নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

প্রথম অধ্যায়- দ্বিতীয় পরিচ্ছেদঃ পথ চলা হল শুরু

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১৫

লেখালেখির শুরুটা ক্লাস সেভেন থেকে। টুকটাক ডায়রি লেখার মাধ্যমে। ঐ বয়সে তেমন লিখতে পারতাম না, ক্লাসের বই/পত্রিকা থেকে পছন্দের ছড়া/কবিতা লিখে রাখতাম। ক্লাসে স্যার একবার ছড়া/কবিতা নিজে নিজে লিখে নিয়ে যেতে বলেছিল। তখন আমি তখন নিজে থেকে ছড়া/গল্প লিখতে পারতাম না। তাই পত্রিকা থেকে কপি করে নিয়ে গিয়েছিলাম। বন্ধুমহল অবস্য সন্দেহ করেছিল, তাদের কথা "ওরকম গোছানো লেখা আমার হতেই পারে না"। এরপর রাগ করে কবিতা লেখাই বাদ দিয়েছিলাম। আমার এক ক্লাসমেটের(হামিদ) লেখা মাঝেমধ্যে পত্রিকাতে ছাপা হত। খুব আফসোস হত, ইশ! আমি যদি এমন লিখতে পারতাম!
এরপর ঠিক করলাম জীবনের গল্প লিখবো। প্রতিদিন যেসব ঘটনা মনে দাগ কাটতো সেগুলো লিখতাম। ডায়রির পাতায় এমন কিছু ঘটনা ছিল, যেগুলো লিখবো বলে ইচ্ছে করে ঘটাতাম। অনেক ঘটনা/নাম সাংকেতিক ভাষায়/উল্টো করে লিখতাম, যাতে আমি ছাড়া কেউ বুঝতে না পারে। নিয়মিত ডায়রি লেখা শুরু করেছিলাম স্কুল হোস্টেলে এসে। দু:খের বিষয়, ডায়রিটা নষ্ট করে ফেলেছি।

এসএসসিতে রেজাল্ট ভালো করায় স্যারদের থেকে ডায়রি আর কলম গিফট পেয়েছিলাম। সেটাতে খুব একটা লিখতাম না। কলেজে লেখার চেয়ে পড়তাম বেশী। মানুষ প্রেমে পড়লে নাকি কবিতা লেখা শুরু করে, সেই ভয়ে আমি কবিতা লিখতাম না। ঘটনাটা মনে হলে এখন হাসি পায়।
ভার্সিটিতে এসে নিয়মিত ডায়রি লেখা শুরু হল। প্রথম বছর লেখার বিষয়বস্তু ছিল ঘোরাঘুরি। এর পর লেখালেখি করেছি ল্যাপটপে। টাইপিং শেখার সময় অনেকগুলো গান, কবিতা লিখেছিলাম!। কিছু লেখা এখনো সেভ করা আছে। তবে বেশীর ভাগ লেখা ডিলিট করেছি, অথবা হারিয়ে গেছে। এক সময় চিন্তা করতাম ছাত্ররাজনীতি করবো। তখন সামাজিক বিষয় আর রাজনীতি নিয়ে খুব পড়তাম; বই, নেট, ব্লগ, সম্পাদকীয় কত কি যে পড়েছি! এসব পড়তে গিয়ে দেশ নিয়ে মনে নানা প্রশ্ন জাগতো, ভাবনার উদয় হতো। ডায়রীতে এসব বিষয় টুকটাক লিখতাম। ঐ ডায়রিটাও রাগ করে ছিঁড়ে ফেলেছি।
এক সময় ধর্ম নিয়ে খুব আগ্রহ ছিল। তখন ধর্ম নিয়ে পড়তাম, লিখতাম। একটা সময় মনে হতো আমি আর বেশীদিন বাঁচবো না। ঠিক করলাম আত্মজীবনী লিখবো। ওটা লিখতে গিয়ে কী কান্ডটাই না করেছি! মাঝেমধ্যে ক্লাস, ল্যাব ফাঁকি দিয়ে ডায়রি লিখতাম। সেসব কথা মনে হলে হাসি পায়।

