নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

ইসলামী দল হবে ৭৩ টি, এক দল জান্নাতে যাবে ৷ আপনি কোন দলের?

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

কুরআন এবং হাদিসের মধ্যে যে কোন সমস্যার সমাধান খুজলে আমরা আত্মতৃপ্তি পাব ইংশাআল্লাহ ৷
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের, "সূরা আল ইমরানের" ১০৩ নং আয়াতে বলেছেনঃ অর্থ (তোমরা আল্লাহর রসিকে দৃঢ়ভাবে ধরে রাখ তোমরা পরষ্পর বিচ্ছিন্ন হয়ে যেয়ো না) ৷

এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, " আমরা ইহাই বুঝতে পারি যে, আল্লাহ তাআলা অত্র আয়াতের মাধ্যমে বান্দাদেরকে পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন ৷

আল্লাহ তাআলা কোন নিষেধ করলে তা করা কুফরী এবং আল্লাহ তাআলা কোন আদেশ করলে তা না মানা কুফরী ৷

পবিত্র কুরআনের পাশাপাশি হাদিসের দিকে দৃষ্টিপাত করলে পাই যে রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ নিশ্চয়ই বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে ৷ একটি দল ব্যাতিত সব দল জাহান্নামে যাবে ৷
সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসুলুল্লাহ যে দলটি জান্নাতে যাবে তারা কারা ? "রাসুলুল্লাহ (সঃ) বললেন আমি এবং আমার সাহাবীরা যেই দিনের উপর প্রতিষ্ঠিত আছি পরর্বতী সময়ে যারা আমাদের এই দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি ৷(তিরমিযি: হাদিস নং-২৬৪১)

এখন আমাদের বুঝতে হবে যে, রাসুলুল্লাহ (সঃ) এবং তার সাহাবারা যেই দিনের উপর প্রতিষ্ঠিত ছিল সেই দিনের উপর বর্তমান কোন দলটি প্রতিষ্ঠিত আছে ৷ আমাদের সেই
দলটি চিহ্নিত করতে হবে ৷
সম্মানিত পাঠকবৃন্দ, রাসুলুল্লাহ (সঃ) এর ইন্তেকালের পর ৩০ বছর পর্যন্ত খিলাফত কালীন সময় থেকে এই বিচ্ছিন্নতা শুরু হয়েছে ৷ যেমনঃ শিয়া সম্প্রদায় এবং তাদের এই দলাদলি কিয়ামত পর্যম্ত চলবে ৷ যে বানী তিরমিযী শরিফের ২৬৪১ নং হাদিসের সত্যতা

কিন্তু আপনাকে আমি বলতে পারি, বর্তমান বিশ্বে ইসলামী দলের দাবিদার দলগুলোর আকিদা যদি তুলে ধরা হয় এদের মধ্যে শত শত ভুল আছে, অথচ এরা সবাই দাবি করে আমি ঠিক পথে আছি ৷ ভাবেন তো কোন দল হক পথে আছে?
কিছু ইসলামী দলের দাবিদার দলগুলোর নাম আপনাদেরকে বলিঃ-
১/ খারেজি
২/শিআ
৩/মুরজিয়া
৪/মুতাযিলা
৫/ক্বাদারিয়া
৬/চার মাযহাব :: (ক) হানাফি, (খ) মালেকি, (গ) শাফেয়ি, (ঘ) হাম্বলী ৷

৭/ছুফিবাদ :: (ক) ব্রেলভী (খ) দেওবন্দী (গ) কাদেরিয়া (ঘ) চিশতিয়া (ঙ) নকশাবন্দিয়া (চ) মুজাদ্দেদিয়া (ছ) মাইজভাণ্ডারী (জ) ছারছীনা (ঝ) আটরশি (ঞ) চরমোনাই (ট) ফুলতলি (ঠ) মানিকগঞ্জ

৮/তাবলিগ
৯/জামাআতে ইসলামী
১০/কাদিয়ানী
১১/কোয়ান্ডাম মেথড
১২/ আহলে হাদিস

আমি যেই দলগুলির নাম উল্লেখ করলাম কোন দলই সরাসরি এই দাবি করতে পারবে না যে আমরা জান্নাতী ৷ পাশাপাশি এই দলগুলির কোন ভুল ত্রুটি থাকলে এরা যদি তা সংশোধন করে কুরআন হাদিসের দিকে ফিরে আসে তবে ইসলামে কোন দলাদলি থাকবে না ইংশাআল্লাহ ৷ দল থাকবে একটাই সেটা রাসুলুল্লাহ (সঃ) এর প্রতিষ্ঠিত দল ৷



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

জহিরুল ইসলাম কক্স বলেছেন: correct

২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

রানার ব্লগ বলেছেন: কোয়ান্ডাম মেথড !! ইসলামী দল এটা মাত্র জানলাম, আর উল্লেখিত বাকিরা কি আসলেই দল ???

৩| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

সৃজনশীলপ্রয়াস বলেছেন: বনি ইসরাইলদের মধ্যে ৭২টি দল হয়েগেছে তখন ও একটি দল সঠিক ছিল আর বাকি আছে ১টি অর্থাৎ উম্মাতে মুহাম্মাদির সঠিক দল আর উম্মাতে মুহাম্মাদির বিভ্রান্ত দল ।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই হিসাবটা কি বাংলাদেশ কেন্দ্রিক না বৈশ্বিক?

৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬

হাবিবুর অন্তনীল বলেছেন: শরীফ ভাই, হিসাবটা বাংলাদেশের তবে, উদাহরণ দেওয়ার জন্য দু - একটি বৈশ্বিক দলের নাম এসেছে ৷

৬| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

আর জে নিশা বলেছেন: আপনি কোন দলের ?

৭| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: আর কিছুদিন পড়াশুনা করেন....দেখবেন উত্তর আপনি ঠিকই পেয়ে যাবেন।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

হাবিবুর অন্তনীল বলেছেন: রাসুলুল্লাহ (সঃ) যে ইসলামী দলের উপর অটল থাকতে বলেছেন, এবং সাহাবারা যেই দলের , আমিও সেই দলের ৷

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

শয়ন কুমার বলেছেন: প্রতিটি দলের ভালো অংশটি নিয়ে, আর খারাপ অংশটি বাদ দিয়ে, যা কিছু রইবে ওটাই সহী ।

১০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইরে, এতো দল মত মাজহাব সম্পর্কে জানতেও তো এক জীবন যথেষ্ঠ না। কোনটা ঠিক বুঝবো ক্যামনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.