নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

অপ শিরোনাম

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩



তিন কোটি সের রক্তের বিনিময়ে
হায়েনার থেকে চোরের দখলী স্বত্বে
এসেছিনো মোরা আপন ইচ্ছাধীনে
অর্ধ শতক বেদনার ঘোরাবর্তে-

আটকে রেখেছে চোরা সে-বালির মতো
কাটেনি এখোনো অন্ধকারের ঘোর
কেনো যে মানুষ পারোনি হইতে তুমি
আমার ছিড়েনি পরাধীনতার ডুর।

তবুও তোমায় শুধুইযে ভালোবাসি
তবুও তোমায় মাতৃভূমিই বলি।
তোমার দেহের টিউমার রাজনীতি
বুকে ব্যথা নিয়ে দুপায়ে মাড়িয়ে চলি।

তিরিশ লক্ষ শহীদের ভিটে মাটি
লুটে কিছু লোক স্বাধীনতা নাম দিয়েে
ইজ্জত হারা দুইশ হাজার নারী
ভেলটের কালে কেবল কিছুটা জিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন কবি। শুভকামনা।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: দেশত্ববোধক।
চমৎকার।
++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.