নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

কী আজব কারবার?

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

কী আজব কারবার
থাকবোনা আমি আর-কয়েক যুগের পরে শেষ।
এ পৃথিবী থেকে যাবে, থেকে যাবে বন নদী দেশ,
কী আজব কারবার

এ জীবন মজা আর ব্যথা দিয়ে আঁকা।
আজকের প্রজাপতি রংভরা ডানা
কালকে সে মরে যাবে দেহ রঙহারা হবে।
নতুন ফসল হবে ক্ষেতে- পুরান বেদনা রবে ঘাসে
আমি আর প্রজাপতি শুধু থাকবনা।
জানি এ জীবন, মজা আর ব্যথা দিয়ে আঁকা।

ধরেনিই ২০০০ পঞ্চাশ সাল
নিঝুম মাটিতে পুঁতা আমি কঙ্কাল-
পৃথিবীর কোন এক মাঠের কিনারে।
জোনাকিরা আলো দেবে তখনো নিশিতে,
ফসলের ক্ষেতে চাষা হাড়ভাঙ্গা শীতে
বীজ নিয়ে ছুটে যাবে ভোরের আঁধারে।
কী আজব থাকবোনা আমি আর সে।

কী আজব, মেয়েটাও থাকবেনা, যার-
চুলের সুবাস মোর মনের জোয়ার।
তাতে কিবা যায় আসে, মানব মানবী
তখনো আঁকবে নব প্রণয়ের ছবি,
কী আজব, আমি আর তুমি শুধু নাই, হবে-
তখনো রূপের টানে যুবকেরা কবি।

কী আজব! সব আসে, অবশেষে সব চলে যায়,
তার পরও সব কিছু ঠিক থাকে কিছু না ফুরায়।

== পোস্টটা ডিলিট হয়ে গেছে ভুলে, তাই আবার দিলাম, কিছু মনে করবেননা, পড়ার জন্য ধন্যবাদ,


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.