নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

গণতন্ত্র নিয়ে খেলিসনারে
ক্ষমতায় থাকা হাতি,
রাজপথে নামিয়ে এনে
মারবো ঘুসি লাথি।

অার কত সহ্য করবো ক্ষমতার উৎপাত
ধর্যের বাধ ভেঙ্গে গেলে করবো জায়গা মত অাঘাত।

এতো দুর্নীতি করিস তোরা তবু নাই ভয়
ভাবিস তোদের অাছে সরকার,
তাই সরকার সহ তোদের একটা
শিক্ষা দেওয়া দরকার।

ভাতের জ্বালা সয় অামরা গরীব মানুষ
ইজ্জতে টান পড়লে শালা থাকেনা হুস।

স্বাধীন দেশে যা ইচ্ছে তাই, ইচ্ছে মত চুষে খাই
ভেবেছিস কি সমাজবিধিরর হোতা,
মরণ কামড় উঠলে অাবার
হামার দিয়ে মুখ করে দেব বোতা।

একজন সৎ দেশের মাথা, সে অার চোখ রাখবে কত
শুনেছি সে রেখেছে জঞ্জাল দুর করবার ব্রত।

হে বংশী বাদক
খানিক সুর ঢেলে দাও তার কানে,
সঙ্গিরা তার কুলাঙ্গার
এই সত্য সে যেন জানে।

জীবনের কথা লিখতে গেলে জীবন যাবে ক্ষয়ে
তবুও লিখছি, গণতন্ত্র অাজ বিলুপ্তর ভয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

অর্থনীতিবিদ বলেছেন: গণতন্ত্র??? কিছুদিন পরে মনে হয় গণতন্ত্রকে জাদুঘরে স্থান দিতে হবে।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: এ তন্ত্র জনগনের না, নেতার?
বংশী বাদক হওয়া ছাড়া আর যে নেই উপায়।
শুভেচ্ছা নেবেন।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সিরাজদৌলা সিনেমার সেই উক্তি "" উপায় নেই গোলাম হোসেন""

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নোংরা রাজনীতির চর্চা গণতন্ত্রকে বিপন্ন করে। অপর দিকে পরিছন্ন বা জবাবদিহি মূলক রাজনীতি গণতন্ত্রকে করে সম্মুনত।
কাব্যিক ছন্দ "গণতন্ত্র" লেখাটি বেশ ভালো লেগেছে। আশা করি মাঝে মাঝে এমন লেখা উপহার দিবেন। ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:২৩

শাহিন বিন রফিক বলেছেন: ভাই, জেলের ভয় নাই আপনার?

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

হাবিবুর অন্তনীল বলেছেন: ভাই, জেলের ভয় করলে সত্য কোনদিন সামনে অাসবে না। গণতন্ত্র মুক্ত হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.