নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

প্রতিদিন ভাবি এই বুঝি দিন
পালটালো বলে, আসলো সুদিন
প্রতিদিন ভাবি স্বপ্নরা ফিরে আসবেই।
প্রতিটি সকালে নতুন সবিতা
সাথে নিয়ে আসে ব্যথার কবিতা
আগের মতই দিন গুলি থাকে সেই।

রাত শেষ হয় দিন ফিরে আসে
দিন গিয়ে নব দিন ফিরে আসে
ভাগ্য আকাশে সুদিন আর আসেনা।
প্রতিদিন ভাবি এই বুঝি দিন
পালটালো বলে, আসলো সুদিন
তবু দূর পরাহত স্বপ্নেরা হাসে না।

শুনেছি অনেক জীবনের গান
প্রথায় অথবা ধর্মের দান
হতাশ্বাসের উর্বরতায় জেগেছে অনেক মহাপুরুষ
সব বিশ্বাস ভেঙ্গে গেছে আজ
অবিশ্বাসের দেখি হাতছানি
মিছে কলরব ভেঙ্গে গেছে সব
মহা পুরুষের মহা মহা বানী
আশারা কেবলি মরেযায়, বাঁচে তৃতীয় বিশ্বের বুকা মানুষ।

এ কেমন বাঁচা, বেঁচে মরে থাকা
ঘুরতে চায়না জীবনের চাকা
তবু ফুরোয়না জীবনের পথ বন্দুর খারি বাড়ে
বোঝা হয়ে ঘাড়ে এখানে জীবন
সিন্দাবাদের ভূতের মত
এ ভূতের মুখে একটাই ভাষা, ধেযে চলো পরপারে।

আজন্ম মোরা মহাকালচারি
জীবনের গতি বাঁধা পরপারি
----------------------


------------

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা ভাল লেগেছে।

তবু দূর পরাহত স্বপ্নেরা হসেনা। এখেনে হসেনা মানে কি? নাকি টাইপিং মিসটেক?
ভাল থাকুন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: ছন্দময় কবিতা আমার দারুন লেগেছে ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.