নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

সাপ ওঝাঁ আর বিএনপি নেতা এটিএম কামালের গল্প !

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৯







রাজনীতিক হিসেবেই বেশী পরিচিত এটিএম কামাল। যতদূর জানি মায়ের পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। কিছু দিন এ দল ছেড়ে অন্য দলে ভিড়েছিলেন। নতুন ওই দলের যুব সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের একটি পদে থাকাকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা কথা বলতে দেখা গেছে তাকে।

একজন বিনয়ী মিডিয়া বান্ধব হিসেবে সাংবাদিক মহলে বেশ পরিচিত এটিএম কামাল। তিনি যেখানে সাংবাদিক সেখানে অথবা সাংবাদিক যেখানে তিনি সেখানে এমনটা বলেন অনেকে। আবার কেউ কেউ বলেন বেশী বেশী প্রচারে থাকার একটা আকাংখা সব সময় জেগে থাকে তার মনে।

রাজনীতিক এটিএম কামাল দলীয় কার্যক্রমে বেশ সক্রিয়। দলের অনেকের মতে, কাকা ডাকা ভোর, সাঁঝ বেলা এমনকি নিশুতি রাতেও নেতাকর্মীরা পাশে পান তাকে। হরতালের দিন অনেক নেতা যখন আড়ালে থাকে তিনি তখন গুটিকয়েকজন নিয়ে ব্যস্ত হন কর্মসূচী পালনে। সা¤প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হয়েছেন অনেকবার। অবশ্য কেউ কেউ বলেন তিনি নাকি আলোচিত হতে ইচ্ছা করেই গ্রেপ্তার হন। এর বিপরীতে মত আছে কামাল অনুসারীদের।



তবে আমার মতে এটিএম কামাল একজন পরিশ্রমী রাজনীতিক। নানা গুনের জন্য আমি তাকে শ্রদ্ধা করি বটে।



এটিএম কামালের আরো একটি পরিচয় তিনি পরিবেশবাদী সংগঠন নির্ভীক এর প্রধান সমন্বয়ক। বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় তার ভিন্নমূখী কর্মসূচী অনেকে দেখতে পায়। ক’দিন আগে নদী বাঁচাতে তার আকুতি আমার নজরে পড়েছে। নদী বাঁচলে আমাদের জন্য মঙ্গল। যেভাবে নদীখেকোরা নদীর বারটা বাজাচ্ছে তা সত্যিই নিন্দনীয়। তাই নদী বাঁচানোর ডাক গ্রহনযোগ্য। সেই সাথে পরিবেশ রক্ষায় গাছ বাঁচানোও জরুরী বলে আমি মনে করি।



সা¤প্রতিক সময়ে এটিএম কামালের দল ও জোটের ডাকা হরতাল, অবরোধসহ নানা রাজনৈতিক কর্মকান্ডের সময়ে নির্দয়ের মত গাছ নিধন করা হয়েছে। টেলিভিশন পর্দায় এ দৃশ্য আমার মত অনেকেই অসহায়ের মত অবলোকন করেছে। আমি বলছি না তার দল বা দলের নেতাকর্মীরই এ কাজ করেছে। তবে আন্দোলনের সময়ই তা হয়েছে। পরিবেশবাদি সংগঠন পবা’র মতে, ওই ১০ মাসে রাজনৈতিক সহিংসতায় ৬৫ হাজার গাছ নিধন করা হয়েছে। যার বর্তমান আর্থিক মূল্য (শুধু কাঠের দাম) ৩৫ কোটি টাকা। '



গাছ সম্বন্ধে পবিত্র আল কোরআন এ সুরা আল-হাজ্ব এর ১৮ নং আয়াতে বর্ণিত আছে “ তুমি কি দেখ না যে আল্লাহকে সিজদা করে যা কিছু মহাকাশ ও পৃথিবীতে রয়েছে; সূর্য, চন্দ্র, নক্ষত্রমন্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব-জন্তু ও মানুষের মধ্যে অনেকে ”।



