নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ বলেছে যাব যাব

মেঘ বলেছে যাব যাব

মুহাম্মাদ মাসুম বিল্লাহ

ধন ধান্য পুস্পে ভরা আমাদের বসুন্ধরাকে ভালোবাসি

মুহাম্মাদ মাসুম বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

একটি শিক্ষাসফরের নিমন্ত্রণ..

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

ছোটবেলায় সাধারণ বিজ্ঞানে পাতার গঠন, প্রস্বেদন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া মুখস্থ করেছি অনেকটা চিরতার রস পান করার মতো। স্টোম্যাটা বা পত্ররন্ধ্র, গলজিবডি, মাইটোকন্ড্রিয়ার কার্যাবলি মুখস্থ করেছি , কিন্তু আগামাথা বোঝার চেষ্টা করিনি। আর সবকিছু কেমন অবিশ্বাস্য মনে হতো সাদা-কালো ছবি দেখে দেখে। তখন প্রযুক্তির এতো উৎকর্ষতাও ছিল না, যে ছবিগুলো প্রাণবন্ত করে দেখব।

কিন্তু এখন এমন যদি হয় আপনাকে শিক্ষসফরে নিয়ে গিয়ে দেখিয়ে আনি পাতার গভীরে কী আছে? আপনাকে যদি পত্ররন্ধ্র দিয়ে পাতার ভেতরে ঢুকিয়ে দেই? আপনি ভেতের গেলেন, গলজিবডির সঙ্গে দেখা করলেন, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের প্রক্রিয়া দেখলেন নিজ চোখে, ক্লোরোপ্লাস্ট বসে বসে কী করে?

খুব ভালো হতো তাই না? পাতা কীভাবে খাদ্য তৈরি করে, শক্তি যোগায় গাছের জন্য তা দেখে খুবই আনন্দ পেতেন। হ্যা সেজন্যই আপনার জন্য আয়োজন করেছি এমন একটি শিক্ষসফরের। এক্কেবারে বিনে পয়সায়। এই সফরে পত্ররন্ধ্র দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে পাতার গভীরে। অতপর আপনি দেখতে থাকবেন না দেখা কিছু অবাক করা সৌন্দর্য।

তো কথা বাড়িয়ে লাভ নেই। চলুন যাওয়া যাক। নিচের লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন শিক্ষাসফরের টিকিট।

ঘুরে আসুন পাতার গভীর থেকে

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

রাকু হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার নিমন্ত্রণের জন্য । খুব অবাক হচ্ছি ক্ষুদ্র একটি পাতার মাঝে এত কিছু :( । স্রষ্টার সৃষ্টির কত রহস্য ,কারুকাজ ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৮

চাঙ্কু বলেছেন: ছোটবেলায় নিয়ে গেলেন!!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১২

কলাবাগান১ বলেছেন: ATP is produced in the PSII not in PSI of photosynthesis. NADPH is formed in the PSI.

আমার মনে হচ্ছে আপনি এ্যানিমেশন টা তৈরী করেন নাই...শুধু মাত্র ইংরেজী থেকে বাংলায় সাবটাইটেলে দিয়েছেন....যদিও আপনি বলেন নাই, শেষে দেখলাম ক্যালিফোর্নিয়া সাইন্স একাডেমীর কথা.....

তবে ভাল ইনিশিয়েটিভ...আজকাল কেউ বিজ্ঞান কে জানতে চায় না...জানতে চায় হুজুর কে মাওলানা ডাকা জায়েজ নাকি জায়েজ না (এই ব্লগেই দেখলাম)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
চমৎকার ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ৩ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও টা ভালো লাগলো

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেছেন: অাপনার গঠনমুলক মন্তব্যের জন্য ধন্যবাদ। অ্যানিমেশন ক্রেডিট তো ভিডিওর শেষেই থাকবে। অামি ডাটা সোর্স উল্লেখ করে দিয়েছি।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

আখেনাটেন বলেছেন: চমৎকার উদ্যোগ।

বিজ্ঞানেই জাতির মুক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.