নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

একজন পরিচিতা চোর!

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

_ এই মেয়ে শোন।

= আসসালামু আলাইকুম, ভাইয়্যা।

_ তুমি ফার্স্ট ইয়ারে, না?

= জ্বী, ভাইয়্যা।

_ প্রায়ই দেখি একা একা বসে থাকো, তোমার কোন বন্ধু নাই?

= আছেতো ভাইয়্যা। কিন্তু কেনো জানিনা আপনার নজর আমার একাকিত্বেই পড়ে।(এক পাশে আড় চোখে তাকিয়ে বললো মেয়ে টা)

_ তোমার চোখ কি ট্যাড়া? এমনে তাকিয়ে কথা বলো কেনো?

= কই, নাতো ভাইয়্যা।(এবার আকাশের দিকে তাকিয়ে)

_ আকাশে কি দেখো? গাঙচিল উড়ে?
= না, ভাইয়্যা।

_ বড়দের সাথে কেমনে কথা বলতে হয় জানোনা? ভদ্রতা শেখনি? সামনে দেখে কথা বলো।

= আপনার চোখের দিকে তাকাতে ভয় করে, ভাইয়্যা।( চোখ টিপে টিপে আমার দিকে তাকিয়ে বলতেছে)

_ কেনো? আমি কি অতিমানবিক কেউ?

= না, ভাইয়্যা।

_ তাহলে?

= ভয় হয়, যদি প্রেমে পড়ে যাই!

_ আমি কয়েক পলকের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। মেয়েটা কে দাঁড় করালাম একটু rag দিতে। এখন তো দেখি নিজেই ফাঁন্দে পড়লাম মনে হয়।
যাই হোক, নিজের আবেগ নিয়ন্ত্রণ করে আবার কথা শুরু করলাম...
প্রেমে পড়তে হবেনা, ঠিকঠাক ভাবে বই পড়ো। আর হ্যাঁ, একা একা বসবা না আর। ভালো দেখায় না। যাও।

= এতোই যখন খারাপ দেখায় তখন নিজে পাশে বসলেই তো পারে, আইছে জ্ঞান দিতে।(বিড়বিড় করে বলতেছিলো সে)

_ এই শোন।

= হ্যাঁ, ভাইয়্যা। বলেন।

_ তোমার কি NSI, CID, Crime Branch বা এই টাইপ কোন গোয়েন্দা সংস্থায় কাজ করার ইচ্ছা আছে??

= নাতো ভাইয়্যা। কেনো?

_ তাহলে ফেসবুকে অন্যের প্রোফাইল চুপি চুপি দেখতে যাও কেনো?

= আপনি কিভাবে বুঝলেন? ( সে একটু আশ্চর্য হয়ে, বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো)

_ ঘরে চোর ঢুকলে তো মালিক বুঝতেই পারবে।

= কেমনে বুঝবে? চোরেরা তো আর নিজের পরিচয়পত্র রেখে যায়না....(বলতে বলতে পিছন ফিরে যেতে লাগলো সে)

কয়েক ধাপ পরে পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে বললো, "এই চোর কিন্তু ইচ্ছা করেই মালিক কে জানান দিছিলো। তাইতো মালিক বুঝতে পেরেছে"


_ আমি আবার থ হয়ে দাঁড়িয়ে রইলাম নিজ অবস্থানে। সে হাঁটতে হাঁটতে চোখের আড়াল হয়ে গেলো।
কিছুই বুঝলাম না।
চোর কেনো চাইবে মালক কে চোরের পরিচয় দিতে??


এই প্রশ্নের চাপে মাথার বাম পাশের নিউরন গুলো উত্তেজিত হতে শুরু করে দিলো। এমন সময় এক বন্ধুর ডাক, "ঐখানে দাঁড়িয়ে কি করিস? চল, ল্যাবে যে স্কাওয়ারিং করলাম সেই স্যাম্পল গুলো চেক করে আসি।"
আমার মস্তিষ্ক জুড়ে শুধুই একটা ভাবনা।
চোর, মালিক, একাকিত্ব.....
এতো সবের মাঝেও তার মুচকি হাসি মাখা চেহারাটা আমার চোখের সামনে প্রজেক্টরের পর্দার মতো বিশাল আকৃতি নিয়ে ভাসতেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা লিখেছেন, কিছু একটা হয়েছে; আপনি নিজে খুশী তো?

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মিঃ সালাউদদীন বলেছেন: মাঝে মধ্যে এমন হয়, ইচ্ছা থাকলেও ভালো লেখা যায় না ।

২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৬

আওলাদ হোসেন জয় বলেছেন: আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। সালাউদ্দীন সাহেব।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: চোরের মালিক কে হয়তো পছন্দ হয়েছে । গল্পটা বেশ লাগলো । মজার ছিল ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের পছন্দ হলেও চির অপছন্দের কিছুই পছন্দ হবে না।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

তারেক ফাহিম বলেছেন: মজার পোষ্ট

৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: কিছু একটা লিখেছেন, কিছু একটা হয়েছে; আপনি নিজে খুশী তো


নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমাদের পছন্দ হলেও চির অপছন্দের কিছুই পছন্দ হবে না।


--গাজীদা আর নূরু ভাই লাল সালাম নিবেন। মুড ভালো হয়ে গেল আপনাদের দুটো বাক্য পড়ে। =p~

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: চোর আর গৃহস্থ, দুজনের মনোভাবই কৃষ্টাল ক্লিয়ার :-P

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর খুনসুটি ভালোবাসা ভালোলাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.