নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ বলেছে যাব যাব

মেঘ বলেছে যাব যাব

মুহাম্মাদ মাসুম বিল্লাহ

ধন ধান্য পুস্পে ভরা আমাদের বসুন্ধরাকে ভালোবাসি

মুহাম্মাদ মাসুম বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

৯টি সাইট ভিজিট না করলে পস্তাবেন

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

১. RSOE EDIS

এই ওয়েব সাইটের সার্ভিস দেখে আপনি হতবাক হয়ে যাবেন। অবিশ্বাস্য এই ম্যাপ-ভিত্তিক সাইট প্রতি মুহূর্তে পৃথিবীর কোথায় কী হচ্ছে, কোথায় জরুরী অবস্থা, কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথায় ভ্রমণে বিপদ আছে, কোথায় গাড়ি দুর্ঘটনা হয়েছে সবকিছুর রিয়েল-টাইম হালনাগাদ তথ্য জানাবে। চিহ্নিত এলাকাগুলো চাইলেই আপনি জুম করে দেখতে পারবেন।
২. জীবন-যাপন ব্যয়ের তুলনা (Cost of Living Comparison)

আপনি যদি দেশের বাইরের অন্য কোনো শহরে বসবাসের পরিকল্পনা করে থাকেন, তাহলে প্রথমেই ঢু মারতে হবে এই ওয়েবসাইটে। পাশাপাশি দুটি বক্সে শুধু দুটি শহরের নাম লিখুন, সাথে সাথে দুই শহরের খরচের তফাৎ পেয়ে যাবেন। এটা আপনাকে দুই শহরের মুদি মালামালের দাম, হোটেল ভাড়া, রেস্তোরাঁয় খাওয়ার খরচের পার্থক্য তুলে ধরবে নিমিষেই।
৩. আমাকে কেউ চুরি করে নি তো?

HaveIBeenPwned একটি সাধারণ টুল যা ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার ইউজারনেই অথবা ই-মেইল অ্যাড্রেস কোনো হ্যাকার ভাঙতে পেড়েছে কি না। এরকম কোনো গন্ধ পেলে সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন। অন্তত বছরে একবার হলেও প্রত্যেকের উচিত নিজ ই-মেইল বা ওয়েবসাইটের অথবা সোশ্যাল নেটওয়ার্কের ইউজার আইডি ও পাসওয়ার্ডের সিকিউরিটি চেক করে নেয়া।
৪. ফেইক নেম জেনারেটর

অনলাইনে কোনো পিটিশন বা সার্ভেতে অংশগ্রহণ করার সময় হয়তো আপনি চাইছেন পরিচয় গোপন রাখতে, একান্ত ব্যক্তিগত তথ্যগুলো মানুষকে না জানাতে। আপনার এমন সমস্যার সমাধান করে দেবে এই ওয়েব সাইটটি। ক্লিকেই আপনার জন্য ফেক নেইম, অ্যাড্রেস, ফোন নাম্বার তৈরি করে দেবে।
৫. Creddle

আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে সিভি বা রেজুমি আপনার অবিচ্ছেদ্য অংশ। লিঙ্কড্‌ইন এ অ্যাকাউন্ট থাকলে আপনার প্রোফাইলটি হয়ে যেতে পারে একটি আদর্শ রেজুমি। কিন্তু আপনার যদি লিঙ্কড্ ইন অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই Creddle এর কথা বিবেচনা করতে হবে। এটা আপনাকে প্রফেশনাল মানের একটি রেজুমি তৈরি করতে সাহায্য করবে, যার ফলে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভবনা অনেকগুণে বেড়ে যাবে।
6. আপনি কি ইউটিউবার?
বাকিটুকু পড়ুন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

হাতকাটা হাকিমুল বলেছেন: সাইটের নাম বলেছেন অথচ লিংক দেন নাই, এইটা কেমন কথা ? :|

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেছেন:
দুঃখিত ভাই। তাড়াহুড়ার কারণে এখানে লিংক দেয়া হয়নি। এই লিংক থেকে আর্টিলকেলটি পড়ুন। লিংক পাবেন।
http://www.kalprobaho.com/2017/11/15-must-visit-web-Sites-You-May-Not-Know-About.html

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিংক দিন প্লিজ!

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

আরাফআহনাফ বলেছেন: মাসুম ভাই, লিন্ক না দিলে এমন লেখা অর্থহীন হয়ে পড়ে।

ভালো থাকুন - শুভ কামনা সবসময়।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেছেন: Click This Link
দুঃখিত এখানে লিংক দেয়া হয় নাই ভুলে। আমার ব্লগ থেকে পড়লে লিংক পাবেন।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

হাতকাটা হাকিমুল বলেছেন: বাপরে এতদিন পর রিপ্লি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.