নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/aoladhossainjoy

আওলাদ হোসেন জয়

আমাকে বুঝতে চেষ্টা করিও না, এটা তোমার সামর্থ্যের বাইরে। তুমি হয়তো চেনো আমি কে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবেনা কি।

আওলাদ হোসেন জয় › বিস্তারিত পোস্টঃ

অভিযোগহীন অপরাধ

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কয়েকদিন ধরে তোমার জিদ বেড়েই যাচ্ছে। এমন কেন করতেছো? একটু সময় দেও আমায়। (কথা গুলো বলতে বলতে ফোনের ওপাশেই ফুঁপিয়ে কাঁদছে তুষ্টি)
শুনে একটু মায়া হলো।
কিন্তু কেনই বা তার এতো অসম্মতি! আবারো জেকে বসলাম।
_শোন তুষ্টি, আমি কিছু শুনতে চাইনা। কালকে আমাদের মিট হচ্ছে এটাই ফাইনাল।
.
=আচ্ছা। (কিছুক্ষণ নিরব থেকে)
.
ফোন টা রাখলাম।
চেয়ারেই বসে আছি।
মেয়েটা ভালই আছে।
ফিরোজ দোস্ত আমার ভালোই মেয়ে খুঁজে পাইছিলো।
তাতে আর কি এখন তো সে শুধুই আমার। আর কালকের পর থেকে তো সব ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে।
.
.
পরদিন বিকেল।
আমি রুমটা যতোটুকু পারছি গুছিয়ে নিছি। এমনিতে তো গোয়াল ঘর হয়ে থাকে।
.
সে আসলো।
নরমাল হায়, হ্যালো করে বসতে বললাম তাকে। আমার এই ভদ্রতা চরম শেখরে উঠেছে আজ।
.
পাশাপাশি বসে দুজনে।
তাকে একটু বিস্মিত লাগছে।
আমিও একটু ভীতি প্রদর্শন করতেছি।
আরও কাছে বসলাম ওর।
বক্সে হালকা সাউন্ডে আতিফ আসলামের গান বাজতেছে।
তুষ্টির একটা হাত আমার হাতে নিয়ে ওর চোখে চোখ রেখে নিজের মধ্যে থাকা এক স্বাভাবিক গোপনীয় আকাঙ্খাকে তার সামনে প্রদর্শন করতেছি।
বিকেলের প্রায় শেষ ভাগ।
পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যরশ্মি এখন তির্যক ভাবে আলো ছড়াচ্ছে আর সেই আলো জানালার কাচ ভেদ করে ওর গালে এসে পরছে।
.
একটা শান্ত বিকেল,
মানবশূন্য অবস্থান,
চিরায়ীত আকাঙ্ক্ষা,
একজোড়া যুবক-যুবতীর অন্তরঙ্গতা!
খুব সহজেই একটা পরিচিত গোপনীয়তা কে উপস্থাপন করে। যাতে প্রদর্শিত হয় কারো বাধ্যবাধকতা, অসহায়ত্ব আর কারো স্বৈরাচারীতা, বিলাসিতা।
.
(কয়েক ঘন্টা পর)
যাই হোক।
আজকের বিকেল টা খারাপ ছিলো না, আই ওয়াজ ইনজয়েড।
এসব ভাবতেছি আর টিভি দেখি।। তখনি আমার সেই বন্ধুর ফোন কল।
বন্ধুঃ কিরে? আমার দান করা খাবার খাইলি অথচ কোন খবরই জানালি না।
.
আমিঃ ভাবছিলাম একটু পরে কল দেবো তোরে। তার আগে তুই দিলি।
.
->তো, কেমন ছিলো সে?
.
_জোস! তোর পছন্দ আছে বন্ধু।
.
->তাই? মুভি কবে দেখবো? পার্টি কবে দিচ্ছিস?
.
_খুব শিগ্রই।
.
->তুই আসলেই একটা জিনিস দোস্ত। কেমনে পারিস! কেমনে দোস্ত!
.
_লাক! বুঝলি? সব লাক! আচ্ছা, মেয়ে টা তো সুন্দর ছিলো। তুই আমার পিক দিয়ে চ্যাট করলি কেন? তুই চাইলে নিজেই সিস্টেম করতে পারতি।
.
->ধুর, যে মেয়ে এতো সহজে এসব করে সে তো পঁচে যাওয়া মেয়ে।
.
_না রে। মেয়ে টা যথেষ্ট ভালো। এটা তার ফার্স্ট টাইম।
.
->হাহাহাহাহাহা....
.
_হাসিস কেন?
.
->তো তুই বলতি যে এটা তোর ১৯তম।
.
_হাহাহাহাহা.....
.
->হাহাহাহাহাহাহা......
.
দুইজন পুরুষের পৈচাসিক অট্টহাসি তে একটা মেয়ের নিরব মানহানি।
অসতর্কতা ও উষ্কানীতে নিজস্বতার বলিদান।

.
.
.
Off Topic: কাহিনী তে একটা পঁচে যাওয়া মেয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, সে পঁচে যাওয়া। কিন্তু তার এই পঁচনের পিছনে কিন্তু ব্যাক্টেরিয়া হিসেবে একটা ছেলেই ভূমিকা রেখেছে। কিন্তু দিনশেষে তো তাকেই সকল অপমান আর লাঞ্চনা সইতে হবে। এতে কি শুধুই মেয়েটার অপরাধ!
.
.
ব্যক্তিগত মতামতঃ "দুনিয়াতে লাখো-কোটি অসতী মেয়ে থাকতে পারে, কিন্তু একজনও অপবিত্র মা নেই।"
তাই সম্মান রক্ষা করুন।
নিজের।
অপরের।
সবার!তো, কেমন ছিলো সে?
.
_জোস! তোর পছন্দ আছে বন্ধু।
.
-

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:


ঠিক বলেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে আইনগুলো পুরুষ বানায় বলে মেয়েদের সব সময় অপবাদ দেই। পারলে এক নিমিষে বেশ্যা বানিয়ে দেই। অথচ নিজের বোন/মেয়েকে নিয়ে কেউ কিছু বল্লে তার গলা চেপে ধরি। এ জাতি কবে মেয়েদর তেতুল না ভেবে মানুষ ভাবতে শিখবে জানা নেই।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯

আওলাদ হোসেন জয় বলেছেন: সেই দিনেরই অপেক্ষা!

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মৌরি হক দোলা বলেছেন: দুনিয়াতে লাখো-কোটি অসতী মেয়ে থাকতে পারে, কিন্তু একজনও অপবিত্র মা নেই।

সুন্দর ভাবনাকে ধারণ করে একটি বাস্তব বিষয়কে গল্পে তুলে এনেছেন, যেটা সমাজে ‘আপনি, আমি ও তারা’ কেউই মানতে পারি না।

ভালোলাগা রইল......

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

আওলাদ হোসেন জয় বলেছেন: পাঠকের এমন মন্তব্য লেখনীর গতি বাড়িয়ে দেয়। ধন্যবাদ, মৌরি হক!

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খারাপ ১ বার হোক বা ১৯ বার হোক খারাপই। ছেলে বা মেয়ে সবারই সমান অপরাধ। কে কারে ফুঁসলাইছে, কে কার জালে ধরা পড়ছে এসব মূল্যহীন...

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

আওলাদ হোসেন জয় বলেছেন: যুক্তিসংগত কথা!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

আওলাদ হোসেন জয় বলেছেন: ধন্যবাদ, রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.