নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তুই ছিলি রং সোনেলা/প্রথম রোদের ভোর বেলা

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:১৭



প্রথম পাতার বসন্ত
বর্ণমালার হসন্ত-
প্রথম ভোরের রোদ ‍‍শিশির ‍
প্রথম মনের প্রেম নিবিড়-
এসব কিছু দাম ধরে
‍কিন্তে গেলাম মন তোরে।
হাট ছিলো রঙ ধানসবুজ
মন ছিলো মোর প্রেম-অবুজ
তুই ছিলি রং সোনেলা-
প্রথম রোদের ভোর বেলা,
তখন হাওয়ায় আমার মন
হইলো মিশে ’সমিরণ;
আমার ’সকল’ দাম ধরে
কিন্তে ‍গেলাম মন তোরে।

কিন্তু বন্ধু বিকলিনা তুই
আমার এত “মন”দামে,
বুঝিনি, তুই মনের ঘরে-
মালা কা‍টিস আন নামে।

কিন্তু যদি বিকলিনা-
তবুও কেন দাম হাকিস,
দাম যদি তোর মনের নাম-
তবে কেন হাট ডাকিস?

হঠাত দেখি ডাক ছেড়ে!
মেঘর সাথে যাস উড়ে!
আমার সময কঠিন করে
বসত গড়িস ঐ দূরে!!

সময় যতই ‍হোক কঠিন
তুই যে প্রেমের নিকোটিন
তুবও তাই তোর প্রেমে
বিক্রি করি ”রাত্রীদিন”।

যদি তুমি বন্ধু চলেই যাবে, কেন প্রেম না ঘটিয়ে নয়?
বিদায়ের বেলা কেন বিরহে ভরিয়া দিলে আমার সময়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.