নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

জাতীয় চার নেতা হলেন শেখ মুজিব, জিয়া, মাল মুহিত, নাহিদ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

১৬ ডিসেম্বর একটা কুইজ অনুষ্টানের বিচারক হিসাবে ছিলাম। দুইজন সমান পয়েন্ট পেয়েছে, তাদের মাঝথেকে একজনকে প্রথম নির্ধারণ করতে হবে। এজন বিচারক দুজনকে জিজ্ঞাসা করলো, জাতীয় চার নেতার নাম বলো।

প্রথমজন বল্লো, শেখ মুজিবুর রহমান, জিয়া্উ রহমান.. তার পর মনেনেই, .. আটকে গেলো আর ভুল করতে পারলোনা।
দ্বিতীয় জনকে আমি বল্লাম তুমি জানো?
সে বললো, ১। বঙ্গ বন্ধু, ২। জিয়াউর রহমান, ৩। আবুল মাল আব্দুল মুহিত, ৪। নূরুল ইসলাম নাহিদ।

আমি কইলাম তুমি কোন ক্লাসে পড়?
স্যার ইন্টারে পড়ি,
আজকে কী দিবস জানো?
জি সার জানি, আজ বিজয় দিবস।
এই দিনে কি অর্জন হয়েছিলো, কে বিজয় অর্জন করেছিলো বলতো?
মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেছিলো স্যার।
মুক্তিযোদ্ধা কারা বলতো? কোন উত্তর নাই। আবার বল্লাম, শেখ মুজিককে হত্যা করার পর জেলের মধ্যে আরো চারজন নেতাকে হত্যা করা হয় তারা হলেন জাতীয় নেতা। তোমরা কেউকি এই চর নেতার নাম জানো?
সমস্ত হল নিরব, কোন উত্তর নাই। আমি হতাস হলাম তাদের শিক্ষার মান নিয়ে ।
আচ্ছা তুমি বলতো, সপরিবারে শেখ মুজিবকে কারা খুন করেছিলো? দ্বিতীয়জনকে আবার শুধালাম।
স্যার পাকিস্থানীরা। বল্লাম ”গুড”। অনুষ্ঠানের প্রধান বিচারককে বল্লাম, স্যার শিক্ষার মান যে হারে উন্নত হইছে আমার মনেহয় নাহিদ সাহেবকে ৫ম জাতীয় নেতা উপাধি দেয়া যায়।

স্যার কইলো আমি নাকি ওগার তলা আর আগরতলা সমান করছি। জাতীয় চারে নেতারা ছিলো আপাদ মস্তক সত্যবাদী খাটি দেশ প্রেমিক নির্ভিক এক একটি চরিত্র। তাদের সাথেকি এদের তুলনা চলে?

কিন্তু নাহিদ সাহেব পরশু প্রমান করলেন উনি সত্যবাদি, এবং সত্যবলতে উনি পরোয়া করেননা। নির্দিধায় স্বিকার করলেন উনি চোর। দেশের প্রতি অসীম ভালোবাসা থেকে অধিনস্তদের বলল্লেন “ আপনারা সহনীয় মাত্রায় ঘুস খাবেন”। খালি বাদ রেখেছেন সহনীয় মাত্রাটি কত তা বলতে।
আমার মনে হয় এবার ওনাকে জাতীয় নেতা বলাযেতে পারে।
আর মালখানার কানধার মাল মুহিত সাহেব যখন শেয়ার বাজার বুঝেনা বলে নিজেই স্বিকার করেন তখনকি প্রমান হয় যে ওনি স্বত্য কথা বলেন। যখন বলেন ৪ হাজার কোটি টাকা কিছুইনা। তখনকি আমরা অনুপ্রেড়না পাইনা যে টাকা আসলে কিছুইনা। এটি কেবল মাল। মুহিত সাহেব বলেছেন।
সুতরাং ৬ নং জাতীয় নেতা মাল মুহিত।




মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

তার ছিড়া আমি বলেছেন: জটিল সব হিসাব নিকাশ। মজারু....

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ তর ছিড়া

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

শাহিন-৯৯ বলেছেন: শিক্ষার মান!!! নয় বছর আগে শিক্ষা মন্ত্রণালয় নষ্টদের হাতে চলে গেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

প্রথম বাংলা বলেছেন: একদম সত্য কথা

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রশ্নপত্র ফাঁসের কারণে টাকলু নাহিদের আগেই পদত্যাগ করা উচিৎ ছিল। ছি: এত নির্লজ্জ!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

প্রথম বাংলা বলেছেন: মানুষের আত্ম সম্মান থাকলে সে পদত্যাগ করে। যে নিজেই বলে আপনারা ঘুস খান, সহনীয় মাত্রায়। আমিও চোর, ---- তার আত্ম সম্মান আছে বলে মনে হয়না্

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

অর্ধ চন্দ্র বলেছেন: ভাই এই দুই ছাত্র নয়,আমি ঐ প্রধান বিচারকের চরণ একটু ছুঁয়ে বড়ই ধন্য হতে মন্চাই X((

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

প্রথম বাংলা বলেছেন: চরন ধইরা কাম হইবোনা ভাই, ঘুস দেন, খাই। পেটে বড় ক্ষিদা

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ তারেক সাহেব

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার খালি মাথা চুলকায় :(

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

প্রথম বাংলা বলেছেন: চুলকান ভাই বেশি করে চুরকান, সাথে ঘুস খান,,

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এগুলো শিখিয়ে দেবেন না? সব দায় শিক্ষামন্ত্রীর কাঁধে চাপিয়ে আমরা নিশ্চিন্ত।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

