নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৪২

আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই তাই রাষ্ট্রের সংজ্ঞা বলতে বললে আমি ঠিকমত বলতে পারব না। নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিংবা রাষ্ট্রবিজ্ঞানী হওয়া ছাড়াই আমি একটি রাষ্ট্রে সদস্য এবং নিয়মিত অতিশয় চড়া দামে আমাকে সেই রাষ্ট্রের সদস্য ফি শোধকরতে হয়। যেহেতু নিজের পকেটের পয়সা গুনে গুনে প্রতি মাসে রাষ্ট্রের খাতায় জমা করতে হয় তাই মাঝে মাঝে ভাবি রাষ্ট্র জিনিসটা আসলে কি? রাষ্ট্র আমার কাছে কখনে জানতে চায় না আমি কেমন আছি, আমি কি চাই। কিন্তু শুধু পয়সা চায়! তাও আমার কাছে, যে দিনে এনে দিনে খায়। আর যার আছে স্বর্নের খনি কিংবা কুবেরের ধনরত্ন তার কাছে রাষ্ট্রের চাইতে লজ্জা করে। আমার এক সময় ধারনা ছিল রাষ্ট্র বুঝি একটা সমিতির মত। আমরা সবাই তার সদস্য। সদস্যদের থাকে নানা দায় দায়িত্ব আবার থাকে বেশ কিছু সুযোগ সুবিধা। সমিতিতে নিয়মিত চাঁদা দিতে হয়, মিটিংয়ে থাকা লাগে, সদস্যরা মিলেঝিলে যে সব সিদ্ধান্ত নেয় তা মানা লাগে। কারো ভাল না লাগলে সমিতি থেকে বের হয়ে যেতে পারে। সমিতিও কাউকে বের করে দিতে পারে। সব কিছুই নিয়ম কানুন দিয়ে মোড়া। কিন্তু রাষ্ট্র আসলে সেরকম না, রাষ্ট্র আমাদের বেডরুমে নিরাপত্তা দিতে পারবে না। যখন ফেলানি কাঁটাতারে ঝুলে থাকে তখন রাষ্ট্রের কিছুই করার থাকে না। শেয়ার বাজারে তরুনরা সর্বস্ব হারিয় যখন জীবনটাও হারায় তখন রাষ্ট্রের কিছুই করার থাকে না। কেউ যদি রাষ্ট্রের কোন ব্যাংকের হাজার হাজার টাকা চুরি করে তাতেও রাষ্ট্রের কিছু আসে যায় না। যেকোন সময় যেকোন কারো যে কোন কিছু খোয়া যেতে পারে, জান-মাল-সম্ভ্রম সব কিছুই। রাস্তার পাশে ফুটপাতে অবুঝ শিশু না খেয়ে কাঁদতে থাকবে আর রাষ্ট্রের গাড়ি চারিদিক বন্ধ করে হুইশেল বাজিয়ে চলে যাবে, আর কাদাপানি ছিটকে এসে ধূয়ে দেবে অবুঝ শিশুর কান্না। তনু নামে কোন একটা মেয়ে রাষ্রেরির ভেতরেই সম্ভ্রম হারাবে। তারপর মরে যাবে। একদিন পদ্মা তিস্তা সুরমা শুকিয়ে যাবে, সুন্দর বন থাকবে না দুনিয়াতে। এরকম অনেক কিছুই হবে। এবং রাষ্ট্র টিকে যাবে। আমরা সদস্য ফি দিয়ে যাব এবং দেখব আমাদের সদস্য ফি গুলোও কিভাবে হ্যাকিং হয়।

রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি
জিপের পেছনে মন্ত্রীর কালো গাড়ি,
কাঠগড়া, গরাদের সারি সারি খোপ
কাতারে কাতারে রাজবন্দী;
রাষ্ট্র বললেই মনে হয় মিছিল থেকে না-ফেরা
কনিষ্ঠ সহোদরের মুখ
রাষ্ট্র বললেই মনে হয় তেজগাঁ
ইন্ডাস্ট্রিয়াল এলাকা,
হাসপাতালে আহত মজুরের মুখ।
রাষ্ট্র বললেই মনে হয় নিষিদ্ধ প্যামপ্লেট,
গোপন ছাপাখানা, মেডিক্যাল
কলেজের মোড়ে ‘ছত্রভঙ্গ জনতা—
দুইজন নিহত পাঁচজন আহত’------ রাষ্ট্র বললেই
সারি সারি ক্যামেরাম্যান, দেয়ালে পোস্টারঃ
রাষ্ট্র বললেই ফুটবল ম্যাচের মাঠে
উঁচু ডায়াসে রাখা মধ্যদুপুরের নিঃসঙ্গ মাইক্রোফোন

রাষ্ট্র মানেই স্ট্রাইক, মহিলা বন্ধুর সঙ্গে
এনগেজমেন্ট বাতিল,
রাষ্ট্র মানেই পররাষ্ট্র নীতি সংক্রান্ত
ব্যার্থ সেমিনার
রাষ্ট্র মানেই নিহত সৈনিকের স্ত্রী
রাষ্ট্র মানেই ক্রাচে ভর দিয়ে হেঁটে যাওয়া
রাষ্ট্র মানেই রাষ্ট্র মানেই রাষ্ট্র সংঘের ব্যর্থতা
রাষ্ট্রসংঘের ব্যার্থতা মানেই
লেফট রাইট, লেফট রাইট, লেফট------।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: সহ অনুভূতি জানালাম।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হাসান ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.