এক যুদ্ধে রওনা হবার প্রাক্কালে হযরত মুহাম্মদ (সা:) তাঁর বাহিনীকে নির্দেশ দেন ... আর কোনো গাছ উপড়াবে না, কোনো খেজুর গাছ জ্বালিয়ে দেবে না। আর কোনো গৃহও ধ্বংস করবে না। ( মুসলিম : ১৭৩১ )



ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসী গাছকে সীতাস্বরূপা ,স্কন্দপুরাণে লক্ষীস্বরূপা, চর্কসংহিতায় বিষ্ণুর ন্যায় ভুমি, পরিবেশ ও আমাদের রক্ষাকারী বলে বিষ্ণুপ্রিয়া ,ঋকবেদে কল্যাণী বলা হয়েছে । স্বয়ং ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পবিত্রা বৃন্দা বলে আখ্যায়িত করে এর সেবা করতে বলেছেন।



অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ পরিবার ও জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর ফ্যামেলী ডে’ তে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালের সাথে এ বিষয়ে আমার আলাপ হয়। তখন আমার পাশে ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সভাপতি রনজিৎ মোদক ও সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান। এটিএম কামাল বলেছিলেন, ‘গণতন্ত্র রক্ষায় দেশের মানুষের মঙ্গলের জন্য অনেক কিছুই করতে হয়’। তার এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি গাছ কাটার পক্ষে সাফাই গেয়েছেন। দলীয় কর্মকান্ডে এক রকম পরিবেশবাদি হিসেবে আরেক রকম এটিএম কামালকে আমার পছন্দ নয়।



এ যেন বিখ্যাত কন্ঠ শিল্পী আব্দুল আলীমের সেই বিখ্যাত গানের কলি ----- তুমি সর্প হয়ে দংশন কর- ওঝাঁ হয়ে ঝাড়.............।



(লেখক- জেলা প্রতিনিধি, ইসলামিক টিভি, সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। )



সাপ ওঝাঁ আর এটিএম কামালের গল্প !

আনোয়ার হাসান

রাজনীতিক হিসেবেই বেশী পরিচিত এটিএম কামাল। যতদূর জানি মায়ের পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। কিছু দিন এ দল ছেড়ে অন্য দলে ভিড়েছিলেন। নতুন ওই দলের যুব সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের একটি পদে থাকাকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা কথা বলতে দেখা গেছে তাকে।

একজন বিনয়ী মিডিয়া বান্ধব হিসেবে সাংবাদিক মহলে বেশ পরিচিত এটিএম কামাল। তিনি যেখানে সাংবাদিক সেখানে অথবা সাংবাদিক যেখানে তিনি সেখানে এমনটা বলেন অনেকে। আবার কেউ কেউ বলেন বেশী বেশী প্রচারে থাকার একটা আকাংখা সব সময় জেগে থাকে তার মনে।

রাজনীতিক এটিএম কামাল দলীয় কার্যক্রমে বেশ সক্রিয়। দলের অনেকের মতে, কাকা ডাকা ভোর, সাঁঝ বেলা এমনকি নিশুতি রাতেও নেতাকর্মীরা পাশে পান তাকে। হরতালের দিন অনেক নেতা যখন আড়ালে থাকে তিনি তখন গুটিকয়েকজন নিয়ে ব্যস্ত হন কর্মসূচী পালনে। সা¤প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হয়েছেন অনেকবার। অবশ্য কেউ কেউ বলেন তিনি নাকি আলোচিত হতে ইচ্ছা করেই গ্রেপ্তার হন। এর বিপরীতে মত আছে কামাল অনুসারীদের।



তবে আমার মতে এটিএম কামাল একজন পরিশ্রমী রাজনীতিক। নানা গুনের জন্য আমি তাকে শ্রদ্ধা করি বটে।