প্রথম বাংলা বলেছেন: ওনি শিখাবেন না জানি, শেখাবেন শিক্ষকরা, ওনার কাজটা কি তাহলে । তহলেকি ওনার দরকান নাই? যদি দরকার থাকে তাহলে উনি শিক্ষা সেক্টরের কোন যায়গায় কাজ করবেন বলবেনকি? ‍উনি প্রশ্ন ফাস ঠেকাতে পারবেননা। স্কুলের ওয়াসরোমে বাঁশ দেয়া ঠেকাতে পারবেননা, উনি মান উন্নত করতে পারবেননা শিক্ষার, তাহলে উনি করবেনটাকি? সবাইকে ঘুস খাওয়া শেখাবেন?

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এসবের কারন আছে।
মুজিব হত্যার পর ২৩ বছর টিভি বা পত্রিকায় বংগবন্ধু শব্দটি একবারও উচ্চারিত হয়নি।
৪ নেতা, জেল হত্যা এসবতো তো আরো দুরের ব্যাপার।
১৬ ডিসেম্বরেও পাকি বাহিনী সারেন্ডারের ঘটনায় পাকিস্তানের নাম উচ্চারিত হত না। বলতো 'হানাদার বাহিনী'।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

প্রথম বাংলা বলেছেন: এখনতো ৯ বছর যাবত তজবি জপা হচ্ছে, এখন কেনো পারবেনা?

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। হায়রে দেশ!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

প্রথম বাংলা বলেছেন: ভেবে নাহি পাই, আছে কি উপায় নাহিদের থেকে পরিত্রান

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

মশার কয়েল বলেছেন: :(

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

ৈতয়ব খান বলেছেন: বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান- এরা জীবিত থাকলে ভীষণ কষ্ট পেতেন। আমাদের দেশে এখন গলিতে গলিতে স্কুল প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু শিক্ষার মান কতখানি উন্নত হচ্ছে এটা------

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

বিষাদ সময় বলেছেন: আমরা হলাম বেকুব জনগণ, আমাদের নেতাদের হতে হবে, চালাক, চতুর, ধুরন্ধর যেন আমাদের সর্বদায় বোকা বানাতে পারে। সহজ সরল নেতা হলে তাঁকে প্রতি পদে পদে লাঞ্জিত হতে হবে, এ আর এমনকি!! এ দেশে আমাাদের মত বেকুব জনগণ যতক্ষণ আছে ততক্ষণ পদত্যাগ কালচার চালু করলে প্রতিদিন ১ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যে দেশে জনগণ চাঁদে মানুষ দেখতে পায় সে দেশে নেতা যত বদ, যত ধুরন্ধর হবে তার দাম তত বেশী হবে। ক'দিন আগে মশা সম্পর্কে একটা কথা বলায় মেয়র আনিসুল হককে সকল মিডিয়া বে ইজ্জতি করে ছেড়েছে , সোশাল মিডিয়ায় তার পদত্যাগের জন্য ঝড় উঠে গেছে। অথচ এখন এটা স্বীকৃত যে আনিসুল হক এদেশের অন্যতম যোগ্য মেয়র ছিলেন।

মাল সাহেব বা নুরুল ইসলাম নাহিদরা দুর্নীতিবাজ না, তারা সন্ত্রাসী না, তারা অনেকের মত অকথ্য ভাষা ব্যবহার করেন না। মাল সাহেবের সমস্যা হলো মাঝে মাঝে তিনি দুচারটে উল্টা পাল্টা কথা বলেন সে কারণে তাঁর বিরুদ্ধে যতবার পদত্যাগের দাবী উঠেছে আমার মনে হয় এ সরকারের সবচেয়ে বদ, দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধেও ততবার পদত্যাগের দাবী ওঠেনি, কারণ সে সব মন্ত্রীদের মুখে মধু অন্তরে বিষ, আমরা বেকুব জনগণ তাদের মত মন্ত্রী পছন্দ করি। মন্ত্রী যত দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অসভ্য হবে আর দুনিয়া বা ধর্মের ভাল ভাল কথা বলবে আমরা তত তাদেরকে পছন্দ করবো।।

বিভিন্ন রকম সিন্ডিকেটের চাপে পড়ে মাল মুহিত বা নাহিদের মত ভদ্রলোকরা কোনঠাসা। হয়তো অনেক দুঃখে শিক্ষা মন্ত্রী এই সত্য কথাটি বলেছেন। সে সত্য কথনের জন্য আমাদের তাঁকে সমর্থন করা উচিত ছিল, কিন্তু আমরা বেকুব জনগণ শুরু করলাম তার মুণ্ডপাত করা। তিনি ভদ্র লোক না হয়ে যদি জটিল রাজনীতিবিদ হতেন তবে নিজে লুটেপুটে খেতেন আর বড় গলা করে বলতেন আমার মন্ত্রণালয়ে কোন দুর্নীতি নাই, আর কেও দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না, তাহলে আমরা তাকে খুব পছ্ন্দ করতাম।

ভাল নেতা পেতে হলে সবার আগে আমাদের প্রয়োজন নিজে একজন সুস্থবুদ্ধির, সৎ মানুষ হওয়া না হলে যতই চিল্লাই না কেন এদেশে ভাল নেতা পাবো না, আমাদের অত্যাচারেই ভাল নেতারা নির্বাসিত হবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.