নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন প্রখ্যাত কন্ঠশিল্পী বশির আহমেদ

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১





বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কন্ঠশিল্পী বশির আহমেদ বিদায় নিলেন এ ধরা থেকে। শনিবার রাতে মোহাম্মদপুরে নিজের বাসায় ৭৪ বছর বয়সে মারা যান তিনি।



ষাটের দশকে চিত্রনির্মাতা মুস্তাফিজের সাগর ছবির জন্য গান লেখার মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন বশির আহমেদ। এরপর শুরু হয় সুর করা এবং গান গাওয়া।



১৯৬৪ সালে কারোয়ান চলচ্চিত্রে তার গাওয়া ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে ’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৬৭ সালে সে সময়কার জনপ্রিয় জুটি শবনম-রহমান অভিনীত বাংলা চলচ্চিত্র দর্শন মুক্তি পাওয়ার পর এর গানগুলোর জন্য শ্রোতামনে স্থান করে নেন বশির আহমেদ। এ ছবির একটি গান তুমহারে লিয়ে ইস দিলমে যিতনি মোহাব্বত হ্যায়’ ।



বশির আহমেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- আহা কিযে সুন্দর হারিয়েছে অন্তর, সবাই আমায় প্রেমিক বলে, ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না, সজনীগো ভালবেসে এত জ্বালা কেন বল না, ওগো প্রিয়তমা, খুঁজে খুঁজে জনম গেল, ঘুম শুধু ছিল দুটি নয়নে, যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি , আমাকে যদি গো তুমি ইত্যাদি।



১৯৪০ সালে কলকাতায় জন্ম নেয়া বশির আহমেদ ১৫ বছর বয়সেই উচাঙ্গ সঙ্গীতের তালিম নেন। জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন বশির আহমেদ। তার স্ত্রী মীনা বশিরও সঙ্গীতশিল্পী। তাদের দুই সন্তান হুমায়রা বশির এবং ছেলে রাজা বশিরেরও গানের অ্যালবাম রয়েছে। দিল্লির সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন তিনি। ১৯৬০ সালে তিনি চলে আসেন ঢাকায়।







তার গাওয়া কাজী জহিরের ময়নামতির ছবির বিখ্যাত গান ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’ গানটি আজো মানুষের মুখে মুখে। এ গানেই আছে- ‘ আর যে আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঝে- বলবে না আর মনের কথা .........





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন:




তার রূহের মাগফেরাত কামনা করছি ! আমিন !!

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮

আনোয়ার ভাই বলেছেন: আমিন

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: একজন প্রখ্যাত শিল্পির চলে যাওয়া একটি তারকার খসে পড়া , তার
আত্মার শান্তি কামনা করছি ।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

আনোয়ার ভাই বলেছেন: একজন প্রখ্যাত শিল্পির চলে যাওয়া

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অপূরণীয় ক্ষতি।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

আনোয়ার ভাই বলেছেন: অপূরণীয়

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার প্রিয় শিল্পীদের একজন ছিলেন বসীর আহমেদ। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

আনোয়ার ভাই বলেছেন: প্রিয় শিল্পীদের একজন

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার প্রিয় শিল্পী বসীর আহমদ। তার অকাল প্রায়াণে জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি তার আত্নার মাগফিরাত কামনা করছি।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

আনোয়ার ভাই বলেছেন: জাতির অপূরণীয় ক্ষতি হলো

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: তার প্রতি গভীর শ্রদ্ধা রইলো।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

কোবিদ বলেছেন:
আর যে আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঝে- বলবে না আর মনের কথা .........গানের সুর ছড়িয়ে সঙ্গীত ভক্তদের মুগ্ধকরা শিল্পী বশির আহমদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করছি।

৮| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মহান কণ্ঠশিল্পী বশির আহমেদের মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলী।
ধন্যবাদ, আনোয়ার ভাই।

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

জমরাজ বলেছেন: আমার খুর পছন্দের একজন গায়ক।

আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

আব্দুর রাজ্জাক মিয়া বলেছেন: ার অনেকগুলি গান বাংলা সাহিত্যের হাজার বছরের শ্রেষ্ঠ গান। আল্লাহ তাকে বেহস্থ নসীব করুন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২

আনোয়ার ভাই বলেছেন: হ্যা বাংলা সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে বশির আহমেদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.