নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

জারা & সায়েমের গল্প

১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৯

বর্ষা স্নাত দিন।
হঠাৎ করে বৃষ্টি এসে হঠাৎ
করেই থেমে যাচ্ছে।
একটু আগেই বৃষ্টি হয়েছে।
গাছের পাতা এখনও সিক্ত।
দু একটা পানির ফোঁটা ঝড়ছে।
আকাশ এখন পরিষ্কার। দৌড়ে
বাসায় ঢুকলো সায়েম। তার
শার্ট টা একটু একটু ভেজা।
বাসায় ঢুকেই চুপিচুপি এদিক
ওদিক তাকালো। এগিয়ে গিয়ে
দেখে বারান্দায় দাঁড়িয়ে
আছে জারা।
টবে থাকা ঘাস ফুলের সাথে
কি যেন বন্ধুত্বের গল্প করছে।
হাত বুলিয়ে দিচ্ছে ছোট ছোট
ফুল গুলোতে।
মাঝে মাঝে বারান্দা থেকে
হাত বাড়িয়ে দিচ্ছে বাইরে।
হয়তো বৃষ্টিবিন্দুর কোমল
স্পর্শের আশায়।
কিন্তু তা পূরণ হচ্ছে না।
পরক্ষণেই হাত গুটিয়ে নিচ্ছে।
নিজের চুলে হালকা হাত
বুলিয়ে দিচ্ছে।
বারান্দার এক কোণে খরগোশ
দুইটা খেলা করছে।
কিছুক্ষণ জারার দিকে এক
পলকে তাকিয়ে আছে সায়েম ।
এবার গুটি গুটি পায়ে গিয়ে
জারা কে পিছন থেকে জড়িয়ে
ধরলো। জারা চমকে উঠে
পিছনে তাকিয়ে দেখলো
সায়েম ।
সেও সায়েমের হাত দুটো শক্ত
করে তার পেটের দিক দিয়ে
জড়িয়ে ধরলো।
=কি করছিলা এখানে
দাঁড়িয়ে?
_অপেক্ষার প্রহর গুনছিলাম।
=কতো পর্যন্ত গুনলে?
_কাছে আসা পর্যন্ত।
=আকাশ টা পরিষ্কার তবুও সূর্য
টা মলিন লাগছে।
_কেনো?
= তোমার ঠোঁটের কোনায়
লুকিয়ে থাকা মিষ্টি হাসির
উজ্জ্বলতা ছেয়ে আছে আমার
আকাশে।
_তাই? বউ এর সাথে ফ্লাট
করতেছো?
=না তো। খুব ভালোবাসতে
ইচ্ছা হচ্ছে।
_মানে কি? অন্য সময়
ভালোবাসতে ইচ্ছা হয় না?
=এতো প্রশ্ন কর কেনো?
_তুমি উত্তর দিবে, তাই।
জারার নাক টেনে ধরলো
সায়েম । জারা আউচ.. বলে একটু
চিৎকার দিয়ে সায়েমের হাতে
আস্তে মারলো।
(এতক্ষণে জারা টের পেলো
সায়েমের শার্ট টা ভেজা।)
_এই? শার্ট ভেজা কেনো? যাও
চেঞ্জ হউ।
=কিছুক্ষণ থাকো না, ভালো
লাগছে।
জারা জোর করতে চাইলো,
কিন্তু পারলো না।
বর্ষার আকাশ। আবারো মেঘ
জমতে শুরু করেছে।
দুজনে দাঁড়িয়ে কালো মেঘের
উরে চলা দেখছে।
আবারো বৃষ্টি।
টুপ টাপ শব্দে বৃষ্টি নামা শুরু
করেছে।
সায়েম জারার হাত ধরে টেনে
নিয়ে গেলো বাইরে।
দুজনে দু হাত খুলে আকাশের
পানে চেয়ে অন্য রকম মানুষিক
তৃপ্তির সাথে ভিজছে।
দুজন মানুষ।
দুটো মন।
খোলা আকাশের নিচে।
ভালোবাসার শৃঙ্খলে বন্দি।
আসলে বন্দি না, মুক্ত। সমগ্র
আকাশে তাদের বিচরণ।
এক জনের আকাশে অন্য জনের
অধিগ্রহণ।
দুজন মানুষ পরনির্ভরশীল। একে
অন্যের প্রতি।
এখনও বৃষ্টিবিন্দু ঝড়ে পড়ছে।
টুপ টাপ, টুপ টাপ....


# aoladhossainjoy

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.