নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার

অনুফিল

অনুফিল › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

যারে খুঁজে খুঁজে ফিরি, তারে পেয়ে পেয়ে হারাই। হারিয়ে হারিয়ে তারে খুঁজি। দুঃখ নিয়েও খুঁজি দুঃখ ছাড়াও খুঁজি। অবসাদ-ক্লান্তিতে, অপবাদ-ভ্রান্তিতে, কারণে-অকারণে, স্বপ্নে-জাগরণে, খুঁজি। উদয়ের ন্যায় তার অস্ত। তাই, তাকে হারানোর ভয় নেই। আপন পরিক্রমায় সে ঘুরে ফিরে আসে।

যত উদ্বেগ-উত্তেজনা, উত্কন্ঠা-উন্মাদনা সেই সমুদ্র তরঙ্গকে নিয়ে, যে স্থিরের মাঝে অস্থির। কি রাত কি দিন, কি মাস কি বছর, অনন্তকাল যাবত তার উন্মত্ততা। এ উন্মত্ততার শেষ নেই, পরিবর্তনও নেই। দিন বদলের হাওয়ায় কত কিছুরই পরিবর্তন হয়! দলের বদল, দিলের বদল, বদলার বদল, এমন কি বদলেরও বদল। পরিবর্তনশীল এই পৃথিবীর সবকিছুর পরিবর্তন হলেও, সমুদ্র তরঙ্গের ন্যায় কিছু চরিত্রের পরিবর্তন নেই। তাদের উন্মত্ততার কাছে আর সবই অসহায়। এরা আপন চরিত্রের বিকাশ ঘটাতে গিয়ে চারপাশের সবকিছুকেই গ্রাস করে নেয়। তবুও নিবারিত হয় না, এদের তৃষ্ণা-ক্ষুধা। এদের শৃংখলে যে আবদ্ধ, তার মুক্তি নেই। আমরা মুক্তি চাই। মানুষের মুক্তি, মনুষ্যত্বের মুক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.