নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

একটি আফসোসের গল্প

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

কয়েক দিন থেকে ইনবক্সে এক দোস্ত আমার খুব আবদার করতেছে।
বলে কি, "দোস্ত একটা মেয়ে সাজেশট করে দে না। প্রেম করবো।"
ওরে আর কেমনে বুঝাই যে ও এমন এক মৃদু পানির তালাশ করতেছে যার অভাবে আজ, মরুভূমি আমি।
যাই হোক দোস্ত মানুষ, কিছু একটা তো বুঝ দিতেই হয়। তাই ওকে একটা বিদেশি গল্প বাংলায় অনুবাদ করে শোনাচ্ছিলাম। গল্পটা অনেকটাই এরকম......
_ছেলে : আমাকে বিয়ে করবে?
=মেয়ে : তোমার বাড়ি আছে?
_না তবে..
=তোমার কি বিএমডব্লিউ গাড়ি আছে?
_না নাই।তবে...
=বেতন কত পাও?
_বেতন নাই।তবে....
=কি তবে তবে করতেছো? তোমার তো দেখি কিছুই নাই। তাহলে তোমাকে বিয়ে করবো কোন দু:খে। যত্তসব ফালতু ছেলে।
এই বলে মেয়ে চলে যায়।
.
ভাঙ্গা হৃদয় নিয়ে ছেলে নিজে নিজেই বলতেছে,
"আমার একটা প্রাসাদ আছে তিনটা প্লট আছে। তিনটা ফেরারি, দুইটা পোরশে আর একটা ল্যাম্বারগিনি গাড়ি থাকতে কোন দুঃখে আমি সস্তা বিএমডব্লিউ কিনবো?
আর আমি বেতন পাবো কেমনে? নিজের কোম্পানি থেকেই তো শত শত কর্মীকে বেতন দেই। বোকা, লোভী মেয়ে!"
.
.
.
গল্প শেষে ওকে জিজ্ঞেস করলাম, "দোস্ত গল্প থেকে কি শিখলি?"
ও উত্তর দিলো, "মেয়ে টা হতভাগিনি। এতো কিছু মিস করে ফেলিলো।"
.
আমি বললাম, "না দোস্ত। ঐ ছেলের এতো কিছু থাকতেও ওর একটা গার্লফ্রেন্ড নাই। আর তুই ফইন্নি আমার কাছে আসছিস গার্লফ্রেন্ড এর জন্য? যা ভাগ।"
.
.
.
দোস্ত আমার একটু চুপ থাকলো।
তারপর আবার কয়, একটা গার্লফ্রেন্ড দে না.........

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ভালো, একটু খেজুরে টাইপের

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আওলাদ হোসেন জয় বলেছেন: হাহাহা। হুম।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ণতথজধ বলেছেন: শাকিব খান আর নেই view this link

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আওলাদ হোসেন জয় বলেছেন: বুঝলাম না ভাই।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ণতথজধ বলেছেন: Shakib khan

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আওলাদ হোসেন জয় বলেছেন: !

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

তারেক_মাহমুদ বলেছেন: গল্পটা খুব মজার

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

আওলাদ হোসেন জয় বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতীয় দুঃখ মনে হচ্ছে, বহু যুবক এ দুঃখে দুঃখিত।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

আওলাদ হোসেন জয় বলেছেন: সাধু ভাই, দুঃখ টা তাহলে বুঝতে পেরেছে।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চানাচুর বলেছেন: হা হা হা

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

আওলাদ হোসেন জয় বলেছেন: চানাচুর , আপনি মজা পেয়ে হেসেছেন আমার লেখনি সার্থকতা পেয়েছে।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নূর-ই-হাফসা বলেছেন: এই টাইপের কথা শুনলেই বিরক্ত লাগে । সম্পর্ক করার জন্য মেয়ে খুঁজে দিলে অন্য কেউ সেটাতে কি আধো ভালোবাসা তৈরি হয় ।
ভালোবাসা তো হঠাৎ ঝড়ো হাওয়ার মতো কখন আসবে কারো প্রতি বলা যায় না । অন্য কেউ সেই টা আনার ক্ষমতা রাখে না ।
গল্পটা মজার ছিল । ভালো লাগল ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

আওলাদ হোসেন জয় বলেছেন:
নূর-ই-হাফসা আপু, আপনার কথাই যুক্তিসংগত। এটা শুধুই একটা গল্প।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবসোস না আফসোস?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

আওলাদ হোসেন জয় বলেছেন:
অনিকেত বৈরাগী তূর্য্য দাদা, আফসোস!

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

মানিজার বলেছেন: মুজা পাইসি । তয় একদা গালফ্রেন্ড সামলাইতে হিমসিম খাইতাম । সেই ডেইঞ্জারাস দিনগুলার কথা মনে পৈড়ে গেল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২১

আওলাদ হোসেন জয় বলেছেন: প্রেমের দিন গুলা যদি ডেঞ্জারাস হয়, তবে বিবাহিত জীবন কেমন মানিজার ভাই????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.