নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

ফুলের খেলায় ভুলের শতদল

২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

হয়তো আমার নিরব প্রয়াণ অনতিদূর কালে
নির্ধারিত, সামনে কোন হেমন্ত সকালে;
সকল স্মৃতিই মুছে যাবে, থাকবে কেবল-
আমার মনে তোমার গড়া প্রেম শতদল;
যে প্রেম তুমি ফুটিয়ে ছিলে ফুলের খেলায়
আবার যাকে ঝরিয়ে দিলে অবহেলায়।

থাকবেনা আর দাবি দাওয়ার কথা মালা
সাঙ্গ হবে জীবন নামের যাত্রাপালা।

হয়তো তুমি আমার কথা কদিন পরে-
রেখে দিবে তোমার মনের ভুলের ঘরে,
হয়তো তখন অন্য কোন মনের মাঝে
খেল পাতাবে ফুল ফুটানোর মালির সাজে।

তবো আমার একটি দাবি তোমার বেলায়
আর নেমোনা ফুল ফুটানোর এমন খেলায়,
হঠাত কিন্তু তোমার মনে ভুলের মাশুল
দিতেই ফুটবে মিছে আাশার একখানা ফুল!!
বিষন্নতার ধূসর রাঙ্গা সে ফুল বলয়
আমার মতই ভাংতে রবে তোমার হৃদয়।














মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

২| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


"হয়তো আমার নিরব প্রয়াণ অনতিদূর কালে
নির্ধারিত, সামনে কোন হেমন্ত সকালে;
সকল স্মৃতিই মুছে যাবে, থাকবে কেবল-
আমার মনে তোমার গড়া প্রেম শতদল; "

-প্রয়ানের পরও মনে "প্রেমের শতদল" রয়ে যাবে? এটার সিকরেট প্রকাশ করুন, আমরা একটু উপকৃত হই।

৩| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৪| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

প্রথম বাংলা বলেছেন: অনেক বেশি ইচ্ছে আমার তোমায় ভুলার
ভাবছি ‘ভালো’ আর না যেনো তোমায় বাসি
ভুলের ঝরনার ছিলে বন্ধু ভাবনাতে মোর-
তুমি সত্য রূপে পাগল নদী সর্বনাশী।

বল্লে তুমি, আমি নাকি তোমার মনে
ব্যর্থ ছিলাম ফুল ফুটানোর মোহন ক্ষণে

ফুল ফুটানোর খেলায় তুমি ভীষণ পটু
চাইনি আমি, তবুও তুমি ফুল ফুটালে
যখন আমার ইচ্ছে হলো বাসতে ভালো
কুল ভেঙ্গে ফুল তুমিই আবার ভাসিয়ে দিলে।



এখন আমার বিষন্নতার সাগর জলে
বসত হলো, স্থবিরতার অতল তলে-
তাইতো এখন তলিয়ে যাবার ভাবনা আমার
করছি যে তাই ইচ্ছে অনেক তোময় ভুলার।

৫| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫

প্রথম বাংলা বলেছেন: একাডেমিক ইদ

বাংলাে একাডেমিকে একটা ধন্যবাদ দিতেই হয়। এই অর্থনৈতি মন্দার বছর । ধানেভাতের অভাবের বছর আমরা কীভাবে ঈদ করিব ভাবিতে ছিলাম বিস্তর। ইনাদের বদান্যতায় সহজ হইলো বটে। ঈদ খানা বেটে হইয়া ছোট হইয়া ইদ হইয়া গেলো।
ইহাদের অলস মস্তিষ্কের নিরলস পরিশ্রমের উদগিরণ এই বছরের জন্য গ্রহণ করিলাম। টাকাপয়সার নাই ছোট “ইদ” তাই। তবে আজীবনের জন্য এই জঘন্য শব্দটাকে আনন্দের বিকল্প নিতে চাইনা। কার ইহার অর্থ নিয়া মত বেধ রহিয়াছে। কেহ বলেন ইহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.