নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

একটি জিজ্ঞাসা: করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকতে পারে?

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৭


মার্চের ১৯ তারিখ থেকে করোনার কারণে বাসায়(গ্রামে) থাকতে হচ্ছে। ওদিকে শহরে বাসা ভাড়া সমানে দিতে হচ্ছে। এভাবে শুধু শুধু ভাড়া দেয়াটা আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। সামনের ঈদের পর স্কুল, কলেজ খুলবে কি না সেটাও বুঝতে পারছি না। বাসা ছাড়বো নাকি ছাড়বো না, বিষয়টা নিয়ে সীদ্ধান্তহীণতায় ভূগছি।

আপনাদের কী মনে হয়?
শিক্ষা প্রতিষ্ঠান আরও কতদিন বন্ধ থাকবে?
কিংবা কোন মাস থেকে খুলতে পারে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

জাহিদ হাসান বলেছেন: আগামী বছরের আগে আশা নাই

২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: শিক্ষার চেয়ে বেশি দরকার মানুষের সুস্থ হয়ে বেঁচে থাকা।
এক বছর গ্যাপ গেলে যাক। তবু বাবা মায়ের সন্তান বেঁচে থাকুক।

তবে অক্টোবর থেকে স্কুল কলেজ খুলবে। কারন তখন করোনার কর্মকান্ড কমে যাবে।

৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন:

স্কুল বন্ধ থাকলেও বাসায় বসে পড়াশোনা করা যেতে পারে। তা না হলে চর্চ্চার অভাবে সব ভুলে বসে থাকলে আরেক বিপদ।
#আসলে সরকারেরও উচিত এব্যাপারে দিকনির্দেশনা দেওয়া। আপনি ঠিকই বলেছেন অনেক শিক্ষার্থী মেসে থাকেন। বাসা ছেড়ে দিলে হুট করে বাসা পাওয়া একটা সমস্যা। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের এভাবে বিনা টিউশনি বা পার্ট টাইম জব ছাড়া শহরে টিকে থাকা কষ্টকর।

৪| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

আজাদ প্রোডাক্টস বলেছেন: খবর পেলে জানাইয়েন, আমিও জবাবের সন্ধানে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.