অনেক দিন হয় ডায়রি লিখি না। কেন জানি লেখার মুড আসে না। এখনো দুটো অর্ধ সমাপ্ত ডায়রি ড্রয়ারে বন্দি হয়ে আছে, টেবিলে আছে দুটো ছোট ডায়রি(আগে তিনটে ডায়রি নষ্ট করেছি)। ছোট-ছোট আরো হালি খানেক ডায়রি আছে, দুটো প্যাড গিফট পেয়েছিলাম। ইচ্ছে ছিল হাবিজাবি সব লিখবো। কিন্তু অলসতার কারণে সেভাবে আর লেখা হয় না, লিখবো লিখবো করেও লেখা হয় না। ভাবছি এখন থেকে ব্লগের পাতায় দিনলিপি লেখা শুরু করবো। কয়দিন কন্টিনিউ করতে পারবো/আদৌ পারবো কি না জানি না...



[১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬]
অনেকদিন হয় ডায়রি লিখি না। সত্যি কথা বলতে কি, এখন আর সেভাবে লিখতে পারি না। গতকাল বিকেলে একটা ডায়রি খুলেছিলাম। শেষ লেখা ০৩.০৯.১৬ তারিখ, শনিবার, বিকেল ৫:৪৮। ২৭.০১.১৭ তারিখেরও দু লাইনের একটা লেখা আছে, তারপর আর লিখি নি। বরং লেখাগুলো নষ্ট করেছি। এখন মনে হয়, লেখাগুলো নষ্ট না করলেও চলতো।
পুরাতন বেশ কয়েকটা লেখা খুঁজে পেলাম, "২ বছর বেশী!", "আমার চোখে বাংলার ষড়ঋতু",... । বাঁকিগুলো তো হারিয়ে ফেলেছি, শুধু শিরোনামগুলো আছে। সময় পেলে ওগুলো লিখে ফেলবো। সমস্যা শুধু একটাই, লেখার ভূত মাথায় চাপলে আমি সব ভুলে যাই..

১। মুক্তিযুদ্ধের কথা
২। পর্যটন ও বাংলাদেশ
৩। মঙ্গলে বসতি, স্বপ্ন নাকি সত্যি?
৪। মমি রহস্য
৫। ভবিষ্যতের পৃথিবী
৬। ঝাটা কথন
৭। পিরামিড রহস্য
৮। সুন্দরবন দেব পাড়ি
৯। আমরাও হতে পারি আদর্শ জাতী
১০। স্বপ্ন দেখি সুন্দর এক আগামীর
১১। বাংলাদেশের ভবিষ্যৎ, সংকট ও সম্ভবনা
১২. বিজ্ঞানীদের মজার কিছু উক্তি
১৩. নাস্তিকদের সমাজ চিন্তা
১৪. অবহেলিত জনগোষ্ঠী, আমাদের দৃষ্টিভঙ্গি
১৫. কেমন ছিল আগের বাংলা?
১৬. কবে তুমি মানুষ হবে বাঙালী?
১৭. বিজ্ঞান কী সব কিছুর ব্যাখ্যা করতে পারে?
১৮. পৃথিবীতে প্রতিনিয়ত ঘটা সব তথ্য
১৯. বাংলাদেশ আজ স্বাধীন, কিন্তু আমরা কতটুকু স্বাধীনতা পেলাম?
২০. ডিজিটাল বাঙালী ও মনুষত্ব

২১. বৈচিত্র্যময় পৃথিবী
২২. স্বর্ণ চোর(গোয়েন্দা কাহিনী)
২৩. অদৃশ্য আত্মা
২৪. ফার্স্ট বয়
২৫. মানুষের মন
২৬. ইচ্ছে করে বেদুইন হই
২৭. আমার ভালোলাগা
২৮. রহস্যময় জীবন
২৯. অজানা দ্বীপের সন্ধানে
৩০. বিয়ে আর হল না(রম্য)
৩১. কাছের বন্ধুরা
৩২. তৃতীয় বিশ্বযুদ্ধ
৩৩. ধর্ম ও দর্শন
৩৪. বিজ্ঞানীদের অাবিস্কার
৩৫. রহস্য উন্মোচন
৩৬. আমার আর পড়া হলো না
৩৭। চলোনা ঘুরে আসি অজানা তে
৩৮। হে তরুণ, তোমরা এগিয়ে চলো
৩৯। জ্বালানী সমস্যা ও তার সম্ভব্য সমাধান
৪০। হয়তো আর লিখবো না

