নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার

অনুফিল

অনুফিল › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর তালিকা

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

বন্ধু কী, তা কখন শিখেছি মনে নেই। বন্ধুত্ব বুঝার জন্য শত্রুতামীর মুখোমুখী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল কি না কে জানে!

আজ দেখলাম ‘চ.বি. হিলসাইড স্কুলের’ ক’টি বাচ্চা নিজেদের বন্ধুর ফিরিস্তি দিচ্ছে! ওরা প্রথম শ্রেণীতে পড়ে। ক্লাস শেষে বাসায় ফেরার পথে বন্ধুর হিসাব কষছিল। চলন্ত অবস্থায় তাদের সব কথা কর্ণগোচর হয় নি। যেটুকু কর্ণগোচর হল, তার চেয়ে বেশি মর্মগোচর হল।
একজন (মেয়ে): ক্লাসে যতগুলো মেয়ে ততগুলো আমার বন্ধু!
আরেকজন (ছেলে): আমার চারটা বন্ধু।
অপরজন (ছেলে): আমার নানুর বাড়িতেও অনেকগুলা বন্ধু আছে।

আরও কিছুক্ষণ অপেক্ষা করলে হয়ত এদের প্রত্যেকের বন্ধুর তালিকায় আরও কিছু সংযোজন শুনতে পেতাম। সবে প্রথম শ্রেণীতে পড়ছে এরা। বড় হতে হতে বন্ধুত্বের তালিকা আরো বর্ধিত হবে। মাঝে মাঝে সংশোধিত হবে। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত এতে সংযোজন বিয়োজন চলতে থাকবে।

ওরা বন্ধু চিনতে শিখেছে। এখনো শত্রু চিনতে শিখে নি। ওরা এখনো জানে না, ওরা এমন একটি দেশে জন্ম গ্রহণ করেছে, যেখানে বন্ধুর চেয়ে শত্রু বেশি। জীবনের বাঁকে বাঁকে শত্রুর দেখা মিলবে। তবুও ওদের চিনতে ভুল হবে। প্রকৃত শত্রু যে বন্ধুর বেশে থাকে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

হৃদপিণ্ড বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫১

অনুফিল বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪

সুখেন্দু বিশ্বাস বলেছেন: ভালো লাগলো আপনার পর্যবেক্ষণমূলক লেখা।
শুভেচ্ছা সতত।

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫২

অনুফিল বলেছেন: শুভ কামনা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.