নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

গরিব

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

অামার কি জাত অাছে ভাই!
অামি যে কাজ করে খাই,
বড় বড় ইমারতে থাকে যারা
ইজ্জত সব কিনে নিয়েছে তারা।


অামি তো শ্রমিক দিনমজুর
তিন বেলা ডাকি সাহেব হুজুর,
গালি খাই একটু করলে ভুল
তুচ্ছ অপরাধে মস্ত হুরুস্তুল।


তারা তো মানুষ, অামরা কি তবে অন্য!
সামান্য সহানুভূতি পাইনা কিসের জন্য?
কেন এতো দম্ভ রে ভাই
এসো ধনি গরিব এক হয়ে যাই।


চাই না কিছু অার,
এতে হবেনা তোমার অসম্মান হবেনা হার।
অামি কাজ করি পেটের দায়ে
তুমিও তো করো সজ্জিত অফির ঘরে।
অামিও করি যা
তুমিও করো তা,
ক'দিনের দুনিয়ায় নিজেরে ভেবোনা দামি জীব,
অামারও সম্মান অাছে হয়তো অামি গরিব।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
কবিতার মাধ্যমে খেটে খাওয়া সাধারণ মানুষের অভিব্যক্তি ফুটে উঠেছে।

ভালো লেগেছে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: গরীবের যত জ্বালা-লাঞ্চনা। তারাও মানুষ। যাদের দাসত্ব করছে তারাওতো মানুষ। তফাদ কী অর্থ, সম্পদ আর সাজপোশাকে। তবে কেন গরীব শ্রেণীর মানুষেরা অবহেলিত। আপনার লেখাটায় সমাজের বাস্তব চিত্র কথামালায় গেঁথে ফুটিয়ে তুলেছেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর+

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষই গরীব।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.