ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে ৷ তুই তাড়াতাড়ি চল ৷
'
চেম্বারের সামনে হুমড়ি খেয়ে মানুষ ওদেরকে দেখছে ৷ বাপ্পি জ্ঞান হারিয়েছে ও আবার হার্ট এর রোগী ২০১২ সালে ওপেন হার্ট সার্জারি হয়েছে তাই ওকে আমি বুক ফাড়া বলে ডাকি ৷ বোধহয় অতিরিক্ত আঘাতের ফলে জ্ঞান হারিয়েছে ৷ চঞ্চল এর আঘাত তেমন গুরুতর না হলেও মুস্তাফিজের পা ভেঙ্গে গেছে অনুমান করা হচ্ছে ৷
'
(চলবে.....)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.