নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

পুলিশ আহত হলে মামলা,পাবলিক নিহত হলেও আপোষ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১





সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও ১ ) মঈনুর রহমান আহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন এসআই মাজহারুল ইসলাম। এ মামলায় গ্রেপ্তারকৃত বিআরটিসি বাসের চালক মাহবুব আলম বাবুলকে আসামী করা হয়। শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকা নারায়নগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে দুর্ঘটনার পর বাসটিও আটক করা হয়। সা¤প্রতিককালে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য সচেতন মহল গাড়ি চালকদের বেপরোয়া আচরণকে দায়ী করে আসছে। তাদের মতে, সব ঘটনায় মামলা হলে দুর্ঘটনা হ্রাস পেত। তবে অধিকাংশ সড়ক দুর্ঘটনায় মামলার পরিবর্তে দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে যায়। এতে মুখ্য ভূমিকা পালন করে পূলিশই।

গত ২৫ জানুয়ারি বিকেল ৫ টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ট্রাকের চাপায় নিহত হয় ৪ বছরের সিনথী সরকার। পুলিশের মধ্যস্থতায় ট্রাক মালিকের কাছ থেকে ক্ষতিপূরন পাওয়ার আশায় নিহতের মা বিধবা কল্পনা সরকার থানায় ওই দিন কোন মামলা করেনি। দুর্ঘটনার সময় আটক ট্রাক (চট্র মেট্রো ড ১-১১৯০) ট্রাকটিও ছেড়ে দেয় পুলিশ। তবে শেষ পর্যন্ত জরিমানার টাকা না দেয়ায় ২৭ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় শিশুটির মা বাদি হয়ে মামলা করেন। মামলা নং- ৭১ (১)১৪। ভুক্তভোগী জানায়, সড়ক দুর্ঘটনার পর পুলিশও ট্রাক মালিকের পক্ষ নেয়। অবশেষে উপায় না দেখে ৪০ হাজার টাকা পাওয়ার আশায় মামলা থেকে বিরত থাকেন কল্পনা। তবে শেষ পর্যন্ত সেই টাকা না পেয়ে মামলা করেন। ২ বছর আগে দুই কণ্যা সন্তান রেখে কল্পনার স্বামী মারা যায়। সে ভাড়া বাসায় থেকে গার্মেন্টে চাকুরী করে সংসার চালাত। সচেতন মহলের মতে, এরকম অনেক সড়ক দুর্ঘটনায় থানা পুলিশ মামলা না নিয়ে বাদিকে আপোষ করতে চাপ দেয়। পুলিশ ও পরিবহণ মালিক নেতাদের চাপে শেষ পর্যন্ত স্বজনের লাশের পরিবর্তে টাকা নেয়াকেই শ্রেয় মনে করে কেউ কেউ। আর মামলা না হওয়ায় পরবর্তিতে আরো বেপরোয়া হয়ে যায় পরিবহণ চালকরা। অনেকের মতে, মামলায় তেমন কিছু না হলেও কিছু দিন জেল খাটলেও ও মাসে মাসে হাজিরা দিলে কিছুটা হলেও নিজেদের শোধরে নিতো তারা। টাকা দিয়ে পার পেয়ে যাওয়ায় নিজেদের মধ্যে কোন প্রকার অনুশোচনা আসে না তাদের মধ্যে। একজন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনায় মামলা হওয়ায় অনেকেই আশাবাদি হয়ে উঠেছেন। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনায় থানা পুলিশ মামলা নিবে আপোষ করবে না।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: দেশে বেয়াইনির উত্থান :-B :-B

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

পথহারা নাবিক বলেছেন: এইটাইরে কয় গণতন্ত্র!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.