নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তবুও তুমি অনেক ভালো থাকো!!!

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

যখন ইচ্ছে কলম ধরা যায়,
সাদা খাতার অভাব কি আর আছে?
ইচ্ছে হলেই লেখা যায়না কিন্তু-
লিখবে কিছু? চল তবে নীল ব্যদনার কাছে।

একদিন মন সবুজ ছিলো
পাশেই ছিলো বাড়ি,
তখন সে তার গায়ে দিতো
নীল পেড়ে এক শাড়ি।

কথা ছিলো বাসবে ভালো
বেসেও ছিলো কিছু।
কত বিকাল কেটেই যতো
হেটে তাহার পিছু।

তখন আমার পদ্য হতোনাকো
ছিলো আকাশে তার ছবি আঁকার দিন
“এখন নারী অনেক দূরে থাকো,
বয়ে বেড়াই আমি ব্যথার ঋণ”।

বেদনা নীল আকাশটা নীল
নীল ছিলো সেই নারী।
এখন যে তার মনের সাথে
আমার মনের আড়ি।

এখন মনের চার পাশে মোর নীলের ছড়াছড়ি
তবুও কলম পদ্য দিচ্ছে নাকো,
না পাই তবু কবিতাতেই তোমায় খুঁজে মরি-
তবুও তুমি অনেক ভালো থাকো।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪

আশরাফুল এষ বলেছেন: দারুন ছন্দ .।বেশ ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.