নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

ফ্রেমে বাঁধা স্বাধীনতা

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

সংগ্রাম শুধু ফ্রেমে বাঁধা ফটো
================
ওরা বলতো, ওদের মায়ের ভাষাই হইবে আমার মুখের ভাষা।
আমি কহিলাম.. আমার মা’ওতো কথা বলতো।
তার ভাষোতেই, এখনোতো কথা বলে,
আমি কেনো তবে পারবোনা তাহলে?

আমার মায়ের ভাষায় বলতে, “তোমারে যে ভালোবাসি”,
ভালোবেসে আমি হাজার জনম বাংলায় যেনো আসি।
তার পর ওরা পেতেছে বোলেট, আমি ঢেলেদিনু রক্ত,
পিচ কালো পথ দেখেছে মায়ের ভালোবাসা কত শক্ত।

ফের এলো ঝড়, ভেঙে গেলো ঘর ভেঙে গেলো সুখ স্বপ্ন
স্বাধীনতা চাই স্বাধীনতা চাই, চার দিকে চলে চিৎকার।
আবার বোলেট’ লেগেছে আগুন, নিভবেনা জলে, ঢালো ঢালো খুন-
রক্তের দামে কিনতেযে হয় ‍মুক্ত কথার অধিকার।

রক্ত ঢেলেছি, নদি বয়ে গেছে, সেখানে কুমির এসেে
এক ঝাঁক, তারা হা করে সারা, ছলনায় ভালোবেসে-
দেখালো মুক্তি, কহিলো স্বাধীন, আসলে সকলি ছবি,
টুটি টিপে ধরে কয়ে দিলো চুপ- নাকরিলে গুম হবি।

সেদিন গিয়েছে এখন এসেছে নতুন যুগের পাপ-
বলিছে ইহারা ডাকিতে হইবে এদের বাপেরে বাপ।
তারা বলেছিলো কথা বলা চাই’ তাদের মায়ের বুলে ,
এরা বলিতেছে ডাকো তারে বাপ, নিজের বাপেরে ভুলে।

ওরা কেড়ে ছিলো মায়ের ভাষা, ইহারা কাড়িছে বাপ
সেই থেকে আজও লভিছি বাঙ্গালি অপমান সন্তাপ।
ইতিহাস কেনো এত কালো হলো, এ কোন পাপের দায়?
সংগ্রাম শুধু ফ্রেমে বাঁধা ফটো, মুক্তি তবেকি নাই!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

বিদেশে কামলা খাটি বলেছেন: সবার কাছে সবার ভাষাই প্রিয়। তবে সারা পৃথিবীতে মা্ত্র একটি ভাষা থাকলে খুব মজা হতে পারত।

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

প্রথম বাংলা বলেছেন: হৃদয়ের ভাষা সবারই এক

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬

নীল মনি বলেছেন: চমৎকার লিখেছেন।কথাগুলো ভালো লেগেছে।

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ নীলমনি

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমাদের দেশ, ভাষা, সংস্কৃতি ইত্যাদি যেকোন বিষয় নিয়ে যেকোন লেখাই ভালো লাগে। এটাও ভালো লাগলো। ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

প্রথম বাংলা বলেছেন: রাইট.....। তবে বেশিদিন আর কবিতা চলবেনা.....

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: গভীর আবেগ থেকে লেখা কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

প্রথম বাংলা বলেছেন: না, চেতনা এবং বিতৃষ্ণা থেকে.....
ভয় এবং আতঙ্ক থেকে-----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.