৪১। বড় আপার বিয়ে
৪২। তরুণ গোয়েন্দাদের খোঁজে
৪৩। বুদ্ধিজীবীর ছড়াছড়ি(রম্য)
৪৪। আরেকটা নজরুল চাই
৪৫। গ্রীণ হাউজ ইফেক্ট ও তার সমাধান
৪৬। একেই কী বলে সভ্যতা!
৪৭। .... ....
৪৮। ক্রিকেট নিয়ে কিছু কথা
৪৯। অবাক পৃথিবীর বিষ্ময়কর কিছু প্রাণী
৫০। পৃথিবীর সংক্ষিপ্ত জীবনী
৫১। আমার ক্যাম্পাস
৫২। সিনেমা আর বাস্তবতা
৫৩। না জানা ইতিহাস
৫৪। আমার জীবনের কিছু বাস্তবতা কিছু অভিজ্ঞতা
৫৫। জীবন থেকে নেয়া
৫৬। পাওয়া, না পাওয়ার সমীকরণ
৫৭। রাজনীতি কী সত্যিই রাজার নীতি?
৫৮। অতীতের উন্নত সভ্যতার খোঁজে
৫৯। মানুষ, তুমি বড় বোকা
৬০। কত্তো রকমের যুক্তি

৬১। আমার চোখে আমি(আত্মজীবনী)
৬২। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
৬৩। প্রাণীদের থেকে শিক্ষণীয় কিছু বিষয়
৬৪। সাধারণ পরিবারের রাজপুত
৬৫। চলো সবাই দেশটা সাজাই
৬৬। জীবনের গল্প
৬৭। স্মৃতীর পাতায় পাতায়
৬৮। বহুরুপী
৬৯। আবার যদি পেতাম ফিরে পুরোনো সেই দিনগুলি!
৭০। ভীমরতি
৭১। রাত কী কখনো পোহাবে পাঞ্জেরী?
৭২। দ্বিধা
৭৩। স্বার্থপর মানুষ
৭৪। গণতন্ত্র ও স্বাধীনতা
৭৫। কি দেখার কথা কি দেখছি!
৭৬। চিঠি পৌছে যাবে
৭৭। অ পদার্থ
৭৮। ভুল বুঝাবুঝি
৭৯। মানবতা অর্থ ও প্রয়োগ
৮০। রিয়েল হিরো(কাছ থেকে দেখা কিছু লোকের সংগ্রামী জীবন)

৮১। অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ
৮২। সত্যিকারের দেশপ্রেমিক
৮৩। পাগল আমি= পাগলামি
৮৪। রাজকন্যার খোঁজে
৮৫। কতো দেখবো কানার হাট-বাজার?
৮৬। সামাজিকতার পক্ষে-বিপক্ষে
৮৭। শীত-গ্রীষ্মের দ্বন্দ্ব
৮৮। হ-য-ব-র-ল
৮৯। না ফেরার দেশে
৯০। পাইনা খুঁজে ভাষা
৯১। দারুচিনির দ্বীপে
৯২। নদীর তীরে সূর্যাস্ত
৯৩। বিজ্ঞানের ছাত্র
৯৪। সেই ওয়ান থেকে শুরু
৯৫। এমন যদি হতো!
৯৬। প্রতিভার বিকাশ
৯৭। বিজ্ঞানের অগ্রযাত্রা, প্রযুক্তির বিকাশ
৯৮। Which is best and Which is right?
৯৯। সব ভালো তার শেষ ভালো যার
১০০। আপডেটেড ভার্সন

১০১। এখনো অনেক বাঁকি
১০২। বয়সের দোষ
১০৩। সামেশান অফ লাইফ
১০৪। তবুও তোমায় ভালোবাসি
১০৫। ২জি থেকে ৩জি
১০৬। মগের মুল্লুক
১০৭। বন্ধু তোদের জন্য
........

জীবন খাতার ছিন্ন পাতা, শুধু বেহিসাবে পড়ে রবে...


বি. দ্র: এটা ব্যক্তিগত পেজ। মন্তব্য সুবিধা নেই।©

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.