নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

মাদক দ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর এসআই আয়াত আলীর ফতুল্লাতেই চার বাড়ি

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২









নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে বেশ কয়েক বছর ধরে উপ পরিদর্শক ( এসআই ) হিসেবে কাজ করছে আয়াত আলী। মাদক নিয়ন্ত্রনে তেমন সফলতা না পেলেও অর্থে বিত্তে ফুলে ফেঁপে উঠেছেন তিনি। ফতুল্লায়ই ৪ টি বহুতল বাড়ি রয়েছে এ সরকারি চাকুরের।



অভিযোগ রয়েছে, তার সাথে মাদক বিক্রেতাদের নিয়মিত যোগাযোগ হয়। সপ্তাহে, মাসে মাদক বিক্রেতাদের কাছ থেকে অর্থ গ্রহন করেন তিনি। মাঝে মধ্যে মোবাইল রিচার্জও হয় মাদক বিক্রেতাদের টাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আয়াত আলীর গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে অনেক দিন ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাস তার।

ফতুল্লার দাপা ইদ্রাকপুর জোড়া পুল এলাকায় ৫ তলা ফাউন্ডেশন দিয়ে তৈরী দোতলা বাড়িতে থাকেন তিনি। এ বাড়িতে তার প্রথম স্ত্রী ও তার ঘরের সন্তানরা থাকে।

দাপা ইদ্রাকপুরের বেপারী পাড়ার আবুল সরকার বয়াতীর বাড়ির পাশে তার একটি ৪ তলা বাড়ি আছে।

একই এলাকার ইদ্রিস মেম্বারের বাড়ির পাশে রয়েছে আয়াত আলীর দোতলা ভবন। ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সেহারচর লালখাঁ এলাকার অপর বাড়িতে থাকে তার ২য় স্ত্রী।



তার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২য় স্ত্রীর ঘরে দুই মেয়ে ও এক ছেলে। সূত্রে জানা গেছে, ফতুল্লার বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের সাথে যোগাযোগ রয়েছে আয়াত আলীর। কোন কোন মাদক বিক্রেতার কাছ থেকে সপ্তাহে আবার কারো কাছে মাসে টাকা নেন তিনি। এর বিনিময়ে নির্বিঘেœ মাদক বিক্রি করতে দেয়ার আশ্বাস দেয়া মাদক বিক্রেতাদের।





পিতা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে চাকরী করলেও বড় ছেলে বাবু মাদকের সাথেই বন্ধুত্ব করেছে। বাবুকে পড়াশুনার জন্য ঢাকার একটি হোস্টেলে দিয়ে তার পিছনে অঢেল খরচ করলেও লাভের লাভ কিছুই হয়নি। ক্লাশ নাইন পর্যন্ত লেখাপড়া করে বখাটে হয়ে যায় বাবু। এখন তার কাজ মাদক সেবন আর এলাকার মাদক বিক্রেতাদের সাথে সখ্যতা রাখা। এ কাজ করতে একটি প্রাইভেটকার ব্যবহার করে সে।

ছোট ছেলে তুহিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে। প্রতি মাসের অবৈধ অঢেল আয় থেকেই এসব ব্যয় মিটান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মরত আয়াত আলী।

Click This Link



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

পথহারা নাবিক বলেছেন: মিয়া মজা লন!! মাত্র ৪টা বাড়ী!! হেরে কি ফকির পাইছেন নাকি!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

আনোয়ার ভাই বলেছেন: আরো থাকতে পারে.....

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগের লোক নাকি?

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আনোয়ার ভাই বলেছেন: তা জানি না ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুদুক কই???

খালি সরকারের হুকুম পাইলে বিরধি দল দমনে মেধ বুদ্ধি না খাটাইয়া সমাজের এই কীট গুলানের তথ্য প্রমাণ যোগাড় কইরা যথাযথ ব্যবস্থা নিলে সমাজের ্ট্টু উপকার হইত!!!

কে জানে ঐ কামে নামলে কবে আবার আপনার পোষ্ট দেয়া লাগে দুদকের তদন্দ কর্মকর্তার ৮ টি বাড়ী ;) :P :( X( X((

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

আনোয়ার ভাই বলেছেন: দুদক আছে, হয়তো জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.