নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভালো আছি

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩


শিশিরের জল আর জমা করা হয়না এখন
আজলা ভরিয়া পান যন্ত্রনা করি প্রতিদিন,
মুখ ধুয়ে লাভ নাই, পঁচে গেছে যখন এ মন
বকেয়া পড়েই থাক অঘ্রান শিশিরের ঋণ।

তবুও শিশির বেলা তাহারে পড়েই মনে
ফেরানদীটার বুকে কোয়াশার ধুঁয়ার মতন,
অথবা সে রাত, যবে ঘাসের স্থুবের পরে নির্জনে
নীরা আর আমি সাথে চাঁদ ঢাকা শিশির পতন!!

পড়ুক শিশির সব নেই তার জমাবার সাধ আর
আজ আর যন্ত্রনা নিযে ভাবিনাকো।
মানুষ আর ঈশ্বর কেহই যা এড়াবার
দায় নিতে রাজিনয়, তারে নিয়ে
কথা নয়, মন চুপ থাকো;
এখন আর যন্ত্রনা নিয়ে ভাবিনাকো।

এখন জীবন মানে সময়ের দায়ে ঠেকে থাকা
এখন সুখের মানে মিথ্যার অভিনয়ে চলা,
সীমিত হৃদয় জোড়ে অসীম আসীমতর ফাঁকা
ভালো থাকা মানে, মিছেমিছি “ভালো আছি” বলা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫

মিথী_মারজান বলেছেন: মিছেমিছি করে বলতে বলতেই মনের অজান্তেই একসময় সত্যিকারের ভাল থাকা শুরু হয়ে যায় জীবনে।
সময় একটু লাগে বটে তবে অসম্ভব কিছু না।
আর অসম্ভবকে সম্ভব করাটা শুধুমাত্র অনন্ত জলিলের একার কাজ না কিন্তু!
আমরা প্রতিটি মানুষই এই গুণে গুণান্বিত।

অনেক বেশি ভাল থাকুন সবসময়।
শুভ কামনা রইল।:)

২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২

করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ভালো আছি, ভালো থাকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.