নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

দেখুন আকাশে একই সঙ্গে দুই সুর্যের ছবি

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫




আকাশ তো একটাই । আর সেখানে সুর্য থাকে একটাই। কিন্তু এবার এক আকাশে দুই সুর্য থাকার খবর বেরিয়েছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা তো এমনই হেডলাইন করেছে- কানাডার আকাশে মুখোমুখি দুই সুর্য । শুধু হেডলাইন নয় তারা ছবিও ছাপিয়েছে দুই সুর্যের। (ওই ছবিটি লোড করা হয়েছে )।

সকালে ঘুম থেকে উঠেই আকাশে এক সঙ্গে দু’দুটো সূর্য! বলেন কী? এমনটা আবার হয় নাকি? সূর্য তো একটাই। এক এবং অদ্বিতীয়। তবে দ্বিতীয়টা এল কোত্থেকে? অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ঘুম ভাঙল এভাবেই।

সত্যিই মিরাকল। এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। অর্থাত্ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালো ভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

মঞ্জু রানী সরকার বলেছেন: সত্যিই মিরাকল

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

আনোয়ার ভাই বলেছেন: হুম ।

২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

শেরজা তপন বলেছেন: ব্যাপারটা জানা ছিলনা। জেনে বেশ অবাক হলাম!!!

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

আনোয়ার ভাই বলেছেন: আমিও অবাক শেরজা তপন ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

কেউ নেই বলে নয় বলেছেন: চমৎকার শেয়ার। +

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ -কেউ নেই বলে নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.