নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

নূপুরধ্বনি ঝুন ঝুন!

২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

শীতের তীব্রতা মোটামুটি সহনীয় পর্যায়ে ছিলো। এখন তো সকালই হয় ১০ টার পর বিশেষ করে আমার মতো অলস মানুষের জন্য।
.
ঘুম থেকে উঠে দৈনিক পত্রিকায় এক নজর দিলাম (খেলা & বিনোদন)!
ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই। অগত্যা চার্জে লাগিয়েই ফেসবুকে ঢুকলাম।
.
.
শীতকালীন ছোট্ট অবসরে বাসায় আসছি। সেটাও অনেক দিন পর আসা।
দিন গুলো খুবই ভাবুক টাইপ কাটতেছে। সকালের খাওয়ার ঠিক নাই কারন ঘুমাইলে আমার ক্ষুদা লাগেনা।
দুপুরের খাবার শেষে বেরিয়ে পরেছিলাম।
ঠিক অজানায় নয়, একটা গন্তব্য ছিলো।
.
হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম।
চেনা রাস্তা।
পরিচিত পরিবেশ।
কেমন যেন নিঃশ্বাসের বাতাস টাও ফুসফুসে গিয়ে জানান দিচ্ছে, "আরে তুমি? অনেক দিন পর।"
.
শুধু কিছু অবকাঠামোগত দিক থেকে একটু পরিবর্তনের ছোঁয়া লেগেছে রাস্তার সাইডের কিছু বাড়িতে।
.
.
গন্তব্য টা গন্তব্যই রয়ে গেলো, চোখে পরে গেলো এক চিরচেনা স্বপ্নিল হাস্যোজ্জ্বল মুখ।
দৃষ্টির প্রতিটা অনুরণনে এক জানাশোনা পরিচিত আহ্বান।
দেখতেই আমার ঠোঁটের কোণে অজানতেই হাসি চলে আসলো। কাছাকাছি এসে আমাকে বললো,
= লাইফে হাসি দেওয়া ছাড়া আর কিছু শেখনি??
.
-শিখেছিতো। অনেক কিছু শিখেছি। বাট, তুমি সামনে থাকলে মনে হয় এক্সাম হলে আছি। সব ভুলে যাই।
.
=হাহাহা (সে হাসতেছে)
.
আমি তাকিয়ে আছি।
চোখের পলক পরছে না।
এই হাসিটার পিছনে লুকিয়ে থাকা ভাবার্থ টা খুঁজতে খুব ইচ্ছা করে।
.
-আগের মতই সুন্দর করে হাসো তুমি। একটুও চেঞ্জ হওনি।
.
=চেঞ্জ তো তুমিও হওনি, শুধু কথার মধ্যে গাম্ভীর্যতা বেড়েছে।
.
-দিন টা সার্থক মনে হচ্ছে তোমায় এভাবে দেখতে পেয়ে।
.
=আমিও আশা করিনি তোমায় এভাবে চোখের সামনে পাবো।
.
-কাউকে চোখের সামনে আশা না করাই উচিত, কারন চোখ বুজলেই ফুরুত।
.
=তাহলে আপনি কিভাবে আশা করেন শুনি?
.
-আমিতো হৃদয়ের আশেপাশে আশা করি। অনুভূতির অক্ষজুড়ে তোমায় প্রতিটাক্ষণ অনূভব করি।
.
=তাই? তো হৃদয়ের আশেপাশে কতোদিন থাকবেন মশাই?
.
-আমি ছিলাম, আছি, থাকবো। এই অন্তরের বিশালতায় শুধু তোমাকেই খুঁজে নেবো।
.
=নিজের হৃদয়ের কথা দেখি ভালই বুঝতে শিখেছেন।
.
- হুম। আরও কিছু শিখতে হবে নাকি?
.
=হাহ, কখনোতো এই হৃদয়ের কথা গুলোও বোঝার ট্রাই করুন। (বলতে বলতে সে চলে যাচ্ছে)
.
আমি তাকিয়ে আছি তার দিকে।
এক পলকে।
কালোচুলের খোঁপায় সাদা হেয়ারব্যান্ড।
তাকিয়ে আছি সেটার দিকে।
চোখের সামনে তার হাস্যোজ্জ্বল চেহারা টা বার বার মনে পরছে।
.
.
একবার চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি।
দুজন উঠতি বয়সী ছেলে-মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে সবার চোখেই পরে।
কিন্তু কেউ নেই আশেপাশে।
.
আমি তখনো সেখানেই দাঁড়িয়ে। শীতের মৌসুম।
দুপুরের রোদটা মজাই লাগছে।
এখনো দেখা যাচ্ছে তাকে।
খুব ধীরে হাটে ও।
কানে হঠাৎ নুপুরের শব্দ আসলো।
খেয়াল করে দেখি ওর পায়ে নুপুর ছিলো। আগে লক্ষ করিনি।
.
চোখ সরিয়ে নিলাম। দূরে একটা কাক কা কা করতেছে।
আমিও হাটতে শুরু করলাম আবার গন্তব্যের দিকে।
নুপুরের শব্দ এখনো কানে বাজতেছে।
ঝুন ঝুন, ঝুন ঝুন..........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: অনেকদিন নুপুরের শব্দ শুনি না।
আচ্ছা, ইউটেব এ কি নুপুরের শব্দ পাওয়া যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.