নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার

অনুফিল

অনুফিল › বিস্তারিত পোস্টঃ

ফজর রহস্য

২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০০

মালেক সাহেবের মনে অনেক দুঃখ। তিনি কোনভাবেই চৌধুরি সাহেবের আগে ফজরের নামাজে মসজিদে যেতে পারেন নি। যখনই মসজিদে যান, দেখতে পান চৌধুরি সাহেব প্রথম কাতারে একেবারে মুয়াজ্জিনের পাশেই। বহুবার চেষ্টা করেছেন চৌধুরি সাহেবের আগে মসজিদে যেতে, চৌধুরি সাহেবের চেয়ে বেশি পূণ্য অর্জন করতে। প্রতিবারই ব্যর্থ হয়েছেন। অবশেষে চৌধুরি সাহেবকে ধরে বসলেন, জিজ্ঞেস করলেন, “রহস্যটা কী? আমি এত চেষ্টা করেও কেন ফজরের নামাজে আপনার আগে মসজিদে আসতে পারি না?”

চৌধুরি সাহেব হাসলেন, বললেন -“ আমি বিয়ে করেছি দুইটা। আমার দুই বউ-ই আমাকে মসজিদের দিকে এগিয়ে দেয়।”

মালেক সাহেব মনে মনে ভাবলেন, একটা বিয়ে করে কোন লাভ হয় নি। আরেকটা বিয়ে করতে পারলে চৌধুরির সাহেবের মত জীবনটা ধন্য হতো।

অতি অল্প সময়েই মালেক সাহেব দ্বিতীয় বিয়ে করলেন। তিনি আর চৌধুরির সাহেবের চেয়ে পিছিয়ে নন। ফজরের নামাজের জন্য চৌধুরি সাহেবের পরে নয়, সাথেই যেতে পারেন। চৌধুরি সাহেবের মত প্রতিরাতে তিনি এখন মসজিদেই ঘুমান!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি কি আরেকটা বিয়ে করতে উৎসাহ দিচ্ছেন?

২| ২৫ শে মে, ২০২২ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে লোক মানুষের ক্ষতি চায়
সে মানুষকে দুই বিয়া করার
পরামশ' দেয়। এই গল্পে
দুই বিয়া করার কুফল
হাড়ে হাড়ে টের
পেয়েছেন
মালেক
সাব।

৩| ২৫ শে মে, ২০২২ রাত ১১:২২

অনুফিল বলেছেন: আরেকটা বিয়ে করে মালেক সাহেব চৌধুরি সাহেবের মত গৃহছাড়া।

৪| ২৫ শে মে, ২০২২ রাত ১১:২৮

অনুফিল বলেছেন: কখনোই না। আরেকটা বিয়ে করে মালেক সাহেব চৌধুরি সাহেবের মত গৃহছাড়া।

৫| ২৬ শে মে, ২০২২ সকাল ৮:৪০

বিটপি বলেছেন: ১। ঢাকায় বা কোন শহরাঞ্চলে মদজিদে ঘুমানোর কোন অনুমতি নেই।
২। ফজরের নামাজকে দ্বিতীয় বিবাহের অজুহাত বানানো ঠিক হয়নি।
৩। ধর্মীয় বিষয় জোকসের আওতামুক্ত রাখতে পারলে ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.