নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

অভিমান থেকে একটি জনপ্রিয় গানের সৃষ্টি

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

রাগ বা অভিমান মন্দ । তবে রাগ করেনা এমন মানুষ খুজে পাওয়া দায়। আর রাগ থেকে ভাল কিছুর সৃষ্টি হয় এটাও বিরল। বাংলাদেশের প্রখ্যাত সুরকার শেখ সাদী খান সবেমাত্র বিয়ে করেছেন । একদিন সকালে স্ত্রীর সাথে কি কারনে যেন অভিমান হয়। হয় একটু বচসা । মনটা খারাপ হয় তার। তার ভাষায় তখন নতুন সময়- অভিমান একটু বেশীই। মাথায় রাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন তিনি।

এরপর তার মাথায় একটি গানের কলি আসে। তিনি গীতি কবি মাহফুজুর রহমান মাহফুজ কে বলেন ভাই একটা গান লিখে দাওতো। গানের প্রথম কলি তিনিই বলে দেন। গীতি কবি সুরকার কে জিজ্ঞাসা করেন আপনার কি হয়েছে ভাই । জবাবে তিনি জানান- তোমার ভাবীর সাথে একটু রাগারাগি হয়েছে তো - তাই রাগটাকে কাজে লাগাই।

যথারীতি গীতি কবি সেই গান লিখেন। তাতে সুর দেন সুরকার। গানটি কন্ঠধারণ করেন সুকন্ঠি গায়িকা শাম্মী আক্তার । পরে সেইগানটি অসম্ভব জনপ্রিয় হয় । আজো মানুষ সেই গান শুন কান পেতে । গানটি হল---

ভালবাসলেও সবার সাথে ঘর বাধা যায় না
হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না।

দু'জনার দু'টি মন কখন গেছে সরে- শুধু শুধু এতদিন অভিনয় গেছি করে
মিছে বন্ধনে আর জড়ালে কি হবে / কারো মনে বিরহ বেশিদিন সয়না

ভালবাসলেও সবার সাথে................

মোহনায় এলে নদী বরণ করে তাকে / বিচ্ছেদে ভালবাসা চিরদিন বেচে থাকে
তবু স্বার্থক হয় প্রেম জানি জীবনে / মালা দিয়ে মন তো বাধা কভু যায় না

ভালবাসলেও সবার সাথে ঘর করা যায় না...........



ভালবাসলেও সবার সাথে ঘর করা যায় না...........

( গীতি কবি মাহফুজুর রহমান মাহফুজ এর ছবি পেলাম না । আসলে ওনাকে চিনিওনা । একটা সময় ছিল যখন মানুষ শুধু শিল্পীদের চিনত। পেছনের কারিগররা থাকত আড়ালে। ইদানিং মিডিয়া তাদের প্রতি সুবিচার করছে। তবে সবার উচিত পুরনো দিনের যা কিছু সংগ্রহ করে আর্কাইভ করা )

গানের লিংক --

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

বিপরীত বাক বলেছেন: একটা সময় ছিল যখন মানুষ শুধু
শিল্পীদের চিনত। পেছনের
কারিগররা থাকত আড়ালে।

তাই তো লাকি আখন্দ অসুস্থ অবস্থায় ও বলে যে, আমি আমার চিকিৎসার জন্যে কারও সাহায্য চাই না। শুধু আমার সুর করা যে গান গুলি প্রচার হয় সেগুলোর প্রাইজ মানি দিক।



এজন্য এই দেশের গানের আজ এই অবস্থা।

তা কি অবস্থা?
তাহলে শোনেন-----

১ দাও তোমার মোবাইল নম্বর, খোদাই কইরা লিখমু বুকে।
২ রাইতে আইসো বন্ধু,,, যদি না থাকো ব্যস্ত।
৩ শাড়ীর নিচে কি পরেছ কইলে কি হয়।।।
৪ তোমার লগে দেখা হইছিল কালা অন্ধকারে,
তারপর-----------------!


নকলা জাতের জাতি। খালি বান্দরের লাহান খালি অনুকরণ করতে পারে। রুচিবোধ বলতে কিচ্ছু নেই। নাই বোধ বিবেচনা।

খালি ক্ষণিকের খিচ্ মেটানোর ধান্ধায় থাকে। চটুল আনন্দে বিভোর থাকে।। পুরো জাত টাই দুষিত হয়ে গেছে।
ধুম -ধাম-ধামাক্কা।। ঝাকা-নাকা সব- ফাকা।


যা, হোকা। গান টার ভিডিও ডাউনলোড করলাম। শুনে ভাল লাগলো।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আনোয়ার ভাই বলেছেন: পুরো জাত টাই দুষিত হয়ে গেছে। সত্য কথা বলেছেন । ধন্যবাদ ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০

এহসান সাবির বলেছেন: দারুন শেয়ার।

২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.