নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার

অনুফিল

অনুফিল › বিস্তারিত পোস্টঃ

আজব দেশ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

কোন দেশে আছি ভাই,

বুঝা বড় দায়।

চোর-বাটপাররা

থাকে ক্ষমতায়।

খুনী, ডাকাত রয়

পুলিশের বেশে,

সৎজন সাজা পায়

বিচারের শেষে।

সম্পদের স্তুপে

ধনীরা ঘুমায়,

যত পায়, তত চায়,

আশা না ফুরায়।

গরীবের পেটে

দানা নাহি জুটে,

পরিবারে তার কারো

হাসি নাহি ফোটে।

ঝাঁড়-ফুঁক দিয়ে বাঁচে,

ভন্ড ফকির,

তাসবীহ্ִর ভারে কুঁজো

এদেশের পীর।

মদের আসর বসে

ওরশের নামে,

তারুণ্যের রাত কাটে

বাইজির গানে।

শিক্ষা প্রতিষ্ঠান

চলে অনিয়মে,

দুর্নীতি চালু সেথা

কাগজে কলমে।

ছাত্র নেতার বাহুতলে

মহাবিদ্যালয়,

তাদের কথায় নাচে-গায়

শিক্ষক মহোদয়।

লুঠ করে খায় ওরা,

খুন করে হেসে।

প্রতিবাদী হলে মরে

আজব এই দেশে।

আদালতে বিচারের

শুরু হয় বটে,

ঘুষ ছাড়া বিচারের

শেষ নাহি ঘটে।

স্বাধীনতা নাই দেখে

মতামত প্রকাশে,

শ্বাঁস থেমে যেতে চায়

এদেশের বাতাসে।

জনমনে আজ শুধু

প্রশ্নই আসে,

'পরাধীন আছি কেন'

স্বাধীন এই দেশে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.