নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার

অনুফিল

অনুফিল › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত নবী প্রেম

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

খুব সকালে ঘুম ভাঙল ব্যাঙ -এর ডাকে। শীত কালেও ব্যাঙ ডাকে? এঁ- ওঁ… এঁ- ওঁ… একটানা চলছেই। কিন্তু এ সুর তো বর্ষাকালীন, শীতকালে কেন? ব্যাপারটি পরিষ্কারভাবে জানতে বের হলাম। ওমা! কি কান্ড! ব্যাঙ তো নয়, সব মানুষ। এমন ভাবে আওয়াজ করতেছে, যেন পেছন দিকে কেউ গুতুচ্ছে। পাকিস্তানি পতাকার মত দেখতে কতগুলো পতাকা নিয়ে লোকজন লাফাচ্ছে! ঘটনা কী? -আজ নাকি নবীর জন্ম দিন, তাই খুশিতে লাফাচ্ছে। নবীর জন্ম দিন পালন করতেছে। কিন্তু, আজ নবীর মৃত্যু দিবসও; শোক পালন করবে না? -না, শোক পালনে ঘষাঘষির সুযোগ নেই। এরা, ওরা। যারা মোহাম্মদ (স) এর নামে কটুক্তি করা এবং কার্টুন ছাপানোকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ চলাকালে নাকে তেল দিয়ে ঘরের কোণে লুকিয়ে ছিল। তারা আজ হঠাৎ করে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়েছে। নবীর ইশকে দিওয়ানা হয়ে গেছে। সর্বাঙ্গ দিয়ে নবী প্রেম উগরে পড়ছে। বছরে শুধু এই একটা দিনে কেন এরা নবী প্রেমিক হয়ে যায়, তা বোধগম্য নয়। দিন হিসেবে কোন দিনের নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। প্রত্যেকটা দিন আলাদা আলাদা। আজ যার বয়স দশ বছর, বার বছর আগে তার অস্তিত্বই ছিল না। তারিখ যদিও এক, অস্তিত্ব থাকা আর না থাকা কি সমান? তাছাড়া, ১২ ই রবিউল আওয়াল যে নবীর জন্মদিন, তা সুনিশ্চিত প্রমাণিত নয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য রয়েছে। মতানৈক্য নেই, আজ তসলিমা নাসরিনের জন্মদিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.