নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

আমি_ বলছিনা_আমার_একটা_ সুন্দরী_বউ_লাগবে_আমি_শুধু _চাই_আমার_ক্লান্ত_ বিকেকে_সে_যেনো_আমার_ মনের_কথা_বুঝতে_পারে_!

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

#thinking_about_জীবনসঙ্গিনী__আমি_বলছিনা_আমার_একটা_সুন্দরী_বউ_লাগবে_আমি_শুধু_চাই_আমার_ক্লান্ত_বিকেকে_সে_যেনো_আমার_মনের_কথা_বুঝতে_পারে_!
.
.
.
বিকেল ৩:৪০।
তাড়াতাড়ি করে অফিসের কাজ শেষ করে বাসার দিকে রৌওনা দিলো জয়।
একটু ভিন্ন ধরনের খুশি খুশি লাগছে তাকে।
বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলো তার মিষ্টি বউ টা। তবে এখন তাকে অনেক সেরিয়াস টাইপের দেখাচ্ছিলো।
.
_কি করো, সুইটহার্ট? (দরজা দিয়ে ঢুকতে ঢুকতে)
.
=এইতো কাজ করি। আজ তাড়াতাড়ি আসলা যে?
.
_তুমি খুশি হওনি? আচ্ছা আবার অফিসে যাচ্ছি।
.
=আরে বাবা, আমিতো এমনিতে জিজ্ঞেস করলাম। (জয়ের হাত জড়িয়ে ধরতে ধরতে)
.
(জয় ওর কপালে একটা চুমু দিলো)
.
তুমি ফ্রেস হয়ে এসে বসো, আমি তোমার জন্য সরবত করে নিয়ে আসি।
.
_নাহ্।
.
=না মানে?
.
_তুমি বসো। (বলতে বলতে জয় তার মিষ্টি বউকে হাত ধরে সোফায় বসিয়ে দিলো।) আর নিজে মেঝেতে বসলো।
.
=সরো, আমার অনেক কাজ পরে আছে।
.
কাঁধ থেকে সাইড ব্যাগ টা নামিয়ে পাশে রাখলো জয়।
(এসব দেখে ওর বউয়ের মুখে হালকা হাসির আভা প্রস্ফুটিত হচ্ছে কিন্তু বুঝতে পারছেনা জয় আসলে কি করবে।)
.
জয় এবার পকেট থেকে কি যেনো বের করতেছে।
সেটা দেখেই তার বউ চিনতে পেরেছে।
=আরে, এটা তো আমার চুলের রাবার। কাল ছিড়ে গেছিলো, ড্রেসিং টেবিলের উপর রাখা ছিলো। তুমি এ টা নিছো কেন?
দেও। আমায় দেও এটা।
(বলতে বলতে জয়ের হাত থেকে নিয়ে নিলো সে।)
নিয়েই অবাক। একি? রাবার এর সাথে এটা রিং কিসের! একটু ভালো করে লক্ষ করে দেখলো সে। দেখেই চিনে ফেললো।
চোখ তুলে তাকালো জয়ের দিকে।
জয় ও তার সুইটহার্ট এর দিকে তাকিয়ে আছে।
দুজনে নির্বাক।
শ্বাস-প্রশ্বাস চলছে শুধু।
নিস্তব্ধ পরিবেশ।
দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে।
.
জয় আসতে করে বলে উঠলো "আই লাভ ইউ।"
.
এবার সেও মেঝেতে নেমে গেলো জয়কে শক্ত করে জড়িয়ে ধরে বললো "অনেক ভালোবাসো আমায়?
.
_হুম।
.
=কেন এতো ভালোবাসো?
.
_জানিনা।
.
=আমিও তোমায় অনেক ভালোবাসি।
.
_আমি জানি।
.
=আচ্ছা, তুই এই রিং টা নিয়ে আসলে কেনো?
.
_আমি সেদিন দেখেছিলাম তুমি অনলাইন এটা দেখছিলে। তোমার ফেস দেখেই বুঝেছিলাম তোমার এটা অনেক লাইক হয়েছে। তাই নিয়ে আসলাম।
.
=তার মানে তুমি সেদিন ল্যাপটপে অফিসের কাজ বাদ দিয়ে আমার দিকে খেয়াল করছিলে?
.
_আমি তো তোমার দিকে সব সময়ই খেয়াল রাখি, সুইটহার্ট।
.
=আই লাভ ইউ।
.
_তো তুমি আমায় বলোনি কেনো?
.
=অনেক এক্সপেনসিভ এটা, তাই।
.
_আমার কাছে তোমার থেকে বেশি এক্সপেনসিভ আর কিছু না।
(তার বউ নিশ্চুপ)
.
_এভাবে জড়িয়েই ধরে থাকবে? তোমার না অনেক কাজ পরে আছে।
.
=করবোনা কাজ।
.
_কেনো?
.
=কারন আমি অলরেডি বুঝে গেছি, আজকে আমরা এখন বাইরে ঘুরতে যাবো এবং বাইরেই খেয়ে আসবো।
.
_আমার "বুঝ-বালিকা" বউ। তাহলে আর দেরি কেনো? যাও রেডি হউ।
.
=হুম, রিং টা পরিয়ে দেবে না?
.
_ওহ্, হ্যাঁ।
.
জয় তার বউয়ের বাড়িয়ে দেওয়া হাতে রিং টা পরিয়ে দিতে দিতে "will u marry me? "
(বিয়ের ৩য় বছরে এমন প্রস্তাব দিয়ে এবং পেয়ে দুজনেই একটা চেনা আনন্দে ভেসে যাচ্ছে।
এমন মিষ্টি মিষ্টি কিন্তু বোকামির কথা জয় প্রায়ই বলে।)
.
=আচ্ছা কোন ড্রেস টা পরে বাইরে যাই বলোতো।
.
_তোমার এতোগুলো ড্রেস থাকা স্বত্তেও আমায় এই প্রশ্ন করতেছো। এর তো একটাই উত্তর আমার কাছে।
.
=কি?
.
_ঐ নীল ড্রেস টা পরো।
যেটা পরা অবস্থায় আমি প্রথম তোমায় দেখেছিলাম।
.
=কিন্তু ওটা তো পুরোনো হয়ে গেছে।
.
_আমিতো প্রতিনিয়ত তোমার মাঝে নতুনত্ব খুঁজে পাই।
.
=আচ্ছা পরতেছি। অই ড্রেস টা ছোট হয়ে গেছে।
.
_জ্বী না। তুমি একটু মোটা হয়ে গেছো।
.
=কিহ্, আমি মোটা? আমাকে আর ভালো লাগেনা তাইনা?
.
_আমি তো তা বলিনি।
.
=কি বলছো আর কি বলনি তাতো বুঝি আমি।
.
_ওকে বুঝ-বালিকা বউ, এবার তাড়াতাড়ি রেডি হউ।
.
এই বলে জয় রিমোট টা নিয়ে টিভি অন করে আর তার বউ রেডি হতে যায়।
টিভি অন হতে না হতেই পর্দায় ভেসে উঠে "এখন ৩ থেকে ৪ কেজি ওজন কমান মাত্র ৭ দিনে"....
জয় পিছনে ফিরে দেখলো সে আছে নাকি। তার পর একটু হেসে চ্যানেল টা চেঞ্জ করে দিলো।
.
.
.
.
#aoladhossainjoy

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.