নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

আসুন ১২ বছরের শিশু সাদাব কে স্যালুট দেই

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

৫ম শ্রেনীতে পড়ে আর বয়স মাত্র বার ।
এতটুকু বয়সেই এক অসাধারন কর্ম করে দেখাল সে। তার এই কর্ম একটা দৃষ্টান্ত হয়ে রইল।
তার নাম সাদাব জিয়া ।

গাড়ি—সাদাব জিয়ার সবচেয়ে পছন্দ। দেশ-বিদেশে বেড়াতে গেলে সাদাবের প্রথম কাজ কয়েক শ খেলনা গাড়ি কিনে ফেলা৷ আগ্রহের কারণে গাড়ি নিয়ে প্রকাশিত বিদেশি ম্যাগাজিন পড়ে নিয়মিত৷ ভবিষ্যতে সে হতে চায় একজন অটোমোবাইল প্রকৌশলী৷ প্রথম আলো কার্যালয়ে বসে সেসব জানতে জানতেই বন্ধুত্ব জমে উঠল মিরপুরের স্কলাস্টিকা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাদাবের সঙ্গে৷ তার সঙ্গে পরিচয়ের গল্পটাই তোমাদের বলব।

৷ ২০ জানুয়ারি অনেকগুলো টাকা নিয়ে সে হাজির হয়েছিল প্রথম আলোর কার্যালয়ে, সম্পাদক মতিউর রহমানের কাছে৷ পুরো এক লাখ টাকা সে দিতে চায় প্রথম আলো ট্রাস্টে ।

সাদাব জানাল, এই এক লাখ টাকার আশি হাজারই তার নিজের আয়ের । বাকি বিশ হাজার টাকা সে নিয়েছে বাবা-মায়ের কাছ থেকে ৷ এতটুকু ছেলের এ আয় নিয়ে কেউ চমকে যেতে পারেন । খোলাসা করছি। সাদাব একজন শিশু মডেল। মডেলিং করে সে ওই টাকা আয় করেছে ।
সব মিলিয়ে সাদাব এ পর্যন্ত ২৪টি টিভি বিজ্ঞাপনে কাজ করেছে৷ এর মধ্যে আছে গ্রামীণফোন, বাংলালিংক, প্রাণ জুনিয়র জুস, প্রাণ মিল্ক, আরএফএল, প্রাণ ক্যান্ডিসহ নানা পণ্য৷’ বাংলালিংকের একটি বিজ্ঞাপনে সে কাজ করেছে সাকিব আল হাসানের সঙ্গে৷

সাদাবের কাছে জানতে চাওয়া হল- গাড়ি তোমার এত পছন্দ, তাহলে এই টাকা দিয়ে তো অনেক খেলনা গাড়ি কিনতে পারতে৷ হঠাৎ প্রথম আলোকে দেওয়ার কথা ভাবলে কেন?

এবার সাদাব খানিকটা চুপচাপ৷ তারপর বলল, ‘শখের জিনিস তো বাবাই কিনে দেয়৷ বাসায় প্রথম আলো পড়ি৷ সেখানে দেখেছি অনেক মানুষকে কম্বল, পোশাক, ঘরবাড়ি দেয় প্রথম আলো৷ আমি তাই টাকাটা এখানেই দিতে চেয়েছি৷ নিজের আয়ের এক লাখ টাকা থেকে কিছু কম ছিল, তাই বাবা-মায়ের কাছ থেকে বাকিটা নিয়েছি৷ শিশুদের পড়াশোনা বা জামা কেনায় টাকাটা ব্যয় হোক—এটাই আমার ইচ্ছে৷’

শিরোনাম দেখে অনেকের মনে হয়ত প্রশ্ন উঠেছিল । এতটুকু ছেলে কে স্যালুট কেন দিব !

মিরপুরের স্কলাস্টিকা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাদাবের এই সুকর্ম আশা করছি অনেকের চোখ খুলে দিবে। যারা কাড়ি কাড়ি টাকা কামাচ্ছেন, কোন হকই আদায় করছেন না। সমাজের কোন উপকারে আসছেন না তারা তো লজ্জাই পাবেন বলে মনে করছি।

আসুন বদলে যাই । পোষ্যদের জন্য অজস্র টাকা রেখে লাভ কি। ওদের যতটুকু প্রয়োজন তা রেখে বাকী মানুষ তথা প্রাণীকুলের জন্য খরচ করি।

আর সাদাব কে স্যালুট দেই । সেই সাথে জন শুভ কামনা।



সূত্র- দৈনিক প্রথম আলো

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জানাই।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রামানিক।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

মোঃ এস. আর. শাকিল বলেছেন: অসাধারণ, একেই বলে সোনার বাংলার সোনার ছেলে । 8-|

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আনোয়ার ভাই বলেছেন: ওদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ মো: এস আর শাকিল ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: আজকে প্রথম আলোতেই প্রকাশিত হয়েছে।

উৎস না দেয়াটা ঠিক হয়নি.... শুধু পেস্ট করলেই কি হবে ?

মডু হে রে একটা ধাক্কা দাও.....

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

আনোয়ার ভাই বলেছেন: লেখাতে প্রথম আলো উল্লেখ আছে । তাছাড়া হুবহু লেখা পেস্ট করিনি। আমি আমারমত করে দিয়েছি।

তারপরেও বললেন যখন-----------সূত্র দিলাম।

দয়া করে ধাক্কা দিবেন না সুমন কর । এমনিতে এ দেশে ধাক্কা দেয়ার পাবলিক অভাব নেই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


ভালো।
তবে, ভবিষ্যতে প্রথম আলোকে না দিয়ে, তার সমান ছেলে, যারা বস্তিতে থেকে পড়ালেখা করছে, টাকাটা তাদের দিলে, মনে হয় ভালো হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

আনোয়ার ভাই বলেছেন: শুভেচ্ছা আপনাকেও এহসান সাবির ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৩৫

আনোয়ার ভাই বলেছেন: আমিও দেরীতে জবাব দিলাম এহসান সাবির- শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.