নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

আমি একা!

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৪৬

আকাশ টা কালো মেঘে ছেয়ে
গেছে। মাঝে মধ্যে দুই একবার
বজ্রপাত ও হচ্ছে।
সে দিকে খেয়াল নেই আমার।
নিশ্চুপ হেঁটে চলছি।
শরীরে থাকা সাদা শার্ট টায়
ময়লা লেগে দাগ হয়ে গেছে।
মাথার চুল গুলো এলোমেলো।
জুতায় হালকা কাদা লেগে
আছে।
জীবন টা কেনো জানিনা
উলটা পালটা লাগছে।
চারিদিকে অন্ধকারে ছেয়ে
গেলো। আমি দাঁড়িয়ে পরলাম।
দূর আকাশে একটা আলোর
ফোঁয়ারা দেখা যাচ্ছে।
আসতে আসতে সেটা বড় হতে
লাগলো। আসলে আমার দিকে
আসছে।
অদ্ভুত সেই আলো।
আমার চারিদিকে ঘিরে
নিলো।
চোখ খুলে তাকাতেই চোখে
লাগছে সে আলো। বুঝতে
পারলাম আমার পিছনে কেউ
দাঁড়িয়ে আছে।
ফিরে তাকাতেই থমকে
গেলাম। শরীর শীতল হয়ে
আসলো। চোখের পলক থেমে
গেলো।
হাত বাড়িয়ে স্পর্শ করতে খুব
ইচ্ছা হচ্ছিলো।
পারছিনা।
কেনো জানিনা তার মন খুব
খারাপ।
মুখে মুক্ত ঝরানো হাসি টা
নেই। চোখের পলকে সেই
চাহনি টা নেই।
মাথা নিচু করে আছে।
আমি ভাবছি। ভেবে
পাচ্ছিনা। মনে হয় পৃথিবী টা
ঘুড়ছে।
আলো টা কমতে লাগলো।
পাশে থাকা পরী টাও উড়ে
যাচ্ছে।
খুব ইচ্ছা হচ্ছে জোর করে
আটকাতে।
তার হাত দুটো শক্ত করে ধরতে।
পারছিনা।
সে যে আমার নাগালের
বাইরে। আমারস্বপ্নে দেখা
শুভ্রপরী
। আমার পাশে কেন থাকছো
না তুমি।
তুমি শুধু আমার গল্পের পরী নও,
তুমি আমার জীবনের পরী।
সুখের আশ্রয়। কল্পনার কেন্দ্র।
ভালোবাসার মূলমন্ত্র।
আলো টা সম্পূর্ণ উধাও হয়ে
গেলো। আমি এখনও ওখানেই
হাঁটু গেরে বসে আছি।
বৃষ্টি বিন্দু ঝরতে লাগেলো।
ভিজতে শুরু করলাম আমি।
একা।
সম্পূর্ণ একা।



www.facebook.com/aoladhossainjoy

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৫৯

কলমের কালি শেষ বলেছেন: একাকী অনুভূতির কবিতা ভাল লাগলো ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

আওলাদ হোসেন জয় বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.