নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

কইনছেন দেহি খ্যাত কৌতুক অভিনেতা মন্টু ভাই নেই

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০২



না ফেরার দেশে মতো চলে গেলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা সিরাজুল হক মন্টু ভাই। শনিবার রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।



বাংলাদেশ টেলিভিশনের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান ফজলে লোহানী উপস্থাপিত ‌'যদি কিছু মনে না করেন' এর নিয়মিত পর্ব ' কইনছেন দেহি' তে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্টু ভাই। তার সাথে ওই পর্বে অভিনয় করা লালু ভাই চলে গেছেন আগেই।



১৯৪৭ সালে স্থানীয় সিটি ক্লাব থেকে অমরাবতী মঞ্চে ‘টিপু সুলতান’ নাটকে টিপুর ছোট ছেলে মোয়াজুদ্দিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। টেলিভিশনে শুরুতে তিনি ‘বি’ গ্রেড ভুক্ত হলেও দেশ স্বাধীন হবার পর তিনি বিটিভির ‘এ’ গ্রেড তালিকাভুক্ত হন। টেলিভিশনের পাশাপাশি তিনি শুরু থেকেই বাংলাদেশ বেতারের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ছিলেন। অসুস্থ হবার আগ মুহূর্ত পর্যন্ত মন্টু ভাই হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে নিয়মিত অভিনয় করে গেছেন। তিনি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে ‘মাটির ঘর, সুজন সখী, দর্পচূর্ণ অন্যতম।

ময়মনসিংহ শহরের আকুয়াতে ১৯৩৮ সালের গোড়ার দিকে জন্ম গ্রহণ করেন তিনি।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুখে থেক মন্টু ভাই :(

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫

আনোয়ার ভাই বলেছেন: সুখে থেক মন্টু ভাই

২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

সানাউল্লাহ তুষার বলেছেন: শ্রদ্ধাঞ্জলী ।

৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মন্টু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। তাঁর সঙ্গী লালু ভাই আগেই আমাদের ছেড়ে গেছেন। শ্রদ্ধেয় ফজলে লোহানী আর তাঁর দুই নিয়মিত সঙ্গী চলে গেছেন। তাঁর স্মৃতি বহন করছেন হানিফ সংকেত।

৪| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

তামীল০০৯৬ বলেছেন: শ্রদ্ধাঞ্জলী ।

৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:
উনার হাস্য রসে ভরা কৌতুক অনেক ভালো লাগতো।

উনার আত্নার শান্তি কামনা করছি।
:(

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

আনোয়ার ভাই বলেছেন: উনার হাস্য রসে ভরা কৌতুক অনেক ভালো লাগতো।

৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

~মাইনাচ~ বলেছেন: উনার আত্নার শান্তিতে থাকুক

৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ওনার রুহের মাগফিরাত কামনা করছি :(

৮| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

স্বপ্ন বাংলা বলেছেন: ছোট বেলায় আমি ওনার অনেক ভক্ত ছিলাম। রুহের মাগফিরাত কামনা করছি ।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আনোয়ার ভাই বলেছেন: আপনার মত আমি আমার মত আরো অনেকেই তার ভক্ত ছিল।

৯| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

রাতপ্রহরী বলেছেন: ওনার রুহের মাগফিরাত কামনা করছি

১০| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

রমিত বলেছেন: মন্টু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কসছি।

১১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

রমিত বলেছেন: মন্টু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

আনোয়ার ভাই বলেছেন: মন্টু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।

১২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:১৬

স্বাধীন শোয়েব বলেছেন: উনার ছেলে আমার ফ্রেন্ড ছিল। ডাক নাম মনে হয় রুনটি। মোমেনশাহী সেনানিবাসের একটা কিন্তারগারটেনে ২ বছর পড়েছিলাম। ২০ বছর আগের কথা।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪

আনোয়ার ভাই বলেছেন: স্মৃতি সুখের স্মৃতি বেদনার।

১৩| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: যদি কিছু মনে না করেন! চুড়ান্ত সত্য সবাইকে মরতে হবে।

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

আনোয়ার ভাই বলেছেন: সবাইকে মরতে হবে।

১৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৯

ভিশন-২০৫০ বলেছেন: আহা, খুব ভালো লাগতো লোকটাকে!

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

আনোয়ার ভাই বলেছেন: হ্যা ভাল লাগত।

১৫| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:১৭

C/O D!pu... বলেছেন: "কইনছেন দেহি" ডায়ালগটাই শুধু মনে আছে...
তার আত্মার শান্তি কামনা করি...

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

আনোয়ার ভাই বলেছেন: এ ডায়লগ দিত লালু ভাই আর মন্টু ভাই বলত আচ্ছা বলেনতো দেখি। তবে যদি কিছু মনে না করেন এর ওই পর্বটাই কইনছেন দেহি নামে পরিচিতি পায়।

১৬| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:২৬

খেয়া ঘাট বলেছেন: "কইনছেন দেহি" ডায়ালগটাই শুধু মনে আছে...
তার আত্মার শান্তি কামনা করি

১০ ই জুন, ২০১৩ রাত ৯:০৬

আনোয়ার ভাই বলেছেন: হ্যা তাইই আমরা সবাই করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.