এটিএম কামালের আরো একটি পরিচয় তিনি পরিবেশবাদী সংগঠন নির্ভীক এর প্রধান সমন্বয়ক। বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় তার ভিন্নমূখী কর্মসূচী অনেকে দেখতে পায়। ক’দিন আগে নদী বাঁচাতে তার আকুতি আমার নজরে পড়েছে। নদী বাঁচলে আমাদের জন্য মঙ্গল। যেভাবে নদীখেকোরা নদীর বারটা বাজাচ্ছে তা সত্যিই নিন্দনীয়। তাই নদী বাঁচানোর ডাক গ্রহনযোগ্য। সেই সাথে পরিবেশ রক্ষায় গাছ বাঁচানোও জরুরী বলে আমি মনে করি।



সা¤প্রতিক সময়ে এটিএম কামালের দল ও জোটের ডাকা হরতাল, অবরোধসহ নানা রাজনৈতিক কর্মকান্ডের সময়ে নির্দয়ের মত গাছ নিধন করা হয়েছে। টেলিভিশন পর্দায় এ দৃশ্য আমার মত অনেকেই অসহায়ের মত অবলোকন করেছে। আমি বলছি না তার দল বা দলের নেতাকর্মীরই এ কাজ করেছে। তবে আন্দোলনের সময়ই তা হয়েছে। পরিবেশবাদি সংগঠন পবা’র মতে, ওই ১০ মাসে রাজনৈতিক সহিংসতায় ৬৫ হাজার গাছ নিধন করা হয়েছে। যার বর্তমান আর্থিক মূল্য (শুধু কাঠের দাম) ৩৫ কোটি টাকা। '



গাছ সম্বন্ধে পবিত্র আল কোরআন এ সুরা আল-হাজ্ব এর ১৮ নং আয়াতে বর্ণিত আছে “ তুমি কি দেখ না যে আল্লাহকে সিজদা করে যা কিছু মহাকাশ ও পৃথিবীতে রয়েছে; সূর্য, চন্দ্র, নক্ষত্রমন্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব-জন্তু ও মানুষের মধ্যে অনেকে ”।



এক যুদ্ধে রওনা হবার প্রাক্কালে হযরত মুহাম্মদ (সা:) তাঁর বাহিনীকে নির্দেশ দেন ... আর কোনো গাছ উপড়াবে না, কোনো খেজুর গাছ জ্বালিয়ে দেবে না। আর কোনো গৃহও ধ্বংস করবে না। ( মুসলিম : ১৭৩১ )



ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসী গাছকে সীতাস্বরূপা ,স্কন্দপুরাণে লক্ষীস্বরূপা, চর্কসংহিতায় বিষ্ণুর ন্যায় ভুমি, পরিবেশ ও আমাদের রক্ষাকারী বলে বিষ্ণুপ্রিয়া ,ঋকবেদে কল্যাণী বলা হয়েছে । স্বয়ং ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পবিত্রা বৃন্দা বলে আখ্যায়িত করে এর সেবা করতে বলেছেন।



অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ পরিবার ও জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর ফ্যামেলী ডে’ তে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালের সাথে এ বিষয়ে আমার আলাপ হয়। তখন আমার পাশে ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সভাপতি রনজিৎ মোদক ও সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান। এটিএম কামাল বলেছিলেন, ‘গণতন্ত্র রক্ষায় দেশের মানুষের মঙ্গলের জন্য অনেক কিছুই করতে হয়’। তার এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি গাছ কাটার পক্ষে সাফাই গেয়েছেন। দলীয় কর্মকান্ডে এক রকম পরিবেশবাদি হিসেবে আরেক রকম এটিএম কামালকে আমার পছন্দ নয়।



এ যেন বিখ্যাত কন্ঠ শিল্পী আব্দুল আলীমের সেই বিখ্যাত গানের কলি ----- তুমি সর্প হয়ে দংশন কর- ওঝাঁ হয়ে ঝাড়.............।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.